পাকিস্তানে অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটির আগে আরো চাপে পড়লেন প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিদেশি চক্রান্তের অভিযোগ করেছেন। হুমকি বার্তা সামনে এনেছেন।
বিজ্ঞাপন
পাকিস্তানে ইমরান খানের গুরুত্বপূর্ণ জোট শরিক এমকিউএম(পি) বিরোধী শিবিরে যোগ দিয়েছে। বুধবার তারা জানিয়ে দিয়েছে, দেশের স্বার্থে তারা ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থন করছে।
পাকিস্তানের সংবাদপত্র ডন জানাচ্ছে, এমকিউএমের বিরোধী শিবিরে চলে যাওয়ার অর্থ, ইমরান খান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যালঘু হয়ে পড়লেন। আগামী ৩ এপ্রিল আস্থাভোট হওয়ার কথা। পরিস্থিতির নাটকীয় পরিবর্তন না হলে ইমরানের বিদায় পাকা বলে ডন জানিয়েছে।
ইসলামাবাদে এমকিউএমের আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি একটি সাংবাদিক সম্মেলন করে দলের সিদ্ধান্তের কথা জানান। তার সঙ্গে ,সাংবাদিক সম্মেলনে ছিলেন বিরোধী দলের নেতারা। সিদ্দিকি বলেছেন, এটা ঐতিহাসিক মুহূর্ত। এটা একটা পরীক্ষা, যাতে জাতীয় নেতাদের সফল হতে হবে। সাধারণ মানুষের উচ্ছে পূরণ হচ্ছে। আমরা আশা করব, এবার গণতন্ত্রের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।
ইমরান খান: জানা-অজানা কিছু তথ্য
ইমরান খান পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের একসময়ের অধিনায়ক আর সাবেক প্রধানমন্ত্রী৷ ছবিঘরে থাকছে তাঁর সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য৷
ছবি: picture-alliance/dpa/Rousseau
পুরো নাম
ইমরান খান নামেই সবার কাছে পরিচিত তিনি৷ কিন্তু তাঁর পুরো নাম কি জানেন? আহমেদ খান নিয়াজী ইমরান হচ্ছে তাঁর পারিবারিক নাম৷
ছবি: Reuters/C. Firouz
খেলা শুরু
১৯৫২ সালের ৫ অক্টোবর লাহোরে জন্মগ্রহণ করেন ইমরান খান৷ ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি বিশেষভাবে আকৃষ্ট ছিলেন ইমরান৷ ১৯৬৮ সালে ষোল বছর বয়সে লাহোরের হয়ে সারগোরার বিরুদ্ধে প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেন তিনি৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
জাতীয় দলে ডাক
ক্রিকেটের প্রতি ইমরান খানের আগ্রহ এবং লেগে থাকাই তাঁকে দ্রুত স্থান করে দেয় পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে৷ ১৯৭০ সালে যখন দলে ডাক পান, তখনও তাঁর পড়াশোনাই শেষ হয়নি৷
ছবি: Getty Images
পাকিস্তানের বিশ্বকাপ জয়
বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন বলা হয় তাঁকে৷ তাঁর অধিনায়কত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জয় করে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Holland
রাজনীতি
১৯৯৬ সালে রাজনীতিতে যোগ দেন ইমরান৷ গঠন করেন তেহরিক-ই-ইনসাফ পার্টি৷ গত নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকলেও এবার অন্যদের পেছনে ফেলে তাঁর দল উঠে এসেছে শীর্ষে৷
ছবি: Aamir QureshiAFP/Getty Images
ব্যক্তিগত জীবন
শুধু খেলা বা রাজনীতি নয়, ব্যক্তি জীবনের নানা খবর দিয়েও বরাবরই সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন ইমরান খান৷ ৬৫ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করেন ইমরান৷ ভবিষ্যতবক্তা বুসরা মানেকার আগে ব্রিটিশ সেলিব্রেটি জেমিমা গোল্ডস্মিথ এবং পাকিস্তানি টিভি অ্যাংকর রেহাম খান ইমরানের স্ত্রী ছিলেন৷
ছবি: PIT
অভিযোগের পাহাড়
নির্বাচনের ঠিক আগে আগে ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান তাঁর আত্মজীবনীতে ইমরানের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন৷ রেহামের অভিযোগ, ইমরানের সঙ্গে যৌন সম্পর্কে জড়ালেই কেবল নারীরা দলে বড় পদ পেতে পারেন৷
ছবি: Facebook/Imran Khan Official
পাকিস্তানের ট্রাম্প!
ইমরান খানকে অনেকেই পপুলিস্ট বলে আখ্যা দিয়ে থাকেন৷ জঙ্গিবাদের প্রতি তাঁর উদার দৃষ্টিভঙ্গীরও সমালোচনা করেন অনেকে৷ ধারণা করা হয় তালেবানের মতো বেশকিছু উগ্রপন্থি দলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন ইমরান৷
ছবি: picture-alliance/AP Photo/B.K. Bangash
অ্যামেরিকার সমালোচক
সন্ত্রাসবিরোধী যুদ্ধে অ্যামেরিকার ভূমিকা এবং তাতে পাকিস্তানের অংশগ্রহণের বড় সমালোচক ইমরান৷ পাকিস্তানের অনেক সমস্যার পেছনে দেশটির অ্যামেরিকাপ্রীতিই বড় কারণ বলে একাধিক বক্তব্যে বলেছেন তিনি৷
ছবি: YouTube/PTI Scotland
দুর্নীতিবিরোধী অবস্থান
দুর্নীতির বিরুদ্ধে বরাবরই সরব ইমরান খান৷ বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ছিলেন তাঁর আক্রমণের মূল লক্ষ্য৷ লন্ডনে বাড়ি ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলার সাজায় নওয়াজ শরীফ ও তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ এখন পাকিস্তানের কারাগারে আছেন৷
ছবি: picture-alliance/dpa/T. Mughal
তরুণদের মন জয়
পাকিস্তানের তরুণদের মন দ্রুতই জয় করে নিয়েছেন ইমরান খান৷ তাঁর ‘নতুন পাকিস্তান’ স্লোগান তরুণ প্রজন্মের মুখে মুখে৷ ২০১২ সালে এশিয়া সোসাইটির জরিপে ‘এশিয়া’স পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হন ইমরান৷
ছবি: AP
11 ছবি1 | 11
পিপিপি নেতা বিলাওয়াল বলেছেন, পিপিপি ও এমকিউএম শুধু এই অনাস্থা প্রস্তাব নিয়ে হাত মেলায়নি। তারা ভবিষ্যতেও হাত ধরেই চলবে। তার দাবি, ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। তাই ভোটাভুটি বৃহস্পতিবারই হয়ে যাক।
ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৭২ জন সদস্যের সমর্থন থাকলেই সরকার গঠন করা যায়। বিরোধীদের দাবি, তাদের সঙ্গে এখন ১৭৬ জন সদস্য আছেন। ফলে তারাই সংখ্যাগরিষ্ঠ এবং তারাই পরবর্তী সরকার গঠন করবেন বলে বিরোধী নেতারা জানিয়েছেন।
ইমরান কী করছেন
ইমরান খান বুধবার দুই বার সেনা ও আইএসআই প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আগেই অভিযোগ করেছিলেন, বিদেশি শক্তি তার সরকারকে ফেলে দিতে চাইছে। তার প্রমাণ হিসাবে তিনি একটি হুমকি বার্তা সামনে এনেছেন। সংবাদপত্র ডন জানাচ্ছে, সরকার জানিয়েছে, বিদেশে একটি দূতাবাস এই হুমকি বার্তা পেয়েছিল।
এই বার্তাটি প্রথমে মন্ত্রিসভার বৈঠকে পড়ে শোনানো হয়। পরে কয়েকজন প্রবীণ সাংবাদিককে মন্ত্রিসভা বৈঠকের মিনিটস পড়ে শোনানো হয়েছে। বৈঠকে কোনো দেশের নাম নেয়া হয়নি। তবে সাংবাদিকদের জানানো হয়েছে, যে দেশের থেকে এই হুমকি বার্তা এসেছে, তারা ইমরান খানের রাশিয়া সফর ও রুশদের সমর্থন করা ভালোভাবে নেয়নি।