1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমটিভি অ্যাওয়ার্ড

১২ নভেম্বর ২০১৩

২০১৩ সালের এমটিভি এমা অ্যাওয়ার্ড জিতেছেন কেটি পেরি ও জাস্টিন বিবার৷ লেডি গাগা আর মাইলি সাইরাসকে পেছনে ফেলে এ বছরের সেরা গায়িকার পুরস্কার জিতেছেন পেরি৷

Singer Katy Perry performs with a member of her band during the iHeartRadio Music Festival at the MGM Grand Garden Arena in Las Vegas, Nevada September 20, 2013. REUTERS/Steve Marcus (UNITED STATES - Tags: ENTERTAINMENT)
কেটি পেরিছবি: Reuters

কিছুদিন আগেই বেশি অনুসারী নিয়ে টুইটারে জনপ্রিয় তারকার শীর্ষ আসনটি দখল করেছিলেন কেটি পেরি৷ এবারের এমটিভি অ্যাওয়ার্ডেও শীর্ষ স্থানটি তাঁর৷ ১০ নভেম্বর ঘোষণা করা হয় এ বছরের এমটিভি অ্যাওয়ার্ড৷ ২০তম বার্ষিক ইউরোপীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াই হয় লেডি গাগা, মাইলি সাইরাস আর কেটি পেরির মধ্যে৷ অল্প ব্যবধানে বাকি দু'জনকে পেছনে ফেলে সেরা গায়িকার পুরস্কারটি ছিনিয়ে নেন কেটি পেরি৷ এই নিয়ে তিনবার এমা পুরস্কার জিতলেন এই মার্কিন গায়িকা৷

লেডি গাগাছবি: picture alliance/AP

অনু্ষ্ঠানের আগে রেড কার্পেটে তিনি জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য হলো সব শ্রোতাদের কাছে পৌঁছানো আর এই পুরস্কার সেই সুযোগটাই করে দেয়৷ তবে সেরা ভিডিও-র জন্য পুরস্কৃত হন মাইলি সাইরাস৷ ‘রেকিং বল' মিউজিক ভিডিও-র জন্য পুরস্কার পান তিনি৷

এ বছর সেরা গায়কের পুরস্কার জিতেছেন জাস্টিন বিবার৷ চতুর্থবারের মতো এ পুরস্কার জিতলেন তিনি৷ ‘বেস্ট লাইভ পারফরম্যান্স'-এর জন্য বিয়ন্সে এবং সেরা গানের জন্য ব্রুনো মার্স পুরস্কার জিতেছেন৷

জাস্টিন বিবারছবি: dapd

সেরা পপ ব্যান্ডের পুরস্কার জিতেছে ব্রিটিশ-আইরিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন'৷ সেরা স্টাইলের জন্য এই ব্যান্ডের কণ্ঠশিল্পী হ্যারি স্টাইলস পুরস্কৃত হন৷ এছাড়া, মার্কিন র্যাপার এমিনেম-কে আজীবন সম্মানা হিসেবে ‘গ্লোবাল আইকন' পুরস্কারে ভূষিত করা হয়েছে৷

অনুষ্ঠানে ফিলিপাইন্সের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়৷

এপিবি/ডিজি (এপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ