1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমটিভি অ্যাওয়ার্ড

১২ নভেম্বর ২০১৩

২০১৩ সালের এমটিভি এমা অ্যাওয়ার্ড জিতেছেন কেটি পেরি ও জাস্টিন বিবার৷ লেডি গাগা আর মাইলি সাইরাসকে পেছনে ফেলে এ বছরের সেরা গায়িকার পুরস্কার জিতেছেন পেরি৷

Singer Katy Perry performs with a member of her band during the iHeartRadio Music Festival at the MGM Grand Garden Arena in Las Vegas, Nevada September 20, 2013. REUTERS/Steve Marcus (UNITED STATES - Tags: ENTERTAINMENT)
কেটি পেরিছবি: Reuters

কিছুদিন আগেই বেশি অনুসারী নিয়ে টুইটারে জনপ্রিয় তারকার শীর্ষ আসনটি দখল করেছিলেন কেটি পেরি৷ এবারের এমটিভি অ্যাওয়ার্ডেও শীর্ষ স্থানটি তাঁর৷ ১০ নভেম্বর ঘোষণা করা হয় এ বছরের এমটিভি অ্যাওয়ার্ড৷ ২০তম বার্ষিক ইউরোপীয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাড্ডাহাড্ডি লড়াই হয় লেডি গাগা, মাইলি সাইরাস আর কেটি পেরির মধ্যে৷ অল্প ব্যবধানে বাকি দু'জনকে পেছনে ফেলে সেরা গায়িকার পুরস্কারটি ছিনিয়ে নেন কেটি পেরি৷ এই নিয়ে তিনবার এমা পুরস্কার জিতলেন এই মার্কিন গায়িকা৷

লেডি গাগাছবি: picture alliance/AP

অনু্ষ্ঠানের আগে রেড কার্পেটে তিনি জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য হলো সব শ্রোতাদের কাছে পৌঁছানো আর এই পুরস্কার সেই সুযোগটাই করে দেয়৷ তবে সেরা ভিডিও-র জন্য পুরস্কৃত হন মাইলি সাইরাস৷ ‘রেকিং বল' মিউজিক ভিডিও-র জন্য পুরস্কার পান তিনি৷

এ বছর সেরা গায়কের পুরস্কার জিতেছেন জাস্টিন বিবার৷ চতুর্থবারের মতো এ পুরস্কার জিতলেন তিনি৷ ‘বেস্ট লাইভ পারফরম্যান্স'-এর জন্য বিয়ন্সে এবং সেরা গানের জন্য ব্রুনো মার্স পুরস্কার জিতেছেন৷

জাস্টিন বিবারছবি: dapd

সেরা পপ ব্যান্ডের পুরস্কার জিতেছে ব্রিটিশ-আইরিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন'৷ সেরা স্টাইলের জন্য এই ব্যান্ডের কণ্ঠশিল্পী হ্যারি স্টাইলস পুরস্কৃত হন৷ এছাড়া, মার্কিন র্যাপার এমিনেম-কে আজীবন সম্মানা হিসেবে ‘গ্লোবাল আইকন' পুরস্কারে ভূষিত করা হয়েছে৷

অনুষ্ঠানে ফিলিপাইন্সের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করা হয়৷

এপিবি/ডিজি (এপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ