1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংক আইন সংশোধন

২৩ আগস্ট ২০১২

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি নিয়োগে অধ্যাদেশ জারি করেছে সরকার৷ সংশোধিত আইন গেজেট আকারের প্রকাশ করা হয়ছে৷ আইনমন্ত্রী বলেছেন, এই পরিবর্তন আনা হয়েছে এমডি নিয়োগে স্বচ্ছতা আনার জন্যই৷

ছবি: AP

গ্রামীণ ব্যাংকের আইন সংশোধনের অনুমোদন দেয় মন্ত্রীসভা গত ২রা আগস্ট৷ আর রাষ্ট্রপতি তাতে সম্মতি দেয়ার পর, তা গেজেট আকারে প্রকাশ করে অধ্যাদেশ জারি করা হয়েছে আজ৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানিয়েছেন, সংসদের আগামী অধিবেশনের প্রথম দিনেই এটা বিল আকারে উত্থাপন করা হবে৷ এই অধ্যাদেশ অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সঙ্গে আলাপ করে একটি সিলেকশন কমিটি গঠন করবেন, যাতে তিন থেকে পাঁচ জন থাকবেন৷ এরপর সেই কমিটি ঐ তিন জনের নাম প্রস্তাব করবে৷ আর তাঁদের মধ্য থেকেই একজনকে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে বেছে নেয়া হবে৷

ছবি: picture-alliance / Godong

আগের আইনে সিলেকশন কমিটি এবং এমডি নিয়োগের এক্তিয়ার ছিল পরিচালনা পর্ষদের হাতে৷ এই অধ্যাদেশের মাধ্যমে তা খর্ব করা হল বলে অভিযোগ৷ তবে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, কারুর ক্ষমতা খর্ব করা নয়, বরং গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে স্বচ্ছতা আনতেই আইনে এই পরিবর্তন আনা হয়েছে৷

তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে পরিচালনা পর্ষদকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে৷ এতে সরকার বা ব্যাংকের চেয়ারম্যান কোনোভাবে হস্তক্ষেপ করলে স্বচ্ছতা নিশ্চিত হবেনা৷ আর এমডি হিসেবে এমন ব্যক্তিকে বেছে নিতে হবে, যাঁর ক্ষু্দ্র ঋণ নিয়ে বাস্তব জ্ঞান আছে৷

বলাবাহুল্য, এমডি হলেন গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহী৷ গত বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয়ার পর থেকে নতুন এমডি নিয়োগ নিয়ে বিতর্ক চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ