ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ এই খবরের কারণে চাপা পড়ে গেছে এশিয়ার একটি ভালো খবর৷
বিজ্ঞাপন
২০০৯ সাল থেকে সবচেয়ে সুন্দর গোল দেয়া ফুটবলারকে স্বীকৃতি দিয়ে আসছে ফিফা৷ হাঙ্গেরীয় কিংবদন্তি ফুটবলার পুসকাসের নামে এই পুরস্কারটি দেয়া হয়৷ এবারই প্রথম সেই পুরস্কার পেলেন এশিয়ার কোনো খেলোয়াড়৷ তাঁর নাম মোহাম্মদ ফয়েজ সুবরি৷ মালয়েশিয়ার পেনাং ক্লাবে খেলেন তিনি৷ ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি লিগের এক খেলায় দূর থেকে নেয়া ফ্রি-কিকে গোল করেন সুবরি৷ শট নেয়া বলটি শুরুতে পোস্টের বাম পাশের বার বরাবর যেতে থাকলেও শেষ পর্যন্ত সেটি বাঁক নিয়ে একেবারে ডান পাশের বারে লেগে গোলে প্রবেশ করে৷
এই পুরস্কার পাওয়ায় ২৯ বছর বয়সি সুবরিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক৷ তিনি বলেন, সুবরির এই খেতাব মালয়েশিয়ার অনেক ফুটবলারকে অনুপ্রাণিত করবে৷
সুবরি নিজে বলেছেন, এটি তাঁর জীবনের সেরা গোল৷ পুরস্কার নেয়ার পর তিনি বলেন, ‘‘সত্যি করে বললে, আমার কখনও মনে হয়নি যে আমি এই পর্যায়ে আসতে পারব এবং বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে দাঁড়াতে পারব৷'' পুরস্কার নেয়ার পর বক্তব্য দেয়ার জন্য ডায়াসে দাঁড়িয়ে তিনি কয়েক সেকেন্ড সময় নিয়ে মোবাইলে থাকা তাঁর বক্তব্য খুঁজে বের করেন৷
পুসকাস অ্যাওয়ার্ড জেতার মধ্য দিয়ে ফয়েজ সুবরি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ইব্রাহিমোভিচ, নেইমারের মতো ফুটবলারদের তালিকায় নাম লেখালেন৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)
ফুটবলের যেসব নিয়ম বদলে গেছে
ফুটবল খেলার কিছু নিয়মে বড় পরিবর্তন এসেছে৷ পহেলা জুন থেকে চালু হওয়া নতুন এসব নিয়মের ফলে খেলায় উত্তেজনা আরো বাড়বে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷ চলুন জেনে নিই নিয়মগুলো৷
ছবি: picture-alliance/dpa/F. Gambarini
পেনাল্টি
লিওনেল মেসি এই নিয়মটা পছন্দ করবেন না৷ যদি কোনো খেলোয়াড় পেনাল্টি শট নেয়ার আগ মুহূর্তে পুরোপুরি দাঁড়িয়ে যান বা অন্য কাউকে পাস দেন - তাহলে সেটা পেনাল্টি হিসেবে আর গণ্য হবে না৷ উল্টো প্রতিপক্ষকে একটি ‘ফ্রি কিক’ নেয়ার সুযোগ দেয়া হবে৷ যে খেলোয়াড় পেনাল্টি নিতে গিয়ে এটা করবেন, তাঁকে রেফারি চাইলে হলুদ কার্ডও দেখাতে পারেন৷
ছবি: picture-alliance/Offside /M. Atkins
তিন ধরনের শাস্তি
আগে পেনাল্টি বক্সের মধ্যে একজন ফুটবলার ফাউল করলে তিনভাবে শাস্তি দেয়া যেতো - পেনাল্টি শট, লাল কার্ড এবং নিষেধাজ্ঞা৷ জার্মানরা এই নিয়মের বিরুদ্ধে বেশ সরব ছিল৷ নতুন নিয়মে রেফারিকে আরো বিচক্ষণতার পরিচয় দিতে হবে৷ তার অর্থ হচ্ছে, অভিযুক্ত খেলোয়াড়কে তখনই বের করে দেয়া যেতে পারে, যদি তিনি ইচ্ছাকৃতভাবে ফাউল করে থাকেন৷ তবে শুধু বল খেলতে গিয়ে কিছু হলে সর্বোচ্চ শাস্তি হলুদ কার্ড৷
ছবি: picture-alliance/Eibner-Pressefoto
খেলা শুরুর আগেই লাল কার্ড
নতুন নিয়মে খেলা শুরু হওয়ার আগেই একজন খেলায়াড়কে চাইলে লাল কার্ড দেখাতে পারেন রেফারি৷ তা সত্ত্বেও তাঁর দল এগারো জন নিয়ে মাঠে নামতে পারবে৷ অর্থাৎ লাল কার্ড পাওয়া খেলোয়াড়ের বিকল্প মাঠে নামানো যাবে৷
ছবি: imago/VI Images
বিশ সেকেন্ডের সেবা
মাঠে প্রত্যেক সেকেন্ডই হিসেব করা হয়৷ যদি ফিজিও একজন আহত খেলোয়াড়কে বিশ সেকেন্ডের মধ্যে সুস্থ করে তুলতে পারেন, তাহলে তাঁর আর মাঠ ত্যাগের দরকার নেই৷ বরং সঙ্গে সঙ্গেই খেলা শুরু করতে পারবেন সেই খেলোয়াড়৷ আগে আহত খেলোয়াড়কে মাঠের বাইরে নিয়ে যাওয়া হতো এবং তিনি সুস্থ হওয়ার পর পুনরায় মাঠে নামতে রেফারির অনুমতির জন্য অপেক্ষা করতে হতো৷
ছবি: Reuters/K. Pfaffenbach
খেলা শুরুর নিয়ম বদল
কিক অফের সময় এখন আর বল শুধু সামনের দিকেই বাড়াতে হবে না, চাইলে আড়াআড়ি, এমনকি ব্যাকপাসের মাধ্যমে পেছনে দাঁড়ানো কোনো সতীর্থের উদ্দেশ্যেও বল পাঠানো যাবে৷
ফ্রি কিক নেয়ার সময় প্রতিপক্ষের গোলকিপারের সামনে পাশাপাশি দাঁড়িয়ে দেয়াল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না৷ যে দলের বিপক্ষে ফ্রি কিক শুধুমাত্র সেই দলের খেলোয়াড়রা প্রতিরক্ষা দেয়াল গড়তে পারবেন৷
ছবি: picture-alliance/Sven Simon/O. Haist
পানীয় বিরতি
গরমের দিনে বা দুপুরের পর আয়োজিত খেলায় রেফারি চাইলে পানীয়র বিরতি নিতে পারবেন যাতে খেলোয়াড়রা তরল পান করে নিজেদের আবার সতেজ করে নিতে পারেন৷ তবে বিরতির জন্য নেয়া সময় খেলা শেষের বাড়তি সময়ের সঙ্গে যোগ করতে হবে৷
ছবি: Getty Images
থ্রো’র নিয়ম কড়া হচ্ছে
আগে বল ‘থ্রো’ করার নিয়ম পালনের ক্ষেত্রে কিছুটা শিথিলতা ছিল৷ কিন্তু এখন খেলোয়াড়কে অবশ্যই দু’হাতে ধরে মাথার উপর থেকে বলটি ‘থ্রো’ করতে হবে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেটা করতে হবে, যেখান দিয়ে বলটি মাঠের বাইরে গিয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
জুতা ছাড়া খেলা
আগে একজন খেলোয়াড়ের এক পাযের জুতো খুলে গেলে সেটা না পরা পর্যন্ত চাইলেও তিনি খেলতে পারতেন না৷ এখন জুতা খুলে গেলে খালি পায়েও খেলা চালিয়ে যাওয়া যাবে, এমনকি ‘শিন গার্ড’ খুলে গেলেও সমস্যা নেই৷
ছবি: Imago/Sven Simon
শর্টস এবং আন্ডারশর্টসের মিল থাকতে হবে
চেক, স্ট্রাইপ বা নিয়ন কালারের কিন্তু কিছুটা স্বচ্ছ আন্ডারশর্টস পরায় বাধা থাকছে না৷ তবে শর্টস এবং আন্ডারশর্টসের রংয়ের মধ্যে মিল থাকতে হবে৷ নতুবা রেফারি চাইলে আন্ডারশর্টস বদলানোর নির্দেশ দিতে পারেন৷