গাড়ি থাকলেই যে তিনি গাড়ি চালাতে জানবেন, এমন কথা নেই৷ নইলে যিনি গাড়ি চালাতে জানেন, তিনি কি এমন করে মাঝরাস্তায় দুম করে উৎপাত শুরু করতেন? চীনের ব্যস্ত হাইওয়েতে এমন আনাড়ির মতো গাড়ি চালানোর ভিডিওটি এখন ভাইরাল৷
আসলে এই সাদা গাড়িটি টু লেন রাস্তায় অলক্ষ্যে হারিয়ে ফেলেছিল তার বেরোনোর পথটি৷ তাই মাঝরাস্তায় ষাঁড়ের মতো একগুঁয়ে হয়ে পড়ে এটি৷ নিয়ম না মেনে দিব্যি ভুল দিকে যাওয়ার চেষ্টা করতে থাকে৷ এবং এই চেষ্টা একবার নয়, বারবার৷ ফলে পিছনে থাকা গাড়িগুলি বিপদের মুখে পড়ে৷
প্রথমেই একটি বড়সড় ৷ লরিটি এই খুদে গাড়িটাকে সযত্নে এড়িয়ে নিজের গন্তব্যে পৌঁছতে চেয়েছিল৷ কিন্তু এই ‘খুদে শয়তান'কে এড়িয়ে সেটা সম্ভব ছিল না৷ অচিরেই লরি পপাত ধরণী তলে৷ এখানেই শেষ নয়, এতেও নির্বোধ গাড়ি চালকের শিক্ষা হয়নি৷ পরবর্তী লরিটিরও তার নির্বুদ্ধিতার শিকার হতে বেশিক্ষণ লাগায়নি৷
অবশেষে দেখা গেল, সবাইকে পথভ্রষ্ট করে সে নিজের লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে! যানজটহীন. ফাঁকা রাস্তায় এমন নজিরহীন দুর্ঘটনা ঘটানোর পরও সেই গাড়ি চালকের কোনও হেলদোল দেখা গেল না৷ তাকে অন্যদের সাহায্য করার জন্য বেরিয়ে আসতেও দেখা গেল না৷ ধন্য তার গাড়ি চালানো এবং রাস্তা সম্পর্কে জ্ঞান!
৩৮টি দেশের ১ হাজার ৬৪টি শহরের অবস্থা পর্যালোচনা করে বিশ্বের সবচেয়ে ভয়াবহ যানজটের শহরের তালিকা করেছে ইনট্রিক্স৷ সেই তালিকায় অ্যামেরিকা আর ইউরোপের শহরই বেশি৷
ছবি: picture alliance/dpa/W.Leiট্রাফিক বিশ্লেষণ করাই ইন্ট্রিক্সের কাজ৷ এবার সে কাজ করতে গিয়ে তারা দেখেছে, অফিস শুরু আর শেষের সময়টায় ট্রাফিক পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে৷ পরিসংখ্যান বলছে, সেখানকার গাড়িচালকদের প্রতি বছর পিক আওয়ারে অন্তত ১০৪ ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয়৷
ছবি: picture-alliance/Frank Duenzlমস্কোর গাড়িচালকদের বছরে পিক আওয়ারে অন্তত ৯১ ঘণ্টা বসে থাকতে হয় গাড়িতে৷
ছবি: Getty Images/Y.Kadobnovযুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও বলতে গেলে সারা বছরই পিক আওয়ারে যানজট লেগে থাকে৷ সেখানে বছরে কমপক্ষে ৮৯ ঘণ্টা যানজটের কারণে গাড়িতেই বসে থাকতে হয় চালকদের৷
ছবি: picture alliance/dpa/blickwinkelসান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ এলাকায় পিক আওয়ারে গাড়ি যেন চলতেই চায় না৷ আর সারা শহরে যানজটের কারণে প্রতি বছর প্রত্যেক চালকের অন্তত ১৪শ ডলারের ক্ষতি হয়৷ সব চালকের ক্ষতি যোগ করলে যোগফলটা ৩০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে৷
ছবি: Getty Images/J.Sullivanতালিকায় পঞ্চম স্থানে আছে ব্রাজিলের সাও পাওলো৷ সেই শহরে বছর কমপক্ষে ৭৭ ঘণ্টা জ্যামের কারণে চালকদের গাড়িতেই বসে থাকতে হয়৷
ছবি: picture alliance/dpa/C.Fagaইউরোপের যে দেশগুলোতে ট্রাফিক জ্যামের দুর্ভোগ সবচেয়ে বেশি, ইংল্যান্ড তার অন্যতম৷ ইউরোপের সবচেয়ে ভয়াবহ ট্রাফিক জ্যামের তিনটি দেশের একটি ইংল্যান্ড৷ ইংল্যান্ডের শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি যানজট থাকে লন্ডনে৷ সেখানে বেশি ট্রাফিক জ্যাম হয় নাকি উইন্ডো শপিংয়ের কারণে৷
ছবি: Getty Images/S.Barbourইনট্রিক্স চীন এবং জাপানসহ এশিয়ার বেশ কিছু দেশের যানজট পরিস্থিতি বিশ্লেষন করেনি৷ সে কারণে তালিকায় চীন, জাপানসহ এশিয়ার অনেক দেশই নেই ৷ বাংলাদেশের রাজধানী ঢাকাও হয়ত সে কারণেই তালিকার বাইরে৷
ছবি: picture alliance/dpa/W.Leiআফ্রিকার বেশির ভাগ দেশেই যানজট নিত্যদিনের ব্যাপার৷ তারপরও তালিকায় আফ্রিকার কোনো শহরের নাম আসেনি, কারণ, ইন্ট্রিক্স এখনো ওই মহাদেশ নিয়ে কাজ শুরু করেনি৷
ছবি: Getty Images/P.U.Ekpei পিএস/এসিবি