আল থুমামা স্টেডিয়ামে নকআউট পর্বের ম্যাচে পোল্যান্ডকে অনায়াসে হারালো ফ্রান্স৷ এমবাপের নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বর্তমান চ্যাম্পিয়নরা৷
বিজ্ঞাপন
আর্জেন্টিনার বিরুদ্ধে অতিরিক্ত রক্ষণাত্মক খেলে সমালোচনার মুখে পড়েছিল পোল্যান্ড। নকআউটে লেভানডস্কিরা খেলায় পরিবর্তন আনেন৷ ম্যাচের শুরু থেকে আক্রমণ চালানো ফ্রান্সের বিপক্ষে সুযোগ বুঝে পাল্টা আক্রমণও চালাচ্ছিল তারা৷ এরমধ্যেই লেভানডস্কির জোরালো শট পেরিয়ে যায় গোলপোস্টের পাশ দিয়ে৷
কিন্তুআক্রমণে একের পর এক ঝড় তোলে ফ্রান্স৷তারই ধারাবাহিকতায় এমবাপের পাস থেকে জিরুর বাঁ পায়ের ফিনিশিংয়ে ৪৩ মিনিটে এগিয়ে যায় ফরাসিরা। ৫২তম গোল করে ফ্রান্সের সর্বাধিক গোলদাতার তালিকায় থিয়েরি অঁরিকে ছাপিয়ে যান জিরু।
সোনার বুটের দৌড়ে এগিয়ে থাকা ফ্রান্সের অন্যতম তারকা ফুটবলার এমবাপের গোলে ৭৪ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ফ্রান্স৷
এখানেই শেষ নয়, ম্যাচের অতিরিক্ত সময়ে আরো একটি দুর্দান্ত গোল করেন এমবাপে৷ ডান পায়ের শটে জালে জড়িয়ে দেন বল৷
ফরাসি রক্ষণভাগে আক্রমণ চালাতে থাকে পোল্যান্ডও৷ একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় তারা৷ শুরুতে লেভানডস্কির শট ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস আটকে দেন৷ বলে শট নেয়ার আগেই গোলকিপার লাইন ছেড়ে বেরিয়ে আসায় আবার পেনাল্টির সুযোগ দেয়া হয়৷ দ্বিতীয়বার আর ভুল করেননি পোলিশ স্ট্রাইকার৷ এক গোলে মান বাঁচালেও হেরেই মাঠ ছাড়তে হলো পোল্যান্ডকে৷
আরকেসি/এফএস (ফিফা টিভি)
কাতারে বিশ্বকাপের সাত অনন্য তথ্য
কাতারে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে৷ প্রথমবারের মতো শীতকালে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে৷ এছাড়া এবারই প্রথম তিন নারী রেফারি খেলা পরিচালনা করবেন৷
ছবি: Alex Pantling/Getty Images
প্রথমবারের মতো শীতকালে বিশ্বকাপ
গত ২১টি বিশ্বকাপ বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু কাতারে সেটা সম্ভব ছিল না, কারণ, বছরের ঐ সময়টায় কাতারে তাপমাত্রা সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াস উঠে যায়৷ তাই বাধ্য হয়ে প্রথমবারের মতো নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে৷
ছবি: Elsa/Getty Images
সবচেয়ে ব্যয়বহুল
বিশ্বকাপ উপলক্ষ্যে কাতার সাতটি নতুন স্টেডিয়াম, হাইওয়ে, একশর মতো নতুন হোটেল, মেট্রো সিস্টেম ইত্যাদি অবকাঠামো গড়ে তুলেছে৷ সবমিলিয়ে বিশ্বকাপ আয়োজনে ২০০ বিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে বলে বিভিন্ন কর্তৃপক্ষ ধারণা করছে৷ সে হিসেবে এটি হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ৷
ছবি: David Ramos/Getty Images
কম স্টেডিয়ামে খেলা
আটটি স্টেডিয়ামে বিশ্বকাপের ৬৪টি খেলা অনুষ্ঠিত হবে৷ সাম্প্রতিক সময়ে এত কম স্টেডিয়ামে বিশ্বকাপ হয়নি৷ ১৯৭৮ সালে আর্জেন্টিনায় ছয়টি স্টেডিয়ামে খেলা হয়েছিল৷
ছবি: Xinhua/IMAGO
শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়াম
প্রথমবারের মতো কোনো দেশ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন করছে৷ আটটি স্টেডিয়ামের সবগুলোই পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত৷ ছবিতে কাতারের আল-জানুব স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখা যাচ্ছে৷
ছবি: Karim Jaafar/AFP/Getty Images
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে কাতার
এর আগে কখনও বিশ্বকাপ খেলার সুযোগ পায়নি কাতার৷ এবার আয়োজক হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে দেশটি৷
ছবি: Dylan Martinez/REUTERS
নারী রেফারি
প্রথমবারের মতো তিন নারী রেফারি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন৷ তারা হলেন (বা থেকে) ফ্রান্সের স্টেফানি ফ্রাপার, জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা ও রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা৷
আফ্রিকা থেকে এবার পাঁচটি দেশ বিশ্বকাপে খেলছে৷ এগুলো হলো ক্যামেরুন, ঘানা, মরক্কো, টিউনিশিয়া ও সেনেগাল৷ তাদের দেশের নাগরিকরাই যার যার দেশের কোচের দায়িত্বে আছেন৷ বিশ্বকাপে এই প্রথম এমন ঘটনা ঘটছে৷ ছবিতে বা থেকে সেনেগালের কোচ আলিউ সিসে, ক্যামেরুনের রিগোব্যার সং, টিউনিশিয়ায় জালাল কাদরি, ঘানার অট্টো আডো ও মরক্কোর কোচ ওয়ালিদ ব়্যাগরাগি৷