1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমিতে মনোনয়নের রেকর্ড গড়লো নেটফ্লিক্স

২৯ জুলাই ২০২০

করোনার কারণে সারা বিশ্বে যখন ব্যবসামন্দা, নেটফ্লিক্সের তখন রমরমা৷ এমি পুরস্কারে ১৬০টি প্রাইমটাইম মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে তারা৷

Streaming Plattform Netflix Logo
ছবি: picture-alliance/NurPhoto/J. Porzycki

লকডাউনের শুরু থেকেই ঘরে বসে থাকা মানুষদের বড় একটা অংশের বিনোদনের প্রধান মাধ্যম নেটফ্লিক্স৷ গত এপ্রিলে অ্যামেরিকার পুঁজিবাজারে তাই নেটফ্লিক্স কোম্পানির শেয়ার রেকর্ড মাত্রা ছুঁয়েছিল৷ অ্যামাজনের ব্যবসাও ভালো চলছিল৷করোনার কারণে ঘরবন্দি মানুষ নানা ধরনের অনলাইন পরিষেবার দিকে ঝোঁকার কারণেই মহামারির সময়েও প্রতিষ্ঠান দুটির ব্যবসা ক্রমশ ভালোর দিকে যেতে থাকে৷

টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগিতা এমিতেও চলছে সেই ধারা৷ এমির মনোনয়ন ঘোষণা করা হয়েছে৷ সেখানে কন্টেন্ট স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স-এর সাফল্য রীতিমতো চোখ কপালে তোলার মতো৷ মোট ১৬০টি প্রাইমটাইম মনোনেয়ন পেয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে তারা৷ ১০৭টি মনোনয়ন পেয়ে নেটফ্লিক্সের ঠিক পেছনেই রয়েছে এইচবিও৷

মোট ২৬টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ওয়াচমেন’৷ যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকে চলছে বর্ণবাদবিরোধি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন৷ এ কারণে ‘ওয়াচমেন’ সিরিজের জনপ্রিয়তা আরো বেড়েছে৷

‘টেলিভিশনের জন্য অসাধারণ বছর’
করোনা সংকটে বিনোদন জগৎ প্রায় স্থবির৷ শুটিং বন্ধ, আসছে না কোনো নতুন ছবি৷ কিন্তু অনলাইনে বা টেলিভিশনের সামনে সময় কাটানো সময়, সুযোগ এখন অবারিত৷ এই পরিস্থিতিতেই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছে নেটফ্লিক্স৷ ডিজনি+, অ্যাপল টিভির দর্শকও বেড়েছে৷ তবে নেটফ্লিক্সের জন্য অসাধারণ কাটছে বছরটা৷ টেলিভিশন অ্যাকাডেমির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অবশ্য মনে করেন, শুধু নেটফ্লিক্সের জন্য নয়, বছরটা আসলে সার্বিকভাবে টেলিভিশনের জন্যই দুর্দান্ত যাচ্ছে, ‘‘বিনোদন শিল্পের নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও টেলিভিশনের জন্য অসাধারণ কাটছে বছরটা৷’’

এসিবি/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ