করোনার কারণে সারা বিশ্বে যখন ব্যবসামন্দা, নেটফ্লিক্সের তখন রমরমা৷ এমি পুরস্কারে ১৬০টি প্রাইমটাইম মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে তারা৷
বিজ্ঞাপন
লকডাউনের শুরু থেকেই ঘরে বসে থাকা মানুষদের বড় একটা অংশের বিনোদনের প্রধান মাধ্যম নেটফ্লিক্স৷ গত এপ্রিলে অ্যামেরিকার পুঁজিবাজারে তাই নেটফ্লিক্স কোম্পানির শেয়ার রেকর্ড মাত্রা ছুঁয়েছিল৷ অ্যামাজনের ব্যবসাও ভালো চলছিল৷করোনার কারণে ঘরবন্দি মানুষ নানা ধরনের অনলাইন পরিষেবার দিকে ঝোঁকার কারণেই মহামারির সময়েও প্রতিষ্ঠান দুটির ব্যবসা ক্রমশ ভালোর দিকে যেতে থাকে৷
টেলিভিশন অনুষ্ঠানের প্রতিযোগিতা এমিতেও চলছে সেই ধারা৷ এমির মনোনয়ন ঘোষণা করা হয়েছে৷ সেখানে কন্টেন্ট স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স-এর সাফল্য রীতিমতো চোখ কপালে তোলার মতো৷ মোট ১৬০টি প্রাইমটাইম মনোনেয়ন পেয়ে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে তারা৷ ১০৭টি মনোনয়ন পেয়ে নেটফ্লিক্সের ঠিক পেছনেই রয়েছে এইচবিও৷
মোট ২৬টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘ওয়াচমেন’৷ যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকে চলছে বর্ণবাদবিরোধি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন৷ এ কারণে ‘ওয়াচমেন’ সিরিজের জনপ্রিয়তা আরো বেড়েছে৷
‘টেলিভিশনের জন্য অসাধারণ বছর’
করোনা সংকটে বিনোদন জগৎ প্রায় স্থবির৷ শুটিং বন্ধ, আসছে না কোনো নতুন ছবি৷ কিন্তু অনলাইনে বা টেলিভিশনের সামনে সময় কাটানো সময়, সুযোগ এখন অবারিত৷ এই পরিস্থিতিতেই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছে নেটফ্লিক্স৷ ডিজনি+, অ্যাপল টিভির দর্শকও বেড়েছে৷ তবে নেটফ্লিক্সের জন্য অসাধারণ কাটছে বছরটা৷ টেলিভিশন অ্যাকাডেমির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অবশ্য মনে করেন, শুধু নেটফ্লিক্সের জন্য নয়, বছরটা আসলে সার্বিকভাবে টেলিভিশনের জন্যই দুর্দান্ত যাচ্ছে, ‘‘বিনোদন শিল্পের নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও টেলিভিশনের জন্য অসাধারণ কাটছে বছরটা৷’’
৯২তম অস্কারের সেরা কিছু মুহূর্ত
প্রথমবারের মতো ইংরেজি ছাড়া অন্য ভাষায় নির্মিত চলচ্চিত্রের সেরা নির্বাচিত হওয়া ছাড়াও এ বছরের অস্কার উপহার দিয়েছে বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্ত৷ এক নজরে ২০২০ অস্কারের সেরা মুহূর্তগুলো দেখে নিন এই ছবিঘরে৷
ছবি: Reuters/M. Anzuoni
প্যারাসাইটের বিশ্বজয়
দক্ষিণ কোরিয়ার পরিচালক বং জুন হো ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতে নিয়েছেন৷ শুধু সেরা পরিচালকের স্বীকৃতি নয়, সব মিলিয়ে চার চারটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সামাজিক স্যাটায়ার ‘প্যারাসাইট’৷ ইতিহাসে প্রথমবার কোনো নন-ইংলিশ সিনেমার অস্কার জয়ের রেকর্ড তো রয়েছেই৷ সিনেমাটি মনোনয়ন পেয়েছিল ছয়টি ক্যাটাগরিতে৷
ছবি: Reuters/M. Anzuoni
দক্ষিণ কোরিয়ার উত্থান
গত কয়েক বছর ধরেই দক্ষিণ কোরিয়ার সিনেমা বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে৷ কিন্তু দেশটি থেকে অস্কারের জন্য মনোনীত হওয়া প্রথম সিনেমা ছিল এটি৷ আর প্রথমবার অস্কারে এসেই বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে দাপটের স্বীকৃতি অর্জন করে নিল প্যারাসাইট৷ সেরা চলচ্চিত্রের লড়াইয়ে প্য়ারাসাইটের প্রতিপক্ষ ছিল ‘১৯১৭’ এবং ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’৷
ছবি: Getty Images/K. Winter
সেরা অভিনেত্রী
‘জুডি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রেনে সেলভেগার৷ অ্যামেরিকান এন্টারটেইনার জুডি গারল্যান্ডের জীবনের শেষ বছরগুলো ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়৷
ছবি: Getty Images/K. Winter
‘জোকার‘ ফিনিক্স
অনেক সমালোচক অস্কারের মনোনয়ন ঘোষণা হতেই ভবিষ্যদ্বাণী জানিয়েছিলেন, জোয়াকিম ফিনিক্সই পেতে যাচ্ছেন এবারের সেরা অভিনেতার পুরস্কার৷ ‘জোকার’ অভিনেতা এ পূর্বাভাস বিফলে যেতে দেননি৷ সিনেমাটিতে মানসিকভাবে অসুস্থ এক ‘অপরাধীর’ চরিত্রে অভিনয়ের জন্য ২৫ কেজিরও বেশি ওজন কমিয়েছিলেন ফিনিক্স৷ সিনেমাটি এরই মধ্যে অনেক পুরস্কার জয় করেছে৷ ফলে ফিনিক্স পুরস্কার না পেলেই বরং অনেকে আশ্চর্য হতেন৷
ছবি: Getty Images/K. Winter
সেরা পার্শ্ব অভিনেত্রী
সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন অ্যামেরিকান অভিনেত্রী লরা ডের্ন৷ ‘ম্যারেজ স্টোরি’ সিনেমায় এক ঠান্ডা মাথার উকিলের ভূমিকায় অভিনয় করার স্বীকৃতি পেয়েছেন লরা৷ ‘ম্যারেজ স্টোরি’ সিনেমাটি নেটফ্লিক্সের প্রযোজনায় নির্মাণ করেছেন নোয়াহ বাউমবাখ৷ এর আগে দুইবার অস্কার মনোনয়ন পেলেও এবারই প্রথম জয়ী হলেন তিনি৷
ছবি: Getty Images/AFP/M. Ralston
অবশেষে ব্র্যাড পিট
অবশেষে ‘হলিউডের ডার্লিং’ হিসেবে পরিচিত অভিনেতা ব্র্যাড পিট ‘অভিনয়ের জন্য’ অস্কার পেলেন৷ কিন্তু সেরা অভিনেতা নয়, বরং পার্শ্ব অভিনেতার চরিত্রে৷ কোয়েন্টিন টারানটিনোর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় এক স্টান্টম্যানের চরিত্রে অভিনয় করেন পিট৷ এর আগে সেরা চলচ্চিত্রের পুরস্কারপ্রাপ্ত ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ সিনেমার প্রযোজক ছিলেন পিট৷
ছবি: Getty Images/K. Winter
জিতলেন স্যার এলটন জনও
‘জোকার’ সিনেমায় সেরা অরিজিনাল মিউজিকের জন্য আইসল্যান্ডের হিলডুর গুডনাড্য়োটির অস্কার পেয়েছেন৷ কিন্তু এলটন জনের জীবনী নিয়ে তৈরি করা চলচ্চিত্র ‘রকেটম্যান’ সিনেমায় মিউজিকের জন্য সহ-কম্পোজার বার্নি টাউপিনের সঙ্গে সেরা মিউজিকের অস্কার বাগিয়ে নিয়েছেন স্যার এলটন জন নিজেই৷
ছবি: Getty Images/AFP/J. Brown
সিনেমাটোগ্রাফার
প্রথম বিশ্বযুদ্ধের ওপর নির্মিত সিনেমা ‘১৯১৭’ ১০টি ক্য়াটাগরিতে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত কথিত বড় পুরস্কারের কোনোটিই বাগাতে পারেনি৷ কেবল তিনটি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে সিনেমাটি৷ সেরা সিনেমাটোগ্রাফির জন্য অস্কার পেয়েছেন রজার ডিকিনস৷ অস্কারে অবশ্য রজার ডিকিনস কোনো নতুননাম নয়৷ এর আগেও অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য ১৫ বার মনোনয়ন পেয়েছেন তিনি৷
ছবি: Getty Images/M. Petit
ওবামা প্রোডাকশন
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োতে একটি চীনা প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘অ্যামেরিকান ফ্যাক্টরি’ জিতে নিয়েছে ডকুমেন্টারি ক্যাটাগরিতে সেরার অস্কার৷ নেটফ্লিক্সের জন্য নির্মাণ করা এ ডকু অস্কার পাওয়ায় স্বাভাবিকভাবেই বেশ খুশি পরিচালক জুলিয়া রাইশার্ট ও স্টিভেন বোগনার৷ বারাক ওবামা ও মিশেল ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান ‘হায়ার গ্রাউন্ড প্রোডাকশনস’ এর প্রযোজনায় নির্মিত প্রথম সিনেমা এটি৷