1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এরশাদের বিচার সম্পর্কে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ

১৫ মে ২০১১

সংবিধানের সপ্তম সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ তবে অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগে এরশাদের বিচার হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ৷

অবৈধভাবে ক্ষমতা দখলের অভিযোগের মুখে এরশাদছবি: DW

একটি হত্যামামলায় এরশাদের সময়ে সামরিক আদালতে সিদ্দিক আহমেদ নামে চ্ট্টগ্রামের এক ব্যক্তির সাজা হয়৷ তিনি এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে ২০১০ সালে আদালত সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল এবং এরশাদের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করেন৷ কিন্তু আদালত সিদ্দিক আহমেদের সাজা বহাল রেখে তাকে চ্ট্টগ্রামের আদালতে আত্মসমর্পণ করতে বলেন৷ তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়৷ চলতি বছরের ১১ই এপ্রিল রায়ের এই অংশের বিরুদ্ধে আপিল করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ রায় দেন৷ রায়ে সামরিক আদালতে দেয়া সিদ্দিক আহমেদের সাজা বাতিল করে হাইকোর্টের রায়ের অন্য অংশ বহাল রাখা হয়৷ যা সাংবাদিকদের জানান এটর্নি জেনারেল মাহবুবে আলম৷

জাতীয় সংসদ এবিষয়ে সিদ্ধান্ত নেবেছবি: Harun Ur Rashid Swapan

মামলার আইনজীবী হাসান এইচ এম আজিম এই রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, সামরিক শাসন অবৈধ হলে তাদের আদেশ-ফরমানও অবৈধ৷

আপিল বিভাগ এই মামলায় এমিকাস কিউরি হিসেবে বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর মতামতও নিয়েছেন৷ এমিকাস কিউরি ব্যরিস্টার আমীর উল ইসলাম বলেন, সামরিক শাসক এবং অবৈধ ক্ষমতা দখলকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে৷ তাদের কোনাভাবেই ক্ষমা করা যায়না৷

রায়ের পর সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন তারা আপিল বিভাগের এই রায় বিবেচনায় নেবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ