1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বৈদেশিক নীতি’

২১ আগস্ট ২০১২

এরশাদের ভারত সফর প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ৷ এবং আগামী নির্বাচনে এরশাদের অংশ নেওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত৷ বললেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ নজরুল৷

ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এরশাদের সাম্প্রতিক ভারত সফর বিশ্লেষণ করতে গিয়ে অধ্যাপক নজরুল বলেন, ‘‘এটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক সফর ছিল৷ কারণ এরশাদ কোনদিকে অবস্থান নেন, সেটা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির ইঙ্গিত প্রদান করে৷ লক্ষ্যণীয় হলো, ভারত যে বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ সেটা আবারও নিশ্চিত হলো৷ বাংলাদেশের একজন নেতাকেও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলতে হয়৷''

দ্বিতীয়ত তিনি বলেন, ‘‘এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এরশাদ যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন তা হলো আওয়ামী লীগের প্রতি ভারতের যে নিরবচ্ছিন্ন সমর্থন ছিল - তা বর্তমান সরকারের অদক্ষতা এবং অজনপ্রিয়তার কারণে পরিবর্তিত হয়েছে৷'' তিনি এই প্রসঙ্গে ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আগের সফরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘‘সফরকালে প্রণব বলেছিলেন, ভারতের বন্ধুত্ব কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে৷ সুতরাং বিএনপি যদি আগামী নির্বাচনে অংশ নেয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে নিশ্চিতভাবেই বিএনপি পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে৷ এমনকি এমনও হতে পারে যে এরশাদকে প্রধান বিরোধী দলে দেখা যেতে পারে৷''

MMT BM/210812/INTERVIEW OF ASIF NAZRUL ON ERSHAD VISIT IN INDIA - MP3-Mono

This browser does not support the audio element.

তৃতীয় যেটা হতে যাচ্ছে, যদি নির্বাচন আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে হয় তাহলে এরশাদ এমনিতেই এককভাবে নির্বাচন করবেন৷ অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে তা হলো, দলীয় কিংবা নির্দলীয় যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন এরশাদ তাতে অংশ নিচ্ছেন, সেটি মোটামুটি নিশ্চিত হয়েছে৷'' তাঁর এই অবস্থান আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের জন্যই ‘গুড নিউজ' হতে পারে বলে মন্তব্য করেন আসিফ নজরুল৷

দুই দেশের অমীমাংসিত ইস্যুতে এরশাদের বক্তব্য আওয়ামী লীগের মতোই৷ এই ক্ষেত্রে ভারতের সঙ্গে এরশাদের উষ্ণ সম্পর্ক কোনো পরিবর্তন আনবে না বলে মনে করেন ড. আসিফ নজরুল৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এরশাদের চেয়ে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ৷ এরশাদ যেটার ইঙ্গিত দিয়েছেন তা হলো, একটি চুক্তি হলেই হলো৷ এর থেকে কতটুকু পানি পাওয়া যাবে সেটা প্রধান বিষয় নয়৷ এরশাদের শাসনামলে গঙ্গা নদী নিয়ে দুটি এমওইউ হয়েছিল যার অধীনে বাংলাদেশ খুবই কম পানি পেয়েছিল৷ এমনকি সেখান থেকে গ্যারান্টি ক্লজও তুলে দেওয়া হয়েছিল৷ এরশাদ অনেক স্মার্ট আওয়ামী লীগের চেয়ে, তাই তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একটি চুক্তি এনে দিতে পারবেন৷ এরশাদের বৈদেশিক নীতি আওয়ামী লীগ-বিএনপি'র চেয়ে অনেক বেশি স্মার্ট বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷''

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ