1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বৈদেশিক নীতি’

২১ আগস্ট ২০১২

এরশাদের ভারত সফর প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কতটা গুরুত্বপূর্ণ৷ এবং আগামী নির্বাচনে এরশাদের অংশ নেওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত৷ বললেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আসিফ নজরুল৷

ছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে এরশাদের সাম্প্রতিক ভারত সফর বিশ্লেষণ করতে গিয়ে অধ্যাপক নজরুল বলেন, ‘‘এটা অত্যন্ত কৌতূহলোদ্দীপক সফর ছিল৷ কারণ এরশাদ কোনদিকে অবস্থান নেন, সেটা বাংলাদেশের ভবিষ্যত রাজনীতির ইঙ্গিত প্রদান করে৷ লক্ষ্যণীয় হলো, ভারত যে বাংলাদেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ সেটা আবারও নিশ্চিত হলো৷ বাংলাদেশের একজন নেতাকেও নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলতে হয়৷''

দ্বিতীয়ত তিনি বলেন, ‘‘এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এরশাদ যে বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন তা হলো আওয়ামী লীগের প্রতি ভারতের যে নিরবচ্ছিন্ন সমর্থন ছিল - তা বর্তমান সরকারের অদক্ষতা এবং অজনপ্রিয়তার কারণে পরিবর্তিত হয়েছে৷'' তিনি এই প্রসঙ্গে ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আগের সফরের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘‘সফরকালে প্রণব বলেছিলেন, ভারতের বন্ধুত্ব কোনো দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে৷ সুতরাং বিএনপি যদি আগামী নির্বাচনে অংশ নেয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে নিশ্চিতভাবেই বিএনপি পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে৷ এমনকি এমনও হতে পারে যে এরশাদকে প্রধান বিরোধী দলে দেখা যেতে পারে৷''

MMT BM/210812/INTERVIEW OF ASIF NAZRUL ON ERSHAD VISIT IN INDIA - MP3-Mono

This browser does not support the audio element.

তৃতীয় যেটা হতে যাচ্ছে, যদি নির্বাচন আওয়ামী লীগের দলীয় সরকারের অধীনে হয় তাহলে এরশাদ এমনিতেই এককভাবে নির্বাচন করবেন৷ অর্থাৎ যেটি বোঝা যাচ্ছে তা হলো, দলীয় কিংবা নির্দলীয় যে সরকারের অধীনেই নির্বাচন হোক না কেন এরশাদ তাতে অংশ নিচ্ছেন, সেটি মোটামুটি নিশ্চিত হয়েছে৷'' তাঁর এই অবস্থান আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের জন্যই ‘গুড নিউজ' হতে পারে বলে মন্তব্য করেন আসিফ নজরুল৷

দুই দেশের অমীমাংসিত ইস্যুতে এরশাদের বক্তব্য আওয়ামী লীগের মতোই৷ এই ক্ষেত্রে ভারতের সঙ্গে এরশাদের উষ্ণ সম্পর্ক কোনো পরিবর্তন আনবে না বলে মনে করেন ড. আসিফ নজরুল৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এরশাদের চেয়ে আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ৷ এরশাদ যেটার ইঙ্গিত দিয়েছেন তা হলো, একটি চুক্তি হলেই হলো৷ এর থেকে কতটুকু পানি পাওয়া যাবে সেটা প্রধান বিষয় নয়৷ এরশাদের শাসনামলে গঙ্গা নদী নিয়ে দুটি এমওইউ হয়েছিল যার অধীনে বাংলাদেশ খুবই কম পানি পেয়েছিল৷ এমনকি সেখান থেকে গ্যারান্টি ক্লজও তুলে দেওয়া হয়েছিল৷ এরশাদ অনেক স্মার্ট আওয়ামী লীগের চেয়ে, তাই তিনি বোঝানোর চেষ্টা করছেন যে তিনি একটি চুক্তি এনে দিতে পারবেন৷ এরশাদের বৈদেশিক নীতি আওয়ামী লীগ-বিএনপি'র চেয়ে অনেক বেশি স্মার্ট বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল৷''

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ