1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এরশাদ-রওশনের বিবাদ স্পষ্ট

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ ফেব্রুয়ারি ২০১৪

এরশাদের ডাকা জাতীয় পার্টির বুধবারের বর্ধিত সভায় দলের ৩৪ জন সংসদ সদস্যের মাত্র চারজন উপস্থিত থাকায় ক্ষুব্ধ হয়েছেন তিনি৷ তিনি বলেন, যাঁরা তাঁর নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন তাঁরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন৷

ছবি: STR/AFP/Getty Images

৫ই জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেয়া বা না নেয়া নিয়ে এরশাদ এবং তাঁর স্ত্রী রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়৷ শেষ পর্যন্ত জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদেরই জয় হয়৷ তাঁর মত অনুযায়ী নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি৷ এরশাদের মনোনয়ন-পত্র প্রত্যাহার করার নির্দেশে সাড়া মেলে না৷ এখন জাতীয় পার্টি ৩৪ জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলে থাকলেও, একই সঙ্গে তারা মন্ত্রীত্বও নিয়েছেন৷ এছাড়া, রওশন বিরোধী দলীয় নেত্রী হলেও এরশাদ হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত৷

কিন্তু বুধবার সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় পার্টির বর্ধিত সভায় হতাশ হয়েছেন পার্টির প্রধান এইচ এম এরশাদ৷ কারণ তিনি এই সভা ডাকলেও সেখানে ৩৪ জন সংসদ সদস্যের মাত্র চারজন উপস্থিত ছিলেন৷ ছিলেন না রওশন এরশাদও৷

তাই এরশাদ বলেছেন, যাঁরা তাঁর নির্দেশ অমান্য করে ৫ই জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছেন তাঁরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন৷ তাই তিনি সবাইকে ফিরে আসার আহ্বান জানান৷ আর যাঁরা সরকারের মন্ত্রিত্ব পেয়েছেন, তাঁদের উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘‘গর্ব করে বলি না, আমি যেখানে আছি, সেখানে জাতীয় পার্টি থাকবে৷ আমি না থাকলে থাকার কোনো প্রশ্ন নেই৷ সামান্য মোহ বা পদের কারণে এই বন্ধন ছিন্ন করা যাবে না৷''

তিনি বলেন, ‘‘আমি নির্বাচনটা করিনি, আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের না করার জন্য৷ কেন করিনি তা আমি আজ বলব না৷ তবে চেয়ারম্যান যা বলে তা নির্দেশ বলে মানতে হবে৷''

এরশাদ বলেন, ‘‘যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে৷ আজ তাঁরা এখানে আসেনি৷ মেঘ কেটে যাবে, আমরা রাস্তায় নামব, ভোটারদের কাছে যাব৷ ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা জিতব৷''

এদিকে ৩০ জন সংসদ সদস্যের বর্ধিত সভায় যোগ না দেয়ার কারণ জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ডয়চে ভেলের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি৷ তিনি ব্যস্ততার কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যান৷

তবে রওশন এরশাদপন্থি সংসদ সদস্যদের একজন ইয়াহিয়া চৌধুরী ডয়চে ভেলেকে জানান, বর্ধিত সভায় তাঁদের যাওয়া কথা নয়৷ এটা জেলা পর্যায়ের নেতাদের মতবিনিময় সভা৷ তাই তাঁরা যাননি৷ তাঁরা দলের নির্দেশ মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন৷ বুধবারের সভায় যাঁরা এরশাদের পাশে ছিলেন তাঁদের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন৷ এরশাদ নিজেও এমপি হয়েছেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন৷ তাই যাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁরা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন – এরশাদের এই বক্তব্য মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেন তিনি৷

এদিকে এরশাদকে বাদ দিয়ে রওশন এরশাদ জাতীয় পার্টির হাল ধরবেন – এই কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে৷ বুধবার এরশদের ডাকা বর্ধিত সভায় তা আরো স্পষ্ট হলো৷ এ নিয়ে জাতীয় পার্টির এমপিদের নিয়ে রওশন একাধিক বৈঠকও করেছেন৷ দু-একদিনের মধ্যে তাঁরা আবার বসছেন বলে জানা গেছে৷ এ জন্য রওশন এমপিদের ঢাকায় ডেকেছেন৷ ইয়াহিয়া চৌধুরী বলেন, এটা সত্য যে জাতীয় পার্টিতে রওশন এরশাদের অনুসারী অনেক৷ তবে এইচ এম এরশাদই এখনও দলের চেয়ারম্যান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ