1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘এরা আমার সন্তান, এ আমার ক্ষতি, জাতির ক্ষতি’’

১৭ ডিসেম্বর ২০১৪

পেশাওয়ারের সৈনিক স্কুলে তালিবান আক্রমণে শতাধিক কিশোর নিহত হবার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখে এই বিলাপ শোনা গেছে৷ ছয় থেকে আটজন তালেবান আততায়ী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে৷

Pakistan Taliban-Überfall auf Schule in Peshawar 16.12.2014
ছবি: Reuters/K. Parvez

অবশ্যই শরিফ অকুস্থলে গিয়ে হতাহতদের পরিবারবর্গের প্রতি তাঁর সমবেদনা জ্ঞাপন করতে চেয়েছেন৷ আর্মি পাবলিক স্কুলে প্রথম থেকে দশম গ্রেডের ছাত্ররা পড়ত৷ মঙ্গলবার সকালে জনা ছ'য়েক বন্দুকধারী স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ আর্মি কম্যান্ডোরা শীঘ্রই অকুস্থলে পৌঁছে বন্দুকধারীদের সঙ্গে গুলিবিনিময় শুরু করে৷ স্কুল প্রাঙ্গণের চারপাশে সাঁজোয়া গাড়ি নিয়োগ করা হয়৷ এই রিপোর্ট লেখার সময়ে দৃশ্যত আততায়ী গোষ্ঠী এবং সেনাবাহিনীর মধ্যে গুলিযুদ্ধ চলছিল – অন্তত স্কুলের কিছু কিছু অংশে৷

নিহত শিশুদের ‘নিজের সন্তান’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফছবি: picture-alliance/AP Photo/M. Sajjad

প্রদেশের তথ্যমন্ত্রী মুস্তাক ঘানি জানিয়েছেন যে, আক্রমণে ১২৬ জন নিহত হয়েছে: তাদের মধ্যে অধিকাংশ শিশু-কিশোর, অর্থাৎ স্কুলের ছাত্র৷ হাসপাতালের খবর অনুযায়ী নিহতদের মধ্যে একজন শিক্ষক এবং আধাসামরিক বাহিনীর এক সদস্যও আছেন৷ স্কুলের ভিতরে এখনো কতজন ছাত্র ও শিক্ষক রয়েছেন, তা অজ্ঞাত – তবে এক সময়ে ২০০ ছাত্রকে জিম্মি করার কথা শোনা গিয়েছিল৷

আক্রমণকারীদের সংখ্যা দৃশ্যত কমই ছিল৷ তালেবান মুখপাত্র মোহাম্মেদ খুরাসানি সংবাদমাধ্যমকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছেন যে, ছ'জন আত্মঘাতী বোমারু এই আক্রমণ চালিয়েছে৷ অপরদিকে প্রদেশের মুখ্যমন্ত্রী পারভেজ খত্তক আটজন উর্দ্দিধারী আক্রমণকারীর কথা বলেছেন৷ তাদের মধ্যে পাঁচজন দৃশ্যত সেনাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছে এবং ষষ্ঠজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে৷

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল আজও তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত

সেনাশিবিরের উপকণ্ঠে অবস্থিত স্কুলটিকে আপাতত ঘিরে রেখেছে পাকিস্তানি সেনাবাহিনী; আহতদের অ্যাম্বুলেন্সে করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে৷ অপরদিকে এই হত্যাকাণ্ডের আকার ও বীভৎসতা সারা বিশ্বকে চমকিত করেছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার একটি বিবৃতিতে এই আক্রমণের তীব্র নিন্দা করে বলেছেন, ‘‘বছরের পর বছর সন্ত্রাস ও সহিংসতা পীড়িত পাকিস্তান এ যাবৎ যা কিছু দেখেছে, নির্মম কাপুরুষতার দিক থেকে শিশুদের জিম্মি নেওয়া ও হত্যা তাকেও ছাড়িয়ে গেছে৷''

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেশাওয়ারের ‘‘কাপুরুষোচিত'' আক্রমণের তীব্র নিন্দা করেছেন এবং এই আক্রমণকে ‘‘অবর্ণনীয় পাশবিকতার এক অর্থহীন কর্ম'' বলে অভিহিত করেছেন৷ তাঁর কাছে স্কুলের শিশুরা হলো সবচেয়ে নিষ্পাপ ও নিরপরাধ – এবং তারাই এই আক্রমণে প্রাণ হারিয়েছে৷

চিরকালের তরুণতম নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, তিনি ‘‘ভগ্নহৃদয়''; ‘‘নিরপরাধ শিশুদের তাদের নিজেদের স্কুলে এ ধরনের বীভৎসতার সম্মুখীন হওয়া উচিত নয়''৷ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে মালালাও তাঁর এই সব ‘‘ভাইবোনদের'' মৃত্যুতে শোক করছেন – ‘‘কিন্তু আমরা কখনোই হার মানব না''৷

এসি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ