1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এর্দোয়ানকে সতর্ক করে দিলেন ট্রাম্প

Sanjiv Burman২৫ জানুয়ারি ২০১৮

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আফরিনে চলমান অভিযানের বিষয়ে তুরস্ককে সতর্ক করে দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ বুধবার টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের সঙ্গে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলেন৷

Deutschland G20 Gipfel
(ফাইল ফটো)ছবি: Reuters/K. Pfaffenbach

শনিবার থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান পরিচালনা করছে তুরস্কের সেনাবাহিনী৷ ‘ফ্রি সিরিয়ান আর্মি' এ অভিযানে তুর্কি বাহিনীকে সহায়তা করছে৷ ‘ফ্রি সিরিয়ান আর্মি' তুরস্কপন্থি একটি বিদ্রোহীগোষ্ঠী৷ ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত পাঁচ দিনে আফরিনে এ পর্যন্ত অন্তত ১২৫ জন মারা গেছে৷

শনিবার মূলত কুর্দি ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্কের বিমান ও পদাতিক বাহিনী৷ দেশটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই অঞ্চলটিকে কুর্দি সন্ত্রাসীমুক্ত করতেই এ অভিযান৷ 

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তুরস্কের চলমান এ অভিযান নিয়ে এর্দোয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷এর্দোয়ানকে তিনি নিয়ন্ত্রিত অভিযান পরিচালনা করতে বলেন যাতে বেসামরিক নাগরিকদের ক্ষয়-ক্ষতি এড়ানো যায়৷ পাশাপাশি, এর্দোয়ানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রসঙ্গ টেনে তুরস্ককে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক এবং মিথ্যা' মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলেন তিনি৷

তবে দু'দেশের রাষ্ট্রপ্রধানের এই টেলিফোন কথোপকথনের পরও আফরিনে অভিযানের তীব্রতা কমেনি৷ বরং ইতিমধ্যে এর্দোয়ান জানিয়েছেন, খুব শিগগিরই সামরিক অভিযানটি মনবিজ পর্যন্ত বিস্তৃত হবে৷ আফরিন থেকে ১০০ কিলোমিটার দূরের মনবিজ এখনো কুর্দি নিয়ন্ত্রিত৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ