1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এর্দোয়ানের ‘সমালোচক' সাংবাদিকের উপর হামলা

১২ মে ২০১৯

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের ‘সমালোচক' হিসেবে পরিচিত দেশটির এক সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা৷ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যোগাদান শেষে বের হলে দুর্বৃত্তরা তাঁর উপর হামলা চালায়৷

Türkei, Ankara: Yavuz Selim Demirag im Krankenhaus
ছবি: picture-alliance/AP/B. Ozbilici

ইয়োভুজ সেলিম দেমিরাগ নামেআহত এ সাংবাদিকের  দেশটির ইয়েনিকাগ নামে একটি পত্রিকায় কর্মরত আছেন৷ পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে দেমিরাগ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান শেষে বের হওয়ার পর দুর্বৃত্তরা তাঁকে বেসবল ব্যাট দিয়ে মারাত্মকভাবে আহত করে৷ এ সময় তিনি শরীরে ও চোখে আঘাত পান৷ পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হামলার পর দুর্বৃত্তরা একটি গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে৷ এর্দোয়ান সরকারের সমালোচক হিসেবে পরিচিত এই সাংবাদিক৷

এদিকে, এমন এক সময়ে সাংবাদিকের উপর হামলার ঘটনাঘটল যখন মেয়র নির্বাচন নিয়ে ইস্তানবুলের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা উত্তপ্ত৷ নির্বাচনে নিজেদের পরাজয় নিশ্চিত দেখে পুনর্নির্বাচনের দাবি করছে এরদোয়ানের দল একেপি৷ তারা বলছে নির্বাচনে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে৷

বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন

সাংবাদিকের উপর হামলার এ ঘটনাকে দেশটিতে বাকস্বাধীনতার দুর্বল পরিবেশের প্রমাণ হিসেবে দেখছে তুরস্কের সাংবাদিক সমিতির নেতারা৷ এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মতপ্রকাশের স্বাধীনতার সাথে যে সকল রাজনৈতিক দল নিজেদের মানিয়ে নিতে পারে না, তারাই এ ধরনের হামলার ঘটনা ঘটায়৷ এদিকে দেশটির বিরোধি দল সিএইচপি'র নেতা কেমাই কিলিজদারোগলু আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান৷ এ সময় তিনি বলেন, ‘‘একজন সাংবাদিক, যিনি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজেন মত ব্যক্ত করেছেন তাঁর উপর হামলা করা কিভাবে সম্ভব? দেশটির চলমান বাকস্বাধীনতার বিষয়ে ইঙ্গিত করে তিনি প্রশ্ন করেন, ‘‘কোন দিকে যাচ্ছে তুরস্ক?''

আরআর/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ