1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

এর্দোয়ান এগিয়ে, তাও দ্বিতীয় দফার ভোটের সম্ভাবনা

১৫ মে ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হতে পারে। এর্দোয়ান ও কিরিচদারোলু দুজনেই এই ইঙ্গিত দিয়েছেন।

তুরস্কে এর্দোয়ান বেশি ভোট পেয়েছেন, কিন্তু ৫০ শতাংশ ছাড়াতে পারেননি।
তুরস্কে এর্দোয়ান বেশি ভোট পেয়েছেন, কিন্তু ৫০ শতাংশ ছাড়াতে পারেননি। ছবি: Aytac Unal/AA/picture alliance

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট হতে পারে। এর্দোয়ান ও কিরিচদারোলু দুজনেই এই ইঙ্গিত দিয়েছেন।

এখনও পর্যন্ত যে ভোটগণনা হয়েছে, তাতে এর্দোয়ান ৪৯ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছেন বলে সংবাদসংস্থা এএনকেএ জানিয়েছে। প্রধান বিরোধী প্রার্থী কেমাল কিরিচদারোলু পেয়েছেন ৪৫ দশমিক ০৪ শতাংশ ভোট। সিনান ওগান পাঁচ দশমিক ২৮ শতাংশ ও মহাররেম ইনসে পেয়েছেন শূন্য দশমিক ৪২ শতাংশ। ৯৯ দশমিক ৬৭ শতাংশ ভোটগণনা হয়ে গেছে। বাকি আর ৩৩ শতাংশ। তাই একেবারে কাছে এসেও জয় হাতছাড়া হতে পারে এর্দোয়ানের।

তুরস্কে প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। এখনো পর্যন্ত এর্দোয়ান বা কিরিচদারোলু কেউই তা পাননি। এর্দোয়ান তার খুব কাছাকাছি আছেন। সেজন্যই আবার ভোটের কথা উঠছে। শেষ পর্যন্ত কেউ ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৮ মে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে।

এর্দোয়ানের বক্তব্য

প্রেসিডেন্ট এর্দোয়ান জানিয়েছেন, রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোট গরিষ্ঠতা পেয়েছে। তিনি তার ধর্মনিরপেক্ষ প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেকটা এগিয়ে আছেন।

তবে আঙ্কারায় দলের সদরদপ্তরে এর্দোয়ান বলেছেন, ''আমরা এখনো জানি না, এই ভোটপর্ব প্রথম দফাতে শেষ হবে কিনা। যদি মানুষ আমাদের দ্বিতীয় দফার ভোটের দিকে নিয়ে যেতে চায়, তাহলে আমরা সেই রায়কে সম্মান জানাব।'' 

কিরিচদারোলু যা বলেছেন

বিরোধী নেতা কিরিচদারোলু বলেছেন, ভোটদাতারা দ্বিতীয় দফায় ভোট চান। তিনি সেই রায় মাথা পেতে নিচ্ছেন। দ্বিতীয় দফায় তিনি এর্দোয়ানকে বিপুল ভোটে হারাবেন বলেও আশা করেছেন। তার যুক্তি, মানুষ পরিবর্তন চাইছে। ৫০ শতাংশের বেশি মানুষ পরিবর্তন চান। তাই তিনি জিতবেন।

ইস্তাম্বুলের মেয়র এহং কিরিচদারোলুর সমর্থক মনসুর ইয়াভাস জানিয়েছেন, ২৮ তারিখে দ্বিতীয় দফার ভোট হবে বলেই মনে হচ্ছে।

কবে ঘোষণা?

তবে সরকারিভাবে ভোটের ঘোষণা করেনি নির্বাচন কমিশন। এর্দোয়ান বলেছেন, ভোটের ঘোষণায় যেন তাড়াহুড়ো করা না হয়। গণনা চলছে। এই সময় তাড়াহুড়ো করা উচিত নয়।

কিরিচদারোলুও বলেছেন, ''আজ আমরা রাতে ঘুমাব না।''

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ