1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলজিবিটি ইস্যুতে গণভোটের আহ্বান

৮ সেপ্টেম্বর ২০১৮

আগামী নভেম্বরে তাইওয়ানের সাধারণ নির্বাচন৷ সেই সময় এলজিবিটি সম্প্রদায়ের দু'টি অধিকারের প্রশ্নে নির্বাচন কমিশনের প্রতি গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন এলজিবিটি অধিকারকর্মীরা৷ এ আবেদনে স্বাক্ষর করেছেন ১০ লাখ মানুষ৷

ছবি: picture-alliance/dpa/R. B. Tongo

গত মঙ্গলবার অধিকারকর্মীরা ১০ লাখ স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে৷ দু'টি অধিকারের মধ্যে একটি হলো সমলিঙ্গের মানুষের মধ্যে বিয়ের সাধারণ বিয়ের মতোই বৈধতার স্বীকৃতি এবং অন্যটি হলো সিনিয়র হাই স্কুলে পাঠ্যসূচিতে এলজিবিটি সম্প্রদায়ের জন্য যৌন শিক্ষা অন্তর্ভুক্তিকরণ৷ প্রথম ইস্যুতে সাড়ে পাঁচ লাখ স্বাক্ষর জমা পড়েছে আর অন্যটিতে জমা পড়েছে সাড়ে চার লাখ স্বাক্ষর৷

তাইওয়ানে যে-কোনো ইস্যুতে গণভোটের জন্য অন্তত ২ লাখ ৮০ হাজার মানুষের স্বাক্ষরের প্রয়োজন হয়৷ গণভোটে বেশিরভাগ মানুষের  সম্মতি পেলে সমলিঙ্গের মানুষের বিয়ের বৈধতার ক্ষেত্রে আইনে পরিবর্তন আনতে পারে সরকার৷

আবেদনপত্র জমা দেয়ার আগে এলজিবিটি অধিকার কর্মী মিয়াও পো-ইয়া সাংবাদিকদের বলেন, ‘‘এই স্বাক্ষর সাধারণ জনগণের মতামতের বহিঃপ্রকাশ৷ আবেদনপত্র জমা দেয়ার সময় অনেক নারীবাদী, সমলিঙ্গ অধিকারকর্মী এবং এলজিবটি অধিকারকর্মীরা স্লোগান দিয়েছিলেন, ‘‘দশ লাখ মানুষ বিয়ের সমঅধিকারের পক্ষে৷''

২০১৭ সালে তাইওয়ানের সাংবিধানিক আদালত সমলিঙ্গের বিয়ের বৈধতা দেয়, যা দুই বছর পর থেকে জাতীয়ভাবে আইনি উপায়ে কার্যকর হওয়ার কথা৷ কিন্তু রক্ষণশীল দলগুলোর বিরোধিতার কারণে এখনো বৈধতা পায়নি সমলিঙ্গের বিয়ে৷ এই দলগুলো এরই মধ্যে এলজিবিটি সম্প্রদায়ের বিপক্ষে প্রচারণা শুরু করেছে৷

এপিবি/এসিবি (ডিপিএ, এএফপি)

আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ