রুশ আদালত জানিয়েছে, ওই জার্মান এলজিবিটি-প্রচার করে অপরাধ করেছে। তাকে জরিমানা দিয়ে দেশে ফেরার অনুমতি।
বিজ্ঞাপন
রাশিয়ার আদালত জানিয়েছে, ওই জার্মান নাগরিক প্রথাবহির্ভূত যৌন সম্পর্ক নিয়ে প্রচার করেছিলেন। তাই তাকে রাশিয়া থেকে জার্মানিতে পাঠিয়ে দেয়া হবে।
তবে তার আগে জার্মান নাগরিককে দেড় লক্ষ রুবল বা এক হাজার সাতশ ইউরো জরিমানা দিতে হবে। অভিযুক্ত জার্মান আদালতে তার দোষ স্বীকার করে নিয়েছে বলে রাশিয়ার সংবাদসংস্থা জানিয়েছে।
তবে ওই জার্মান নাগরিক কীভাবে অপ্রচলিত যৌন সম্পর্ক নিয়ে প্রচার করেছিল তা স্পষ্ট নয়। স্থানীয় মিডিয়ার রিপোর্ট ৪০ বছর বয়সি ওই ব্যক্তি তার হোটেলের ঘরে একজন ২৫ বছর বয়সি রুশকে ডেকে যৌনসম্পর্কের প্রস্তাব দেয়।
মেয়েদের যৌনাঙ্গ এঁকে শাস্তির মুখে
যোনির ছবি এবং নারীদের দেহ নিয়ে কার্টুন এঁকে প্রচার করায় জেল হতে পারে রাশিয়ার এলজিবিটি অধিকার কর্মী এবং শিল্পী ইউলিয়া সভেৎকোভার৷ অথচ যোনির জাদুঘরও আছে লন্ডনে৷ বিস্তারিত জানুন ছবিঘরে...
ছবি: picture-alliance/dpa/Tass/V. Sharifulin
রাশিয়ায় তোলপাড়
লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার, অর্থাৎ, নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামীদের অধিকার নিয়ে কাজ করেন ২৭ বছর বয়সি ইউলিয়া সভেৎকোভা৷ তাকে নিয়ে বিতর্ক আগেও হয়েছে৷ এর আগে চার মাস গৃহবন্দি থাকতে হয়েছে তাকে৷ তবে
সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগে এবার দুই থেকে ছয় বছরের জেল হতে পারে তার৷
ছবি: Colourbox/Barabas Attila
যোনির ছবি এঁকে বিপদে
ভিকনটাক্টে (ভিকে) নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভ্যাজাইনা মনোলগস’ নামের একটি গ্রুপ খুলে সেখানে নিজের এবং অন্যদের আঁকা যোনির ছবি প্রকাশ করেন ইউলিয়া৷ এ কারণে পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ নিষেধাজ্ঞা আরোপ করায় মস্কো থেকে বেরোতে পারছেন না ইউলিয়া ৷ অভিযোগ প্রমাণিত হলে দুই থেকে ছয় বছরের কারাদণ্ড হতে পারে তার৷
ছবি: Yulia Tsvetkova
কার্টুনে সচেতনতা বাড়ানোর উদ্যোগ এবং বিপত্তি
কিছু কার্টুনও প্রকাশ করেছেন ইউলিয়া৷ কোনো কার্টুনের ক্যাপশনে লিখেছেন, ‘‘প্রকৃত নারীদের দেহে চুল থাকে এবং এটা স্বাভাবিক ব্যাপার৷ ’’ আবার কোনো কোনো কার্টুনের মাধ্যমে জানাতে চেয়েছেন, ‘‘প্রকৃত নারীদের দেহে পেশি থাকে এবং এটা স্বাভাবিক ব্যাপার৷ ’’ তার আহ্বানে সাড়া দিয়ে যোনি, নারী দেহের অন্যান্য অঙ্গ এবং নারীর অঙ্গের মতো দেখতে নানা জিনিসের ছবি পাঠাচ্ছেন অনেকে৷
ছবি: Yulia Tsvetkova
লন্ডন এখানে আলাদা
রাশিয়ায় যোনির ছবি প্র্রকাশ করে ইউলিয়া শাস্তির আশঙ্কায় পড়লেও ব্রিটেনে পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম৷ ‘ভ্যাজাইনা মিউজিয়াম’, অর্থাৎ যোনি নিয়ে আস্ত একটা জাদুঘরই আছে লন্ডনে৷ আইসল্যান্ডে পুরুষদের লিঙ্গের একটা জাদুঘর থাকলেও বিশ্বের কোথাও যোনির জাদুঘর নেই জেনে বিস্মিত হয়েছিলেন ফ্লোরেন্স শেষ্টার (ওপরের ছবি)৷ তারপর বিশ্বে প্রথম যোনির জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে সফলও হয়েছেন তিনি৷
ছবি: Nicole Rixon 2019
ইউলিয়ার অতীত
যোনির ছবি প্রকাশ করে সাড়া জাগানোর আগে কমসমোলস্ক-অন-আমুর শহরে একটা নাটকের দল চালাতেন ইউলিয়া৷ এর পাশাপাশি নারী এবং এলজিবিটির অধিকার নিয়েও কাজ করতেন৷ আর নিতে যৌনশিক্ষার ক্লাস৷ অথচ রাশিয়ার স্কুলে যৌনশিক্ষা দেয়ার নিয়ম নেই৷ এ কারণে গত বছরের নভেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত গৃহবন্দি করে রাখা হয়েছিল তাকে৷ ওপরে ইউলিয়ার আঁকা একটি কার্টুন৷
ছবি: Yulia Tsvetkova
মানবাধিকার সংস্থার সমর্থন
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রাশিয়া বেসরকারি সংস্থা মেমোরিয়াল মনে করে ইউলিয়া সভেৎকোভা একজন রাজনৈতিক বন্দি৷ প্রায় ২৫ হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করে ইউলিয়ার বিরুদ্ধে তোলা সব অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা৷ রাশিয়ার গণমাধ্যমের একটি অংশও ইউলিয়াকে সমর্থন জানিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/W. Kumm
মুক্তির দাবি
ইউলিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে মস্কোতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ৷ সেখান থেকে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
ছবি: picture-alliance/dpa/Tass/V. Sharifulin
7 ছবি1 | 7
আদালত এই রায় দিয়েছিল এপ্রিলে। মঙ্গলবার আদালতের তরফে তাকে মস্কোর কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়। এবার ওই ব্যক্তি তুরস্ক হয়ে জার্মানিতে আসবে।
রাশিয়ার আইন
এলজিবিটি মানে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার। রাশিয়ায় বলা হয়, প্রথাবহির্ভূত যৌনতা। রাশিয়ার আইন অনুযায়ী, এই যৌনতা নিয়ে কোনো প্রচার, বিজ্ঞাপন, বই, সিনেমা সব নিষিদ্ধ।
এই আইন প্রয়োগ করে রাশিয়ায় এলজিবিটি-র পক্ষে সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছিল।