1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলভিসের মৃত্যুবার্ষিকী

১৫ আগস্ট ২০১২

মৃত্যুর বহু বছর পরেও ভক্তদের কাছে চিরঞ্জীব হয়ে আছেন এলভিস প্রেসলি৷ তাই তো তাঁর ৩৫তম মৃত্যুবার্ষিকী আসার আগেই বিশ্বের নানা দেশের এলভিস ভক্তদের মধ্যে পড়ে গেছে ব্যাপক সাড়া৷

ছবি: dapd

ষাট আর সত্তরের দশকে ‘রক অ্যান্ড রোল' সংগীতের রাজা হিসেবেই সকলে তাঁকে চিনতো৷ তাই অনেকে তাঁকে শুধু ‘দ্য কিং' নামেই ডাকতো৷ আর ভক্তদের কাছে তো তিনি চিরদিনই এলভিস নামে স্মরণীয় হয়ে আছেন৷ ১৯৭৭ সালের ১৬ই আগস্ট মাত্র ৪২ বছর বয়সে এলভিসের বিদায় যেন ছিল গোটা সংগীত জগতের জন্য চরম একটি আঘাত৷ সংগীত জগতের এই মহাতারকা সকলের কাছে শিল্পী হিসেবে যেমন জনপ্রিয় ছিলেন, তেমনি ছিলেন এক ‘কালচারাল আইকন'৷ তাই তাঁর বিদায়ে তৈরি হয় এক বিশাল শুন্যতা৷

ষাট আর সত্তরের দশকে ‘রক অ্যান্ড রোল' সংগীতের রাজা হিসেবেই সকলে তাঁকে চিনতোছবি: picture-alliance/dpa

এলভিসের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে ‘এলভিস উইক'৷ যুক্তরাষ্ট্রের টেনেসির মেম্ফিসে এখন প্রতিদিন সমবেত হচ্ছেন হাজার হাজার ভক্ত৷ ১২০০ আসনের বিশাল তাঁবুকে কেন্দ্র করে চলছে ভক্তদের মেলা৷ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এলভিসের রক অ্যান্ড রোলের সেই দিনগুলোকে যেন ফিরিয়ে আনার চেষ্টা করছেন৷ তাদের এই উৎসবের অন্যতম আকর্ষণ এলভিসের স্ত্রী প্রিসিলা এবং মেয়ে লিসা মেরি প্রেসলি৷ উল্লেখ্য, এই লিসা মেরি প্রেসলিকে একসময় বিয়ে করেছিলেন প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷ বৃহস্পতিবার বিশাল কনসার্টের মধ্যমণি হবেন প্রিসিলা আর লিসা মেরি প্রেসলি৷

আরআই / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ