1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলিজাবেথ টেলরের গহনা নিলামে উঠছে

১১ এপ্রিল ২০১১

সম্প্রতি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী এলিজাবেথ টেলর৷ তাঁর ব্যবহৃত গহনা নিলামে তোলা হবে বলে শোনা যাচ্ছে৷

ভারী গহনা পরিহিত লিজ টেলরছবি: AP

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী এলিজাবেথ টেলরের গহনা, কাপড় এবং ব্যবহৃত বেশ কিছু জিনিস নিলামে বিক্রি করা হবে৷ বিখ্যাত ক্রিস্টিজ অকশান হাউজ এ কথা জানিয়েছে৷

টেলর সবসময়ই সবার নজর কেড়েছেনছবি: dapd

গত মাসে লিজ টেলর ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন৷ ক্রিস্টিজ অকশান হাউজ জানিয়েছে, টেলরের পরিবারের সঙ্গে তারা একটি চুক্তি সাক্ষর করেছে যেখানে লিজ টেলরের ব্যবহৃত জিনিস পত্রের বিক্রির কথা উল্লেখ রয়েছে৷ এই বসন্তেই এসব নিলামে তোলা হবে, তাও বলা রয়েছে চুক্তিতে৷

বেশ কয়েকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন টেলর কিন্তু কোন বিয়েই টেকেনি৷ চাকচিক্য এবং জৌলুস ভরা জীবনে তিনি সংগ্রহ করেছেন প্রচুর দামী গহনা৷ তাঁর কাছে গহনার যে বিশাল সংগ্রহ ছিল, তেমনটার জুড়ি মেলা ভার৷

২০০২ সালে গহনার প্রতি ভালবাসা এবং আসক্তি নিয়ে তিনি একটি বইও লিখেছেন৷ নাম ‘এলিজাবেথ টেলর: মাই লাভ এ্যাফেয়ার উইথ জুয়েলারি' অর্থাৎ অলঙ্কারের সঙ্গে আমার প্রেম-ভালবাসা৷ এলিজেবেথ টেলরের বিভিন্ন ছবি দেখলেই তা টের পাওয়া যায়৷ পরণে ভারী হার, ব্রেসলেট, কানের দুল এবং তার সঙ্গে মানানসই পোশাক৷ তিনি সবসময়ই পরহিত গহনা এবং দামী পাথরের মত চকচক করছেন৷

ক্রিস্টি অকশান হাউজ টেলরের গহনা নিলামে তুলবেছবি: picture-alliance/ dpa

নিলামে তোলা হবে অত্যন্ত দামী দামী পাথর খচিত ভারী গহনা৷ এর মধ্যে আংটি, লকেট এবং কানের দুল উল্লেখযোগ্য৷ যার প্রতিটিই একসময় পড়েছেন নীল নয়না এলিজাবেথ টেলর৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ