1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলিজাবেথ শু

01:00

This browser does not support the video element.

১৩ জুলাই ২০১৭

এলিজাবেথ শু জন্মগ্রহণ করেন জার্মানিতে৷ কিন্তু বড় হন তানজানিয়ায়৷ সুতরাং দুই মহাদেশেই রয়েছে তাঁর পদচিহ্ন৷ দুই জায়গাকেই ‘বাড়ি’ বললেও হৃদয়ের গহীনে অনুভব করেন, তিনি একজন তানজানিয়ান৷

পড়তে জার্মানির রাইনল্যান্ডে ফিরে আসার পর তিনি ডয়চে ভেলের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন৷ এরপর থেকে যান এই দেশে৷ ‘বাড়ি’ অনুভবে তাঁর মধ্যে একটা অটোমেটিক সুইচ আছে৷ এই দুই দেশের মধ্যে যেখানে তিনি পা রাখেন, ওই মুহুর্তে সেটাই তাঁর বাড়ি বলে মনে হয়৷ একদিকে তাঁর জন্মভূমি জার্মানি, অন্যদিকে তানজানিয়া, যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর পিতৃ ও মাতৃকূলের পূর্বসুরীরা বাস করেছেন৷ দুই সংস্কৃতির এ রকম একটি অন্তর্নিহিত বোঝাপড়ায় তিনি বিশ্বকে দেখার এক অন্য দৃষ্টিকোণ পেয়েছেন৷ তিনি বর্তমানে ‘ডয়চে ভেলে নিউজ’-এর সামাজিক মাধ্যম বিষয়ক টিমে কাজ করছেন৷ সোয়াহিলি বিভাগের রেডিওতেও তিনি কাজ করেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ