1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধনী-গরিবের বিভক্তি

৮ আগস্ট ২০১৩

এ বছর মুক্তি পেয়েছে বেশ কিছু ‘সুপারহিরো' এবং সেই সাথে সায়েন্স ফিকশনভিত্তিক চলচ্চিত্র৷ এবার যোগ হতে যাচ্ছে ‘এলিসিয়াম'৷ বছরের সুপারহিরো এবং অ্যাকশান মুভির একটা দৃষ্টান্ত বলা হচ্ছে একে৷ এটি নির্মাণ করেছেন নিল ব্লোমকাম্প৷

ছবি: ullstein bild - Heritage Images / Keystone Archives

ব্লোমকাম্প এর আগে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিয়ে ‘ডিস্ট্রিক্ট নাইন' নামে প্রথম ছবিটি তৈরি করেছিলেন৷ ‘এলিসিয়াম' ছবিটি ভবিষ্যতধর্মী, আগামীর ঘটনা নিয়ে নির্মিত৷ বিত্তের বৈষম্য, অভিবাসন সমস্যা এবং স্বাস্থ্য সমস্যা ফুটে উঠেছে এতে৷

৩৩ বছর বয়স্ক দক্ষিণ আফ্রিকার নাগরিক ব্লোমকাম্পের ‘ডিজিটাল এফেক্ট' নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ সেইসাথে আছে সামাজিক দায়িত্ববোধ৷ তাই ছবিটিতে একটি বিরল জিনিসের সমন্বয় ঘটেছে৷ আর তা হলো – সায়েন্স ফিকশন, সাথে মানবিক ঘটনা৷

ব্লোমকাম্পের মতে, সায়েন্স ফিকশন এমন একটা জিনিস যেখানে কিছু ভাবনার বহিপ্রকাশ ঘটে৷ এটা এমন একটি কাঁচ, যা দিয়ে সমাজকে ভিন্নভাবে দেখা যায়৷

এ বছর বেশ কিছু ‘সুপারহিরো' এবং সায়েন্স ফিকশনভিত্তিক চলচ্চিত্র মুক্তি পেয়েছেছবি: Reuters

‘এলিসিয়াম'-এ একটি রূপক কাহিনি তুলে ধরেছেন ব্লোমকাম্প৷ তিনি দেখিয়েছেন ২১৫৪ সালে পুরো পৃথিবী যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন ধনীরা মহাকাশের একটি কক্ষপথে বিলাসবহুল মহাকাশ কেন্দ্রে বসবাস করছেন৷

ছায়াছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন জুডি ফস্টার৷ এখানে তাঁর ভূমিকা প্রতিরক্ষা মন্ত্রীর৷

ব্লোমকাম্প জানালেন, ‘এলিসিয়াম'-এর এই ভাবনাটা তাঁর মধ্যে হঠাৎ করে আসেনি৷ তিনি অনেক আগে থেকেই সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছেন, তাই এই ছবির কাহিনিটা তাঁর ভেতর থেকেই এসেছে৷

ব্লোমকাম্প প্রথম হলিউড বোদ্ধাদের চোখে পড়েন তাঁর তথ্যচিত্র ‘অ্যালাইভ ইন জোবুর্গ' দিয়ে৷ সেটা থেকেই পরবর্তীতে তিনি ‘ডিস্ট্রিক্ট নাইন' নামে চলচ্চিত্রটি তৈরি করেন৷ ছবিটি অস্কারে চারটি ক্যাটাগরিতে মনোনয়ন পায়৷

‘এলিসিয়াম' নিয়ে কিছু সমালোচক নেতিবাচক মন্তব্য করলেও পরিচালক যে সাম্যের রাজনীতি এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা দেখিয়েছেন, তা আকৃষ্ট করেছে বেশিরভাগ চলচ্চিত্র বোদ্ধাদের৷

প্রায় ৯০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এই ছায়াছবিটি পরিবেশন করেছে সনি পিকচার্স এবং মিডিয়া রাইটস ক্যাপিটাল৷

এখন দেখার বিষয় দর্শকদের মন জয় করে ‘এলিসিয়াম' পুরস্কার এবং সেইসাথে বক্স অফিস মাতাতে পারে কিনা!

এপিবি/ডিজি (এপি, ইএপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ