1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন ইঙ্গিতের দায়ে বহিষ্কার

২২ সেপ্টেম্বর ২০১৪

এশীয় অলিম্পিক পরিষদ ওসিএ-র প্রেসিডেন্ট এশিয়ান গেমস-এর সূচনায় এ ধরনের একাধিক যৌন নিপীড়নের ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন৷ ‘সেক্সুয়াল হ্যারাসমেন্ট’ বা যৌন নিপীড়নের ক্ষেত্রে জিরো টলারেন্স পলিসি ঘোষণা করেছে ওসিএ৷

এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একটি অংশছবি: AFP/Getty Images/Manan Vatsyayana

আমেরেহ আহমদ ইরানি ফুটবল টিমের সাজসরঞ্জাম দেখাশোনার দায়িত্বে ছিলেন৷ তিনি নাকি ফুটবল স্টেডিয়ামে এক মহিলা স্বেচ্ছাসেবীকে মৌখিকভাবে যৌন ইঙ্গিত করেন৷ ওসিএ এশিয়ান গেমস-এর যাবতীয় আয়োজনস্থলে আমেরেহ-র প্রবেশ নিষিদ্ধ করেছে: অ্যাথলিটস ভিলেজ, সব ক্রীড়াঙ্গন ও হোটেল পড়বে সেই নিষেধাজ্ঞার আওতায়৷

এই ঘটনার কিছু পরেই অ্যাথলিটস ভিলেজে এক ফিলিস্তিনি ফুটবল প্লেয়ারের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়৷ ওসিএ-র প্রেসিডেন্ট শেখ আহমদ আল-ফহাদ আল-সাবাহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন যে, ওসিএ এই ধরনের ঘটনার প্রতি প্রতিক্রিয়া হিসেবে যথোপযুক্ত পদক্ষেপ নিয়েছে এবং তা যাবতীয় ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে: ‘‘আমার মনে হয়, অন্যরা এখন বুঝতে পারবে কোনটা আইনবিরুদ্ধ এবং কোন কোন সীমা লঙ্ঘন করা উচিত নয়৷'' যুগপৎ তিনি এ ধরনের যৌন অত্যাচারের ঘটনা ও তার ফলশ্রুতির জন্য দুঃখ প্রকাশ করেন৷

ছবি: AFP/Getty Images/Eric Baradat

অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া-র প্রেসিডেন্টের মনোভাব হলো: ‘‘এটা একটা নেতিবাচক ঘটনা হলেও, এর থেকে ইতিবাচক কিছু পাওয়া যায়৷ (এশিয়ান) গেমস-এর একটা কাজ হলো শিক্ষা দেওয়া, বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদানপ্রদান, অন্যান্য দেশের মানুষ ও সংস্কৃতিকে বুঝতে শেখা৷'' ওসিএ-র তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে: ‘‘অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (দক্ষিণ) কোরিয়ার ইঞ্চনে অনুষ্ঠিত এশিয়ান গেমস-এ যাবতীয় যৌন অত্যাচারের ঘটনার প্রতি ‘জিরো টলারেন্স' (কোনো রকম সহনশীলতা না) দেখানোর নীতি ঘোষণা করেছে৷''

ইরানি কর্মকর্তা দৃশ্যত মহিলা স্বেচ্ছাসেবীটিকে স্পর্শ করার কথা স্বীকার করেছেন, তবে বলেছেন যে, তিনি তাঁর এই আচরণকে বেআইনি বলে মনে করেননি৷ ফুটবল স্টেডিয়ামের ঘটনাটি ঘটে গত সোমবার৷ পরের বুধবারে অ্যাথলিটস ভিলেজে যে ঘটনাটি ঘটে, তার জন্য ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড়টির বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে অভিযোগ আনা হয়েছে বটে, কিন্তু খোলোয়াড়টিকে গ্রেপ্তার করা হয়নি৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ