এশিয়ান-অ্যামেরিকানদের বিরুদ্ধে হেট ক্রাইম রুখতে বিল পাস
১৯ মে ২০২১
করোনাকালে অ্যামেরিকায় আক্রান্ত হয়েছেন প্রচুর এশিয়ান-অ্যামেরিকান। এই অপরাধ রুখতে বিল পাস মার্কিন কংগ্রেসে।
বিজ্ঞাপন
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাস করল মার্কিন কংগ্রেস। এশিয়ান-অ্যামেরিকানদের বিরুদ্ধে হেট ক্রাইম বন্ধ করার জন্য বিল পাস হলো। বিলে এশিয়ান অ্যামেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের(এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধ করার লক্ষ্যে বেশ কিছু ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।
হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ''এএপিআই-দের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য বার্তা দেয়া জরুরি।'' তার মতে, ''বিলে যে পদক্ষেপের কথা বলা হয়েছে, তা অ্যামেরিকায় হেট ক্রাইম কমাতে সাহায্য করবে।''
বিলে কী আছে
এই বিলে হেট ক্রাইমের রিভিউ দ্রুত করার কথা বলা হয়েছে। সে জন্য জাস্টিস বিভাগ রাজ্য সরকারগুলিকে উপযুক্ত অর্থসাহায্য করবে। তারা নীতিও বেঁধে দেবে। কীভাবে হেট ক্রাইমের বিরুদ্ধে লড়াই করা হবে, সেই নীতিও তারা ঠিক করে দেবে। হেট ক্রাইম নিয়ে মানুষের চেতনা বাড়াতে প্রচারও করা হবে। আইনের নাম দেয়া হয়েছে, কোভিড ১৯ হেট ক্রাইম অ্যাক্ট।
হাউসে বিলটি ৩৬৪-৬২ ভোটে পাস হয়েছে। গত এপ্রিলে সেনেটে তা কার্যত মতৈক্যের ভিত্তিতে পাস হয়েছিল।
যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত আট, ছয়জনই এশীয় নারী
যুক্তরাষ্ট্রের আটলান্টা এলাকায় বন্দুকধারীর হামলায় আটজন নিহত হয়েছে৷ নিহতদের ছয়জনই এশীয় নারী৷ এশীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Shannon Stapleton /REUTERS
হামলার কারণ এশীয়দের প্রতি ঘৃণা?
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সময় বিকেল পাঁচটায় এশীয় বংশো্দ্ভূতদের মালিকানাধীন একটি ম্যাসাজ পার্লারে প্রথম হামলাটি হয়৷ তারপর আরো দুটি পার্লারে হামলা হয় এবং সেই দুটোর মালিকও এশীয়৷ ফলে এশীয়দের প্রতি ঘৃণা এ হামলার কারণ কিনা, এ প্রশ্ন উঠেছে৷ একটি হামলাস্থল ইয়ং’স এশিয়ান ম্যাসাজ-এর বাইরে তাই ‘এশীয়দের ঘৃণা করা বন্ধ হোক’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন এক মার্কিন যুবক৷
ছবি: Shannon Stapleton /REUTERS
এই সেই হামলাকারী?
ঘটনার পর সন্দেহাভাজন হিসেবে রবার্ট আরন লং নামের এই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ আটলান্টার উত্তরাঞ্চলের চেরোকি কাউন্টির উডস্টক শহরের এই বাসিন্দার সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি৷
ছবি: CRISP COUNTY SHERIFF'S OFFICE/REUTERS
এশীয়দের প্রতি ঘৃণা বাড়ছে
যুক্তরাষ্ট্রে এশীয়দের প্রতি ঘৃণা ক্রমশ বাড়ছে৷ স্টাডি অব হেট অ্যান্ড এক্সট্রিমিজম-এর এক সমীক্ষা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান শহরে তা শতকরা ১৪৯ ভাগ বেড়েছে৷ ছবিতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় গোল্ড স্পা-র সামনের দৃশ্য৷ নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই ফুল রেখে যান সেখানে৷
ছবি: Shannon Stapleton /REUTERS
তদন্ত চলছে
গোল্ড স্পা-র বাইরে আটলান্টার পুলিশ কর্মকর্তাদের দেখা যাচ্ছে এই ছবিতে৷ ঘটনায় জড়িত সন্দেহে আটক রবার্ট আরন লং পুলিশকে বলেছেন, তিনি নিয়মিত স্থানীয় ম্যাসাজ পার্লারগুলোতে যেতেন৷ আটলান্টা থেকে ফ্লোরিডায় যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়৷ তদন্ত কর্মকর্তাদের সন্দেহ, আরো হামলা চালাতেই হয়ত ফ্লোরিডায় যাচ্ছিলেন আরন৷
ছবি: Chris Aluka Berry/REUTERS
এশীয় নারীরা আতঙ্কে
ছবির এই অ্যারোমাথেরাপি স্পা-তেও হামলা হয়েছে৷ তিনটি হামলাস্থলই এশীয়দের মালিকানাধীন, আট নিহতের ছয়জনই এশীয় বলে যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক৷ নিহত ছয় এশীয়ই নারী৷ তাই এশীয় নারীদের মাঝেও আতঙ্ক ছড়িয়েছে মঙ্গলবারের এই ঘটনা৷
ছবি: Chris Aluka Berry/REUTERS
সহমর্মিতা
জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাকওয়ার্থের ইয়ং’স এশিয়ান ম্যাসাজ-এ ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই৷ যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকই আসছেন এশীয়দের প্রতি সমবেদনা জানাতে, তাদের অভয় দিতে৷
ছবি: Shannon Stapleton /REUTERS
ঐক্যের ডাক
প্ল্যাকার্ডে কোনো এক মানবতাবাদীর ঘোষণা, ‘‘আমরা একে অন্যকে রক্ষা করবো, আমরা একতাবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াব৷’’
ছবি: Shannon Stapleton /REUTERS
‘আমরা দুঃখিত’
অ্যাকওয়ার্থের এক বাসিন্দা ইয়ং’স এশিয়ান ম্যাসাজ-এর সামনে লিখে জানিয়েছেন তারা অনেকেই সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং এমন বর্বরোচিত ঘটনার জন্য তারা দুঃখিত৷
ছবি: Dustin Chambers/REUTERS
8 ছবি1 | 8
বাইডেন চান
হোয়াইট হাউসের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, বাইডেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলটি আইনে পরিণত করতে সই করার জন্য অপেক্ষা করছেন। এই সপ্তাহের শেষেই আইন চালু হয়ে যাবে।
যিনি এই বিলটি আনার জন্য প্রধাীন ভূমিকা নিয়েছিলেন, সেই হাউস সদস্য গ্রেস মেং বলেছেন, ''এশিয়ান অ্যামেরিকানরা সাহায্য চাইছিল। হাউস, সেনেট ও প্রেসিডেন্ট বাইডেন সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।''
পেলোসি জানিয়েছেন, ''২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপি্আই-দের বিরুদ্ধে ছয় হাজার ৬০০ হেট ক্রাইম হয়েছে।''
ফেব্রুয়ারিতে একজন ৮৪ বছর বয়সীকে সান ফ্রানসিস্কোতে ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়। মার্চে জর্জিয়াতে ম্যাসাজ পার্লারে গুলি করে ছয় এশীয় নারীকে হত্যা করা হয়। পেলোসি বলেছেন, ''করোনার মধ্যে এএপিআই-রা বীরের মতো কাজ করছেন। সেই পরিপ্রেক্ষিতে এই সব ঘটনা আরো বেশি লজ্জাজনক।''
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। তারপরই অ্যামেরিকায় করোনা যত বেড়েছে, ততই বেড়েছে এশিয়ান-অ্যামেরিকানদের উপর আক্রমণ।