1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘লাইট' ভারোত্তোলকদের রেকর্ড

২৬ সেপ্টেম্বর ২০১৪

সাকুল্যে তিনজন, তাও আবার সকলেই পুরুষ৷ তাঁদের মধ্যে দু'জন এবার একটি নতুন রেকর্ড করেছেন৷ বেশ মজার একটা রেকর্ড: কাতারের হয়ে চলতি এশিয়ান গেমসে ভারোত্তোলন প্রতিযোগিতায় সবচেয়ে কম ওজন তুলে – বলতে কি, মহিলাদের চেয়েও কম৷

Olympia 2012 China Gewichtheben Frauen Xueying Li
(ফাইল ফটো)ছবি: Getty Images

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইনচনে, আরো খুঁটিয়ে বলতে গেলে মুনলাইট গার্ডেন্স অ্যারেনায় মঞ্চে পদার্পণ করলেন কাতারের ২৯ বছর বয়সি ওয়েটলিফ্টার এসা সালেহ আল বুয়াইনাইন – ৭৭ কিলো বিভাগের প্রতিযোগী – এবং তুললেন ১৪০ কিলো৷ বৃহস্পতিবার একই দৃশ্য, তবে এবার ‘মাঠে নেমেছিলেন' কাতার দলের তরুণতম ভারোত্তোলক, ১৮ বছর বয়সি হামদান হামাদ আলমারি, এবং তুলেছিলেন আবার সেই ১৪০ কিলো৷ তবে মনে রাখা দরকার: আলমারি যে বিভাগে নামেন, সেটা ছিল ৯৪ কিলোর বিভাগ৷ কাজেই আলমারির ‘পারফর্মেন্স'-কে আল বুয়াইনাইন-এর ‘পারফর্মেন্স'-এর চেয়েও খারাপ বলতে হয়৷

তবে দু'জনে যেখানে রেকর্ড করেছেন, সে'টি হলো: এই এশিয়ান গেমসে ভারোত্তোলন প্রতিযোগিতায় কোনো প্রতিযোগী, নারী কিংবা পুরুষ, এত কম ওজন তোলেননি৷ এ যাবৎ যিনি সবচেয়ে কম ওজন তুলেছিলেন, তিনি হলেন ৫৩ কিলো বিভাগের আনখজাইয়া বাতারতুমুর, মঙ্গোলিয়ার মহিলা অ্যাথলিট: তাঁরও অ্যাগ্রেগেট ছিল ১৪৫ কিলো, অর্থাৎ কাতারের দুই মল্লের চেয়ে পাঁচ কিলো বেশি৷

ভারোত্তোলন করা খুব সহজ কাজ নয়ছবি: dapd

সেই দুই মল্লের ‘রেকর্ড ব্রেকিং' পারফর্মেন্সের পর এশিয়াডে ভারোত্তোলনের এক কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে বলেন: ‘‘ওরা এখানে টুরিস্ট হিসেবে এসেছে, বলে আমার ধারণা৷ ওটা তো মেয়েদেরও ওয়েট নয়৷'' অপরদিকে কাতারের অলিম্পিক কমিটির সদস্য সালমান আহমদ কিন্তু তাঁর লিফ্টারদের পক্ষ সমর্থন করেছেন; তিনি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন: ‘‘এটা ভবিষ্যতের প্রস্তুতি৷ ওদের এখনও বয়স কম৷ ওরা এখানে ছুটি কাটাতে আসেনি৷''

বয়স কম? আলমারির ১৮, সেটা বোঝা গেল৷ কিন্তু আল বুয়াইনাইন এই ডিসেম্বরে ৩০-এ পা দেবেন, আর তৃতীয় ভারোত্তোলক সঈদ শাবিব আল-দোসারির বয়স এখন ২৬৷ এই আল দোসারি-ই কাতারি ওয়েটলিফ্টারদের মান রেখেছেন, বলা চলে: বুধবার পুরুষদের ৮৫ কিলো বিভাগে তিনি ২২৪ কিলো তোলেন, যাকে কিনা একটা ‘‘পুরুষের'' টোটাল বলা চলে৷

এসি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ