1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক চলচ্চিত্র

৪ এপ্রিল ২০১২

‘পাল্ম দ'অর' বা গোল্ডেন পাম – কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার৷ এশিয়ার কোনো দেশের ছবি এবার সেই খেতাব পেলেও পেতে পারে৷ উৎসবের প্রধান বিচারক অন্তত তেমনটাই বলছেন৷

ছবি: APGraphics

ইটালির অভিনেতা কাম পরিচালক নানি মোরেত্তি এবার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন৷ বার্তা সংস্থা এএফপি'কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘এবার সেরা ছবির পুরস্কার দেয়া হবে এমন এক ফিল্মকে যেটা আমাকে বিস্মিত করবে, এমন কোনো ছবিকে নয় যেটা আমি ৫,০০০ বার দেখেছি৷''

ফ্রান্সের এই উৎসবে এশিয়ার ছবি সাধারণত কম দেখানো হয়৷ ফলে সেরার খেতাব জয়ের সম্ভাবনাও তাদের কম থাকে৷ তবে মোরেত্তি বলছেন, ‘‘চীনা ভাষার কোনো ছবির প্রথম না হওয়ার কোনো কারণ আমি দেখছিনা৷''

উল্লেখ্য, আগামী মাসের ১৬ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে এই উৎসব৷ প্রধান বিচারক মোরেত্তির মোট ছয়টি ছবি এ পর্যন্ত কান উৎসবে দেখানো হয়েছে৷ এর মধ্যে ‘লা স্টানসা ডেল ফিলিও' যার বাংলা করলে দাঁড়ায় ‘ছেলের ঘর' ছবির জন্য ২০০১ সালে ‘পাল্ম দ'অর' জয় করেন তিনি৷ এছাড়া ১৯৯৪ সালে ‘কারো ডিআরিও' মানে ‘প্রিয় ডায়েরি' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান মোরেত্তি৷

প্রতিবেদন: জাহিদুল হক, এএফপি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ