1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ার দেশে রুশ জ্বালানি

২৩ অক্টোবর ২০১১

জ্বালানি শক্তি রপ্তানির ক্ষেত্রে রাশিয়ার পছন্দের তালিকার প্রথমে রয়েছে এখন এশিয়ার দেশগুলো৷ আর তাই শুধু চীনেই নয় অন্যান্য দেশগুলোতেও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সফর করছেন৷

চীন ও রাশিয়ার সঙ্গে একটি পাইপলাইন চালু করছেন রুশ প্রধানমন্ত্রী পুটিনছবি: AP

রাশিয়া তার জ্বালানি রপ্তানির ক্ষেত্রটিকে কয়েকটি দিকে প্রসারিত করেছে৷ ইস্ট সাইবেরিয়ান প্যাসিফিক ওশান পাইপলাইন এই জ্বালানি রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে৷ তবে এই পাইপলাইন এখনো তৈরি হচ্ছে৷ এই পাইপলাইন তৈরিতে চীনও বিশেষ ভূমিকা রেখেছে৷ এই পাইপলাইনের সাহায্যে প্রতি বছর প্রায় ১৫ মিলিয়ন টন জ্বালানি তেল চীনে রপ্তানি করবে রাশিয়া৷

আশা করা হচ্ছে ভবিষ্যতে এই পাইপলাইনের সাহায্যে গোটা এশিয়ায় প্রতি বছর প্রায় ৮০ মিলিয়ন টন জ্বালানি তেল সরবরাহ করা সম্ভব হবে৷ এবং এই ৮০ মিলিয়ন টনের মধ্যে চীন একাই পাবে ৩০ মিলিয়ন টনের কাছাকাছি৷ বাকি ৫০ মিলিয়ন টন যাবে এশিয়ার অন্যান্য দেশগুলোতে৷

রাশিয়া প্রতি বছর প্রায় ১৮০ মিলিয়ন টন তেল ইউরোপে রপ্তানি করে থাকে৷ সেই তুলনায় এশিয়াতে রপ্তানি করা হচ্ছে মাত্র ৩৫ মিলিয়ন টন তেল৷

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এর সঙ্গে পুটিনছবি: AP

তবে রাশিয়ার বিশেষজ্ঞরা মনে করছেন, যদি কোন কারণে এশিয়ার জন্য বরাদ্দকৃত জ্বালানি তেল ইউরোপে চলে যায় তাহলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না৷ এর কারণ হিসেবে তারা বলেন, এশিয়ায় যদি এত বিপুল পরিমাণে তেল রপ্তানি করা হয় তাহলে নিঃসন্দেহে ইউরোপে তেলের ঘাটতি দেখা দেবে৷ বিশ্লেষক ভিক্টর মার্কোভ জানান, রাশিয়া এই সুযোগে ইউরোপের সঙ্গে জ্বালানি তেলের দাম-দর নিয়ে আলোচনা করতে পারে৷ প্রয়োজনে তেলের দাম বাড়াতে পারে৷

তেলের মত গ্যাস রপ্তানি নিয়েও মস্কো চিন্তা-ভাবনা করছে৷ ইউরোপ ইতিমধ্যেই গ্যাস আমদানির ক্ষেত্রে রাশিয়ার মুখাপেক্ষী হয়ে থাকতে রাজি নয়৷ তাই রাশিয়ার প্রয়োজন নতুন নতুন দেশ যারা কিনা রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি করবে৷ তাই গ্যাস রপ্তানি করতেও রাশিয়া ঝুঁকছে এশিয়ার দিকে৷ ধারণা করা হচ্ছে চীনে এবছরই বিভিন্ন জ্বালানির চাহিদা বিগত বছরগুলোর তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পাবে৷

শুধু চীন নয় দক্ষিণ কোরিয়াও রুশ কোম্পানি গাসপ্রমের কাছ থেকে ভবিষ্যতে আরো বেশি করে জ্বালানি গ্যাস আমদানি করার কথা জানিয়েছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ