1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতা

৭ অক্টোবর ২০১২

দক্ষিণ কোরিয়ার পুসানে চলছে এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব৷ জাপানের পরিচালক কোজি ওয়াকামাৎসুকে এবারের এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতা পুরস্কার দেয়া হয়েছে৷

A woman takes pictures of banners advertising the Busan International Film Festival at Busan Cinema Center in Busan, South Korea, Wednesday, Oct. 3, 2012. Along with the now inevitable galaxy of stars promoting blockbusters from across Asia, this year's Busan International Film Festival will screen a North Korean film for the first time in almost a decade as well as six classic Afghan movies that were hidden in a wall to save them from the Taliban. (Foto:Ahn Young-joon/AP/dapd)
Busan Filmfestival 2012ছবি: dapd

এরপর বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকামাৎসু বলেন, এশিয়ার সরকারগুলো শুধুমাত্র বাণিজ্যিক ছবি বানানোর জন্য অর্থ সাহায্য দিয়ে থাকে৷ তাই তরুণ নির্মাতারা সে দিকেই ঝুঁকছে৷ তিনি বলেন, এটা ঠিক নয়৷ কেননা জনপ্রিয় ধারার বাইরেও ছবি তৈরি করতে হবে৷ কোন তরুণ নির্মাতা চাইলে যেন বিকল্প ধারার ছবি নির্মাণ করতে পারে সরকারগুলোকে সে ব্যবস্থাও করতে হবে৷

বাণিজ্যিক নয়, এমন ছবির প্রতি তাঁর গভীর ভালবাসার প্রতিদান স্বরূপ এবার ওয়াকামাৎসুকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার দিয়েছে পুসান উৎসব কর্তৃপক্ষ৷

ওয়াকামাৎসুর ছবি ‘ক্যাটারপিলার' ২০১০ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘রৌপ্য ভল্লুক' পেয়েছিল৷ ঐ ছবিতে গত শতকের ত্রিশের দশকে জাপানের নীতির সমালোচনা করা হয়েছিল৷

জাপানের পরিচালক কোজি ওয়াকামাৎসুছবি: picture alliance / dpa

পুসান উৎসবে শনিবার দক্ষিণ কোরীয় একটি ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে, যেটা দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে৷

‘ন্যাশনাল সিকিউরিটি' নামের ঐ ছবিতে দক্ষিণ কোরিয়ার সাবেক সামরিক নেতা জেনারেল পার্ক চুং-হি'র সময়ে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে৷ জেনারেল পার্ক এর মেয়ে পার্ক গিয়ুন হাই আগামী ডিসেম্বের মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী৷ ফলে ছবিটি সেই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে৷ যদিও পার্ক গিয়ুন হাই ইতিমধ্যে তাঁর বাবার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন৷

জেডএইচ / এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ