এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতা
৭ অক্টোবর ২০১২এরপর বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকামাৎসু বলেন, এশিয়ার সরকারগুলো শুধুমাত্র বাণিজ্যিক ছবি বানানোর জন্য অর্থ সাহায্য দিয়ে থাকে৷ তাই তরুণ নির্মাতারা সে দিকেই ঝুঁকছে৷ তিনি বলেন, এটা ঠিক নয়৷ কেননা জনপ্রিয় ধারার বাইরেও ছবি তৈরি করতে হবে৷ কোন তরুণ নির্মাতা চাইলে যেন বিকল্প ধারার ছবি নির্মাণ করতে পারে সরকারগুলোকে সে ব্যবস্থাও করতে হবে৷
বাণিজ্যিক নয়, এমন ছবির প্রতি তাঁর গভীর ভালবাসার প্রতিদান স্বরূপ এবার ওয়াকামাৎসুকে এশিয়ার সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার দিয়েছে পুসান উৎসব কর্তৃপক্ষ৷
ওয়াকামাৎসুর ছবি ‘ক্যাটারপিলার' ২০১০ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘রৌপ্য ভল্লুক' পেয়েছিল৷ ঐ ছবিতে গত শতকের ত্রিশের দশকে জাপানের নীতির সমালোচনা করা হয়েছিল৷
পুসান উৎসবে শনিবার দক্ষিণ কোরীয় একটি ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে, যেটা দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে৷
‘ন্যাশনাল সিকিউরিটি' নামের ঐ ছবিতে দক্ষিণ কোরিয়ার সাবেক সামরিক নেতা জেনারেল পার্ক চুং-হি'র সময়ে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে অমানুষিক নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে৷ জেনারেল পার্ক এর মেয়ে পার্ক গিয়ুন হাই আগামী ডিসেম্বের মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের একজন প্রার্থী৷ ফলে ছবিটি সেই নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে৷ যদিও পার্ক গিয়ুন হাই ইতিমধ্যে তাঁর বাবার অপরাধের জন্য ক্ষমা চেয়েছেন৷
জেডএইচ / এএইচ (এএফপি)