1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ায় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী ফিফা-প্রধান

২৩ নভেম্বর ২০১১

বিশ্ব ফুটবল সংস্থা ফিফা'র প্রেসিডেন্ট সেফ ব্লাটার জানিয়েছেন, এশিয়ার ফুটবল মহলের নেতারা উৎকোচ নেয়ার অভিযোগে তাদের প্রধান বহিষ্কৃত হবার ধাক্কা সামলে উঠেছেন এবং দারুণ এক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন৷

FIFA President Sepp Blatter
এবার এশিয়ার দিকে নজর ব্লাটারেরছবি: AP

গত জুন মাসে ফিফার এশিয়া প্রধান বিন হামাম ভোট কেনার চেষ্টা করার অভিযোগে ফিফা থেকে বহিষ্কৃত হন৷এর পর ফিফার অন্তর্গত এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধানের দায়িত্ব দেয়া হয় চীনের ঝাং জিলং-কে৷ অবশ্য তিনি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন৷

উচ্ছাসের সঙ্গে সেপ ব্লাটার সাংবাদিকদের জানান, ‘‘আমি শুধু তাঁকে স্বাগত জানাতে পারি৷ যেভাবে তারা পুরো সমস্যাটিকে সামলিয়ে উঠেছে তা প্রশংসনীয়৷ এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের জন্যও একজনকে বেছে নেয়া হয়েছে তা দেখেও আমি আনন্দিত৷ এখন আমরা একজন ভারপ্রাপ্ত প্রধানকে পেয়েছি, তৈরি করা হয়েছে এক্সিকিউটিভ কমিটি৷ তারা একসঙ্গে কাজ করছে, নিজেদের মধ্যে বোঝা-পড়া হয়েছে৷ আজ আমি এখানে উপস্থিত থাকতে পেরে খুশি হয়েছি৷''

এককালে এশিয়ার ফুটবল জগতের উপর ব্লাটারের প্রতিদ্বন্দ্বী বিন হাম্মামের আধিপত্য ছিলছবি: AP

কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশের সদর দপ্তরে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার কথাগুলো জানান৷

জুন মাসে কাতারের নাগরিক বিন হামাম বহিষ্কৃত হবার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন সমালোচনার মুখে পড়ে৷ তবে জানা গেছে বিন হামাম আপীল করবেন৷ এ বিষয়ে কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি সেপ ব্ল্যাটার৷ তবে তিনি জানান, ফুটবলে এশিয়া আরো এগিয়ে যাবে এবং দ্রুত গতিতে, তা দেখার জন্য তিনি অপেক্ষা করছেন৷ তিনি জানান,‘‘এশিয়া হচ্ছে ফুটবল জগতের ভবিষ্যৎ৷ এশিয়ায় পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষের বসবাস৷ এবং এখানে ফুটবল খেলাটি ক্রমেই জনপ্রিয় হচ্ছে৷ বিশেষ করে যদি ভারতের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে সেখানে তরুণ প্রজন্মের মধ্যে ফুটবল খেলার প্রবণতা বাড়ছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ