বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। ইরান এবং ইটালির পরিস্থিতি সংকটজনক। দক্ষিণ কোরিয়াতেও সংক্রমণ বেড়েই চলেছে।
বিজ্ঞাপন
পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ইটালি, এশিয়া, ইউরোপ এবং মধ্য প্রাচ্যের পর এ বারে করোনা সংক্রমণের খবর মিলল দক্ষিণ অ্যামেরিকা থেকে। ব্রাজিলে একজনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এ দিকে ইটালিতে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। ইরানে আরও মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, গোটা পৃথিবীতে এই মুহূর্তে ৮০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত।
চীনে করোনার প্রভাব ক্রমশ আয়ত্ত্বে আসছে। উহান বাদ দিলে বাকি সব জায়গাতেই ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে। আক্রান্ত এবং মৃতের সংখ্যাও কমেছে। কিন্তু তাতেও উদ্বেগ কমছে না। কারণ, চীন থেকে এখন করোনার প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত ৪৪টি দেশ এবং অঞ্চলে। আফ্রিকা বাদ দিলে বাকি প্রায় সমস্ত মহাদেশেই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
করোনা ভাইরাস কী, কীভাবে ছড়ায়?
বেশ কয়েকটি দেশ থেকেই করোনা ভাইরাস আক্রান্তের খবর এসেছে৷ এ ভাইরাসটি আসলে কী এবং কীভাবে ছড়ায় দেখুন ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
কি ধরনের ভাইরাস এটি?
করোনা ভাইরাস এক ধরনের ভাইরাস যার কারণে শ্বাসকষ্টসহ, ঠান্ডাজনিত নানা ধরনের শারিরীক সমস্যা দেখা দেয়৷ মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রম বা মার্স এবং সিভিয়ার একুউট রেসপাইরেটরি সিন্ড্রম বা সার্সও করোনা ভাইরাস গোত্রের অন্তর্ভুক্ত৷
ছবি: imago/Science Photo Library
কখন ধরা পড়ে
প্রথমে চীনে ২০০২ সালে বিড়াল থেকে মানবশরীরে এ ভাইরাস (সার্স) সংক্রমণের কথা জানা যায়৷ পরে ২০১২ সালে মধ্যপ্রাচ্যের সৌদি আরবের উটের শরীর থেকে মানবদেহে এ ধরনের ভাইরাসের (মার্স) সংক্রমণের বিষয়টিও ধরা পড়ে৷ বর্তমানে চীনে এটি নতুন রূপে দেখা দিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/C. Gateau
লক্ষণ কী?
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত যে লক্ষণগুলো ধরা পড়ে তা হলো শ্বাসকষ্ট, জ্বর ও সর্দিকাশি৷ পাশাপাশি নিউমোনিয়া, কিডনিতে সমস্যাসহ নানা ধরনের জটিলতা তৈরি হয়৷
ছবি: Reuters/M. Pollard
মানুষ থেকে মানুষে কি সংক্রমিত হয়?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এ ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা রয়েছে৷
ছবি: picture-alliance/newscom/UPI PHoto/S. Shaver
চিকিৎসা কী?
রোগটি একেবারেই নতুন হওয়ায় এখনও এর ভ্যাকসিন আবিষ্কার হয়নি৷ তবে এ ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট শারীরিক সমস্যায় সাধারণ চিকিৎসাই প্রদান করা হয়ে থাকে৷ সবচেয়ে জরুরি হলো রোগীর জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখা৷
ছবি: Reuters
কীভাবে নিজেকে রক্ষা করবেন?
এই ভাইরাস থেকে দূরে থাকতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা, হাত পরিস্কার রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিরাপদ খাবারের উপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷
ছবি: AFP/M. Ralston
কীভাবে নিরাপদ থাকবেন স্বাস্থ্যকর্মীরা?
রোগীর সেবায় নিয়োজিত থাকা স্বাস্থ্যকর্মীরা একটু বেশি ঝুঁকিতে থাকেন৷ আর তাই তাদেরকে যথাযথভাবে সংক্রমণনিরোধী বিষয়গুলো মেনে চলতে হবে৷
ছবি: Getty Images/AFP/H. Retamal
সরকারের করণীয় কি?
এ রোগের বিস্তার ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সরকারকে নজরদারি বাড়ানোর কথা বলছে৷ এ ধরনের ভাইরাসে আক্রান্ত কোনো রোগীর সন্ধান পাওয়া মাত্র তাদেরকে জানাতে বলা হয়েছে৷ পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে সংস্থাটি৷
8 ছবি1 | 8
উত্তর ইটালির পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ৪০০ মানুষ আক্রান্ত। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। উত্তর ইটালির লোম্বারডিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আত্তিলিও ফনটানা নিজেকে আইসোলেশনে রেখেছেন। একটি ফেসবুক ভিডিওয় তিনি জানিয়েছেন, তাঁর এক সহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সেই আশঙ্কায় তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। এ দিকে ইটালি থেকে ভাইরাস দ্রুত ছড়াচ্ছে ইউরোপের অন্যান্য দেশে। বিশেষজ্ঞদের বক্তব্য, গত কয়েক মাসে যাঁরা ইটালিতে বেড়াতে গিয়েছিলেন, তাঁদের মাধ্যমেই ইউরোপে করোনা ভাইরাসের জীবাণু ছড়াচ্ছে। নরওয়ে থেকেও করোনা সংক্রমণের খবর মিলেছে।
ইরানের অবস্থাও আশঙ্কাজনক। সরকারি হিসেবে এখনও পর্যন্ত ১৩৯ জন করোনায় আক্রান্ত। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। যদিও বেসরকারি সূত্রের দাবি, দু'টি সংখ্যাই আরও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য, চীনের বাইরে ইরানেই এখনও পর্যন্ত করোনায় সব চেয়ে বেশি মৃত্যুর হার। যদিও ইরান সরকার কোনও প্রদেশকে বাকি দেশ থেকে আলাদা করে রাখতে চাইছে না।
করোনা আতঙ্কে বদলে গেছে ইটালি
চীনে কিছুটা কমেছে করোনা ভাইরাসের প্রকোপ, তবে ছড়িয়ে পড়ছে অন্য দেশে৷ আতঙ্ক ছড়াচ্ছে৷ বদলে যাচ্ছে জনজীবন৷সাত জনের মৃত্যুতে ইটালির বদলে যাওয়া দেখুন ছবিঘরে...
ছবি: Reuters/F. Lo Scalzo
চীনের প্রশংসা
করোনা ভাইরাসে এ পর্যন্ত মোট দুই হাজার ৬৬৩জন মারা গেছে চীনে৷ তবে দিনে মৃত্যুর সংখ্যা কমেছে৷ সে দেশে ৫০৮ জন নতুন করে আক্রান্ত হলেও গত এক দিনে মারা গেছে মোট ৭১ জন৷ এর আগে মৃত্যুর হার আরো বেশি ছিল৷ গত কিছুদিন ধরে প্রতিদিনে মৃত্যুর সংখ্যা কমায় চীনের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)৷
ছবি: AFP
তিন মহাদেশে করোনাভাইরাস
চীনে শুরু হলেও করোনাভাইরাস দেশে দেশে ছড়িয়ে পড়ছে৷ চীনের বাইরেও দু’ হাজার মানুষের আক্রান্ত হওয়া এবং ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য আর ইউরোপের কয়েকটি দেশে করোনায় সংক্রমিত রোগী পাওয়া গেছে৷ চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী পাওয়া গেছে দক্ষিণ কোরিয়া, ইটালি এবং ইরানে৷ যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের সঙ্গে লড়তে ২৫ মিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছে হোয়াইট হাউস প্রশাসন৷
ছবি: picture-alliance/AP Photo/E. Noroozi
বদলে যাচ্ছে ইটালি
ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে ইটালি৷ এ পর্যন্ত করোনায় মারা গেছে মোট সাতজন৷ মৃতদের বয়স ৬৮ থেকে ৮৮ বছর হলেও সারা দেশে সব বয়সি মানুষদের মনেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক৷ এ পর্যন্ত ২০০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে৷ রোগ ছড়ানো রুখতে বাইরের জগত থেকে বিচ্ছিন্ন এখন ১১টি শহর৷ শহরগুলো থেকে কেউ বেরোতে পারছেন না, শহরগুলোতে কেউ যেতেও পারছেন ন৷
ছবি: Reuters/F. Lo Scalzo
গির্জাতেও আতঙ্ক
করোনা-আতঙ্কে ইটালির অনেক গির্জা প্রায় পুরোদিনই বন্ধ থাকছে৷ সোরিয়েসো গ্রামে এখনো কোনো করোনা-রোগী পাওয়া যায়নি৷ তারপরও গ্রামের গির্জার পাদ্রী ডন নুনসিয়ো রসি জানালেন, গত কিছুদিন ধরে গির্জার দরজা সারাদিন প্রায় বন্ধই রাখতে হচ্ছে৷ বিশ্বাসীদের কথা ভেবে সকালে কিছুক্ষণের জন্য খুলতে হয়, বাকি সময় দরজা একেবারে বন্ধ৷ (ফাইল ফটো)
ছবি: Imago Images
সংক্ষেপে সৎকার
সোরিয়েসো গ্রামে এক বৃদ্ধা মারা গেছেন৷ এমনিতে কেউ মারা গেলে ৭০০ অধিবাসীর গ্রামের অনেকেই ছুটে আসেন৷ কিন্তু সেই বৃদ্ধাকে দাফন করতে এসেছিলেন মাত্র চার জন৷ চার জনের একজন গ্রামের গির্জার পাদ্রী৷
ছবি: Imago Images/blickwinkel
অনেক দোকানপাট বন্ধ
কমবেশি সারা ইটালি জুড়েই ছড়িয়ে পড়ছে আতঙ্ক৷ সোরিয়েসোয় একজনও করোনায় আক্রান্ত পাওয়া না গেলেও বেশিরভাগ স্থানীয় দোকানই থাকে বন্ধ৷ সুপারমার্কেটে এখন আর ভিড় নেই৷
ছবি: Reuters/F. Lo Scalzo
ফুটবল মাঠে
ইটালির ফুটবলও আতঙ্কের বাইরে নেই৷ সিরি ‘এ’-র বেশ কিছু ম্যাচ পিছিয়ে দেয়া হয়েছে, কিছু ম্যাচ হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে৷
ছবি: Reuters/D. Mascolo
আক্রান্ত ‘মিশন ইমপসিবল’
‘মিশন ইমপসিবল’ ছবির নতুন সিকুয়েলের শুটিং হওয়ার কথা ভেনিসে৷ যাবার জন্য তৈরি ছিলেন ছবির নায়ক টম ক্রুজ৷ করোনাভাইরাস আতঙ্কে শুটিং আপাতত বন্ধ৷
ছবি: picture-alliance/AP Photo/M. Schiefelbein
8 ছবি1 | 8
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মহল। যে অঞ্চলে করোনার প্রকোপ বেশি, সেই অঞ্চলকে আইসোলেশনে না রাখলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা অনেক বেড়ে যায় বলেই দাবি বিশেষজ্ঞদের।
কাতার এবং ইরাক ইরান থেকে নিজেদের নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনছে। ইরাক এখনও পর্যন্ত ৯টি দেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও এত কিছুর পরেও ইরাক থেকে করোনা সংক্রমণের খবর মিলেছে। ফ্রান্সেও করোনা ভাইরাসের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮।
ফিনল্যান্ড, জর্জিয়া, পাকিস্তান, ম্যাসিডোনিয়াতেও করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে। পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্ত দুই। জার্মানিতেও নতুন করে একজনের শরীরে করোনার জীবাণু মিলেছে। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, করোনা প্রতিরোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে।