এশিয়া কাপে আবার ভারত-পাকিস্তান ম্যাচ রোববার
১৮ সেপ্টেম্বর ২০২৫
টুর্নামেন্ট শুরুর আগেই বোঝা গিয়েছিল, এশিয়া কাপে তিনবার ভারত ও পাকিস্তানের ম্যাচ হতে পারে। প্রথম ম্যাচে ভারত জিতলেও অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি। ম্যাচ শেষের পরেও ভারতীয় দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেনি। উল্টে সূর্যকুমার ম্যাচের পর টেনে এনেছেন পহেলগাম প্রসঙ্গ, ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন পুরস্কার বিতরণের সময়।
পাকিস্তান এই নিয়ে অভিযোগ করে। তারা জানায়, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট দুই দলের অধিনায়ককে হাত মেলাতে মানা করে দেন। পাকিস্তানের বোর্ড দাবি করে পাইক্রফটকে পুরো প্রতিযোগিতা থেকে সরিয়ে দিতে হবে।
ক্ষমা চাইলেন পাইক্রফট
তাদের দাবি প্রথমে আইসিসি মানেনি। পাকিস্তানও জেদ ধরে, দাবি মানা না হলে তারা আমিরাতের বিরুদ্ধে খেলবে না, এশিয়া কাপ বয়কট করবে। এই পরিস্থিতিতে বুধবার আলোচনা শুরু হয়। পাকিস্তান ও আমিরাতের মধ্যে ম্যাচ হওয়ার কথা ছিল স্থানীয় সময় সাড়ে তিনটেয়। কিন্তু সেই ম্যাচ পিছিয়ে যায়। পাকিস্তানের প্লেয়াররা হোটেলে অপেক্ষা করতে থাকেন।
শেষপর্যন্ত পাইক্রফট জানান, ভুল বোঝাবুঝি হয়েছিল. তিনি ক্ষমাপ্রার্থী। এদিনের ম্যাচেও পাইক্রফটই ম্যাচ রেফারি ছিলেন। এরপর পাকিস্তান খেলতে রাজি হয়। আইসিসি জানায়, তারা রোববারের ঘটনা নিয়ে আরো তদন্তের দরকার আছে কিনা তা খতিয়ে দেখবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বলেছেন, তারা এশিয়া কাপ বয়কট করতে চেয়েছিলেন। এই সিদ্ধান্তে পাকিস্তান সরকারের সায় ছিল। এটা খুব বড় সিদ্ধান্ত ছিল। তারা যা করার পরিস্থিতি অনুযায়ী করেছেন।
রোববার ভারত-পাকিস্তান ম্যাচ
এই পরিস্থিতিতে আগামী রোববার আবার ভারত-পাকিস্তানের মধ্যে সুপার ফোর পায়ের ম্যাচ। ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে এমনিতেই প্রবল উত্তেজনা থাকে। তারপর সাম্প্রতিক বিতর্ক উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে।
এই অবস্থায় পুরো ক্রিকেট বিশ্বের নজর রোববারের ম্যাচের দিকে থাকবে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)