1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া কাপ নিয়ে ভারত-পাক বিরোধ মিটলো না

১ অক্টোবর ২০২৫

এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মিটছে না। ভারত এশিয়া কাপ জিতলেও ট্রফি ও মেডেল পায়নি

ট্রফি ছাড়াই এশিয়া কাপ জয়ের উচ্ছ্বাস অধিনায়ক সূর্যকুমার যাদবের।
এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ মেটেনি। ছবি: Sajjad Hussain/AFP

মঙ্গলবার দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি-র বৈঠকে ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মতবিরোধ আবার সামনে আসে। এসিসি-র সভাপতি মহসিন নাকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারত তাই এশিয়া কাপ জেতার পরেও তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। আর নাকভিও অন্য কাউকে দিয়ে ট্রফি বা ভারতীয় প্লেয়ারদের মেডেল দিতে রাজি হননি। ফলে ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটাররা পায়নি

এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের দুই প্রতিনিধি রাজীব শুক্ল ও আশিস সেলার এসিসি-র বৈঠকে বলেন, ট্রফিটা নাকভির সম্পত্তি নয় যে তিনি সেটা নিয়ে চলে যাবেন। ভারতের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে হবে। নাকবি প্রথমে বলেন, বৈঠকের এজেন্ডায় বিষয়টি নেই। কিন্তু রাজীব শুক্ল বারবার এই দাবি তুলতে থাকলে নাকভি বলেন, সূর্যকুমার যাদব দুবাইয়ে এসিসির অফিসে আসুন। তারা কাছ থেকে ট্রফি নিয়ে যান।

নাকভি বলেন, তিনি দীর্ঘক্ষণ পুরস্কার দেয়ার মঞ্চে অপেক্ষা করেছেন। ভারত মৌখিকভাবে জানালেও লিখিতভাবে বলেনি যে তার হাত থেকে ট্রফি ও মেডেল নেবে না। তাই তিনি মঞ্চে ছিলেন।

নাকভির দাবি ছিল, তিনি এসিসি-র প্রেসিডেন্ট। এসিসি-র সভাপতিই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। ভারতীয় বোর্ডের প্রতিনিধিরা জানান, ২০২২ সালে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়, তখন জয় শাহ এসিসি-র সভাপতি। তিনি ট্রফি দেননি, দিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দুই পক্ষের বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।  তখন ঠিক হয়, বিষয়টি নিয়ে পরে আলোচনা হবে। ভারতের দুই প্রতিনিধি মাঝপথে মিটিং থেকে বেরিয়ে আসেন বলে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে। 

এখন প্রয়াস চলছে, এসিসি-র সদস্য দেশগুলি একসঙ্গে বসে সমস্যা মেটানোর চেষ্টা করবে। আরেকটি প্রস্তাব হলো, মধ্যস্থতাকারীর মাধ্যমে ভারতীয় বোর্ড ও নাকবির মধ্যে কথা হোক, একটা সমাধানসূত্রে পৌঁছানোর চেষ্টা করা হোক।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া জানিয়েছেন, বিসিসিআই বিষয়টি নিয়ে আইসিসি-র কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে।

জিএইচ/এসজি