এশিয়া কাপ পাকিস্তানে হতে পারে, তবে ভারত খেলবে তৃতীয় কোনো দেশে। জানাচ্ছে ক্রিকইনফো-র রিপোর্ট।
বিজ্ঞাপন
ভারত আগেই জানিয়ে দিয়েছে, তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। ২০১৩-র পর থেকে ভারত বা পাকিস্তানে দুই দেশের ক্রিকেট ম্যাচ হয়নি। সীমান্তে উত্তেজনা, সন্ত্রাসবাদের প্রশ্ন, জঙ্গিদের সাহায়্য করার অভিযোগের প্রভাব পড়েছে খেলার মাঠে। অবশ্য তৃতীয় দেশে বিশ্বকাপের ম্যাচ খেলেছে দুই দেশ।
এই পরিস্থিতিতে এশিয়া কাপ পাকিস্তানে হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ক্রিকইনফোর রিপোর্ট বলছে, এশিয়া কাপ পাকিস্তানে হতে পারে। তবে ভারত তার সব ম্যাচ খেলবে তৃতীয় কোনো দেশে। এর মধ্যে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচও আছে। যদি ভারত ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচও পাকিস্তানে হবে না, হবে ওই তৃতীয় দেশে।
রিপোর্ট বলছে, আমিরাত, ওমান, শ্রীলঙ্কা বা যুক্তরাজ্যে ভারতের ম্যাচ হতে পারে।
এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বিতর্ক বাড়লো
এশিয়া কাপ পাকিস্তানে হওয়া নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছেন ভারতীর স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ছবি: Anjum Naveed/AP/picture alliance
এশিয়া কাপ নিয়ে বিতর্ক
এবার এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করে দিয়েছেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। ভারতের দাবি, অন্য কোনো দেশে এশিয়া কাপ করতে হবে।
ছবি: Surjeet Yadav/AFP/Getty Images
পাকিস্তানের জবাব
পাকিস্তান জানিয়েছে, এশিয়া কাপ খেলতে ভারত যদি তাদের দেশে না আসে, তাহলে পাকিস্তানও ভারতে গিয়ে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ খেলবে না।
ছবি: Anjum Naveed/AP/picture alliance
অশ্বিনের বোমা
এই বিতর্ককে আরো বাড়িয়ে দিয়ে অশ্বিন বলেছেন, পাকিস্তানের পক্ষে একদিনের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন এই মন্তব্য করেছেন। তার মতে, পাকিস্তান হুমকি দিচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে তারা এই সিদ্ধান্ত নিতে পারবে না।
ছবি: Ryan Lim/AFP/Getty Images
শাহিদ আফ্রিদির বক্তব্য
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলেছেন, ভারত যদি চোখ রাঙায় বা কড়া সিদ্ধান্ত নেয়, তাহলে পাকিস্তানেরও উচিত কঠোর সিদ্ধান্ত নেয়া। একটা সময় আসে যখন এই ধরনের সিদ্ধান্ত নেয়া জরুরি।
ছবি: ARIF ALI/AFP
আইসিসি-র ভূমিকা
শাহিদ আফ্রিদির মতে, এই পরিস্থিতিতে আইসিসি-র ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু আইসিসি-ও বিসিসিআইয়ের সামনে কিছু করতে পারবে বলে তিনি মনে করেন না।
ছবি: ASIF HASSAN/AFP
সিদ্ধান্ত মার্চে
পাকিস্তানে এশিয়া কাপ হবে কি না, তা মার্চে ঠিক হতে পারে। আগামী মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের(এসিসি) বৈঠকে আছে। আবার আইসিসি-র বৈঠকও আছে। সেখানেই এশিয়া কাপ পাকিস্তানে হবে নাকি কোনো নিরপেক্ষ দেশে হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
ছবি: Surjeet Yadav/AFP/Getty Images
6 ছবি1 | 6
ভারতে ৫০ ওভারের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের আগে এশিয়া কাপ হবে। সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। এশিয়া কাপও ৫০ ওভারের খেলা। মোট ছয়টি দেশ এই কাপে খেলে। পাকিস্তানও হুমকি দিয়েছিল, তাদের দেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নিলে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।
গত অক্টোবরে বিসিসিআইয়ের সম্পাদক জয় শাহ বলেছিলেন, ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। কিন্তু তৃতীয় কোনো দেশে গিয়ে তাদের খেলতে আপত্তি নেই। রিপোর্ট বলছে, এখন ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড দ্রুত এই বিষয়ে সমজোতায় আসতে চাইছে।