1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ-শ্রীলঙ্কা

২০ মার্চ ২০১২

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ৷ চার বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে প্রথম বারের মতো ফাইনালে ওঠার এ স্বপ্ন ছুঁয়েছে টাইগাররা৷ বৃহস্পতিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরোদ্ধে লড়বে তারা৷

ছবি: AP

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই প্রথম এশিয়া কাপ ফাইনালে উঠলো টাইগাররা৷ ৪০ ওভারে ২১২ রান করার লক্ষ্য তাড়া করতে মাঠে নোমে ২ ওভার ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা৷

এর আগে, শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ৷ ৪৯ ওভার ৫ বল খেলে শ্রীলঙ্কা করে ২৩১ রান৷
শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে৷ ৩০ মিনিটের বৃষ্টির কারণে ১ ঘন্টা ৫০ মিনিট পরে খেলা শুরু হয়৷ তিনবার পিচ পরিদর্শন করে রাত ৮টায় খেলা শুরুর সিদ্ধান্ত নেন দুই আম্পায়ার৷ খেলার দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে, ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২১২ রান৷

সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম দিকে তারা কিছুটা চাপে পড়লেও সাকিব-তামিমের আক্রমণাত্মক ব্যাটিং-এর সামনে কোনো বাধাই তৈরি করতে পারেনি শ্রীলঙ্কান বোলাররা৷

টাইগারদের এ বিজয়ে দেশে শুরু হয়েছে আনন্দ উৎসব৷ সাধারণ ক্রিকেট ভক্ত থেকে রাজনৈতিক নেতা সবাই, বাংলাদেশ ক্রিকেট দলকে জানাচ্ছে অভিনন্দন ও শুভেচ্ছা৷

প্রতিবেদন: আফরোজা সোমা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ