1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

২৮ জুলাই ২০২৩

শুক্রবার সকাল ৯ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস।
এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস।ছবি: Mortuza Rashed/DW

এ বছর গড় পাশের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। তবে গত বছরের চেয়ে এবছর জিপিএ-৫ কমেছে ৮৬ হাজার ২৪ টি।

জিপিএ-৫ ও পাসের হারে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৮৭ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৮৮ শতাংশ।

সর্বোচ্চ পাসের হার বরিশাল শিক্ষাবোর্ডে ৯০ দশমিক ১১ শতাংশ এবং সর্বনিম্ন সিলেট শিক্ষাবোর্ডে ৭৬ দশমিক ০৬ শতাংশ।

দেশে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৩৫৪টি । অপরদিকে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

ছবি: Mortuza Rashed/DW

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

শিক্ষার্থীদের মধ্যে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন সাধারণ শিক্ষা বোর্ড, ২ লাখ ৯৫ হাজার ১২১ জন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন কারিগরি শিক্ষা বোর্ডের।

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ