1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসকেএ হয়ে উঠতে পারে এক মহা-বৈজ্ঞানিক প্রকল্প

২১ ডিসেম্বর ২০১১

মনুষ্য প্রজাতির সূত্রপাত হয় সুদূর আফ্রিকায়৷ তাই বহুদিন যাবত ভূতত্ত্ববিদদের অন্যতম আগ্রহের বিষয় আফ্রিকা মহাদেশ৷ আর এবার জ্যোতির্বিজ্ঞানীদের আকর্ষণ করতে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেডিও-টেলিস্কোপটি বসাতে চায় দক্ষিণ আফ্রিকা৷

মহাজগতের অতল থেকে হাজারো বছরের পুরোনো রেডিও-তরঙ্গ তুলে আনতে সক্ষম এসকেএ...ছবি: picture-alliance/dpa

এই বিশালাকার রেডিও-টেলিস্কোপটির নাম ‘স্কয়ার কিলোমিটার অ্যারেই' বা এসকেএ৷ এর মাধ্যমে পৃথিবীর সৃষ্টি রহস্যের বহু তথ্যের নাগাল পাওয়া যাবে – এমনটাই আশা৷ শোনা যাচ্ছে, প্রকল্পটির আওতায় প্রায় চার হাজার টেলিস্কোপ ও ‘ডিশ অ্যান্টেনা' একত্র করে একটি যন্ত্র স্থাপন করা হবে এবং তার মাধ্যমে লক্ষ্য রাখা হবে মহাকাশে৷ যাতে করে, বর্তমান যে কোনো সাধারণ রেডিও-টেলিস্কোপের তুলনায় এসকেএ হবে ৫০ থেকে ১০০ গুণ বেশি কার্যকর৷ এছাড়া, এই টেলিস্কোপটির বিস্তার অন্তত ২৫০ একর জায়গা জুড়ে হবে বলেও জানাচ্ছে ‘আফ্রিকান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান' বা নাসাম্বা৷

বিজ্ঞানীরা জানান, এই এসকেএ প্রকল্পে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করা হবে৷ চেষ্টা করা হবে বিজ্ঞানের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার৷ শুধু তাই নয়, নতুন এই টেলিস্কোপটির সাহায্যে অতীতের অনেক তারাকে দেখা যাবে বলেও জানান তাঁরা৷

পৃথিবীর সৃষ্টি রহস্যের বহু তথ্যের নাগাল পাওয়া যাবে অবশেষেছবি: picture-alliance/dpa

আদতে এসকেএ ছিল বিশ্বের নামজাদা সব বিজ্ঞানীদের সম্মিলিত এক প্রচেষ্টার ফসল৷ বিশ্বের সবচাইতে শক্তিশালী রেডিও-টেলিস্কোপ তৈরির জন্য এক অভূতপূর্ব ‘নীল নকশা'৷ তাছাড়া, এই প্রকল্পটি পরিকল্পনার কাজ আজ নয়, শুরু হয়েছিল ২০০৯ সালে৷ সে সময়, অস্ট্রেলিয়া এবং প্রতিবেশী নিউজিল্যান্ড যৌথভাবে টেলিস্কোপ প্রকল্পের কাজ শুরু করার ঘোষণা দেয়৷ আর তখনই জানা যায় যে, ২১০ কোটি মার্কিন ডলার অর্থ মূল্যের এই প্রকল্পটির মূল প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা৷

শেষ পর্যন্ত, অর্থাৎ প্রায় দু'বছর পর নিউজিল্যান্ড নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে এসকেএ নামের রেডিও-টেলিস্কোপটি তৈরি করার কাজ শেষ করতে চলেছে দক্ষিণ আফ্রিকাই৷ বলা বাহুল্য, মহাজগতে বুদ্ধিসম্পন্ন প্রাণের অস্তিত্বের সন্ধানই হবে এ প্রকল্পের লক্ষ্য৷ এসকেএ মহাজগতের অতল থেকে হাজারো বছরের পুরোনো রেডিও-তরঙ্গ তুলে আনতে সক্ষম হবে৷ তুলে আনতে সক্ষম হবে এমন সব সূত্র, যা আজকের বিশ্বে সকলেরই অজানা৷ তাই এই যন্ত্র একুশ শতকের সেরা বৈজ্ঞানিক প্রকল্প হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

বিখ্যাত হাবেল টেলিস্কোপছবি: NASA

উল্লেখ্য, ‘স্কয়ার কিলোমিটার অ্যারেই' বা এসকেএ-এর নির্মাণ কাজ শেষ হতে সময় লাগবে আরো ছয় থেকে আট বছর৷ তবে তার আগেই, ‘মীরকেএটি' নামের একটি ‘প্রোটোটাইপ' বানাবে দক্ষিণ আফ্রিকা৷ যাতে থাকবে মাত্র ৬৪টি অ্যান্টেনা৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ