1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসপিডি-র শীর্ষে নাটকীয় রদবদলের পর

আব্দুল্লাহ আল-ফারুক৮ সেপ্টেম্বর ২০০৮

জার্মান সামাজিক গণতন্ত্রী দল এসপিডি-র সভাপতির পদ থেকে কুর্ট বেক ইস্তফা দেয়ার ঠিক একদিন পর পার্টি নেতৃত্ব সোমবার জরুরি বৈঠকে মিলিত হয়েছে৷

আগামী বছরের সংসদীয় নির্বাচনের জন্য এসপিডি দলের সদ্য মনোনীত চ্যান্সেলর পদপ্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারছবি: picture-alliance/dpa

আগামী বছরের সংসদীয় নির্বাচনের জন্য দলের সদ্য মনোনীত চ্যান্সেলর পদপ্রার্থী, পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার অন্তর্বর্তী সভাপতি হিসেবে এই বৈঠক পরিচালনা করেছেন৷ দলের ভাবমূর্তি যাতে আরো ক্ষতিগ্রস্থ না হয় সেই চেষ্টাই এখন করছেন নেতারা৷

জার্মানির গ্র্যান্ড কোয়ালিশন সরকারের অন্যতম শরিক এসপিডি-র সামনে এখন সবচেয়ে বড় কাজ যত তাড়াতাড়ি সম্ভব দলের বিশেষ এক সম্মেলনে নতুন সভাপতি নির্বাচন করা৷ নতুন সভাপতি হতে যাচ্ছেন যিনি সেই ফ্রানত্‌স ম্যুন্টেফেয়ারিং সভাপতির দায়িত্ব একবার পালন করেছেন৷গুরুতর অসুস্থ স্ত্রীর পাশে থাকতে তিনি এই পদ ছেড়ে দেন৷ ইতিমধ্যে তাঁর স্ত্রী মৃত৷ বলতে গেলে রাজনীতির মঞ্চে তাঁকে আবার ফিরিয়ে আনছে এসপিডি৷ দলের শীর্ষ কমিটির বৈঠকে আজ তিনিও যোগ দিয়েছেন৷

ফ্রানত্‌স ম্যুন্টেফেয়ারিং এর সঙ্গে স্টাইনমায়ারছবি: AP

পদত্যাগ করা সভাপতি কুর্ট বেক অবশ্য এই বৈঠকে উপস্থিত থাকেন নি৷ তবে রাইনলান্ড ফালত্‌স রাজ্যে এসপিডি-র সব পদে বেক আগের মতই বহাল থাকছেন, বলা হয়েছে রাজ্যের রাজধানী মাইনস থেকে৷ বেক ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলের রাজ্য শাখারও সভাপতি৷ এসপিডি-র শীর্ষ পদে বেক-এর দুর্বলতা নিয়ে অভিযোগ ছিল৷ তাঁর জনপ্রিয়তাও কমছিল দ্রুত৷ একই সঙ্গে এসপিডি-রও৷ তিনি যেন ঠিক নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না৷ তুঙ্গে উঠছিল দলের ভিতরে বামডান শিবিরের দ্বন্দ্ব৷

এসপিডি-র বর্তমান শীর্ষ নেতারা জোর দিয়ে বলছেন যে, পার্টির শীর্ষপদে রদবদলের অর্থ এই নয় যে দলের নীতি অবস্থানও পাল্টে যাবে৷ তবে বামপন্থী লিংকসপার্টাই-এর মুখোমুখী দলের অবস্থান কী হবে তা নিয়ে এসপিডি-র ভিতরে দ্বন্দ্ব রয়ে গেছে৷ এসপিডি-র সংসদীয় গোষ্ঠীর নেতা পেটার স্ট্রুক মনে করেন, দলের জন্য আবার নতুন করে শুরু করার এক বিশাল সুযোগ উপস্থিত হল৷

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, যিনি কোয়ালিশন সরকারের অন্য শরিক খ্রিস্টীয় গণতন্ত্রী দল সিডিইউ-র সভাপতি, এসপিডি-র চ্যান্সেলর পদে পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ারের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন৷ তিনি বলেন, আগামীতেও সরকারে স্টাইনমায়ারের সঙ্গে তাঁর ভাল রকমের সহযোগিতা থাকবে৷ ম্যার্কেল বলেন, আগামী বছর উত্তেজনাময় এক নির্বাচনী প্রচার হবে ভেবে তিনি আনন্দিত৷

সিডিইউ-র সাধারণ সম্পাদক রনাল্ড প্রোফালা এসপিডিকে তার সব সমস্যা অচিরে সমাধান করার ডাক দিয়েছেন৷ উদারপন্থী দল এফডিপি সামাজিক গণতন্ত্রী দলের কাছ থেকে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা দাবি করেছে৷ আর পরিবেশবাদী সবুজ দলের দাবি, এসপিডি সুদৃঢ় ঐক্যের পরিচয় দিক৷

এসপিডির অন্যতম সহসভাপতি এবং দলের বাম শিবিরের অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত আন্দ্রেয়া নালেস বলেছেন, তিনি এই মর্মে নিশ্চিত যে নেতৃত্বে রদবদলের হাত ধরে দলের ভিতরে শিবিরকেন্দ্রীক কোন বিরোধ নতুন করে দেখা দেবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ