1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে মানবাধিকার কর্মী আটক!

১৪ মার্চ ২০১৭

যাশোরে এক মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিক পুলিশ সুপারের (এসপি) দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেল করে আটক হয়েছেন সোমবার৷ মঙ্গলবার বিকেলে তিনি জামিন পেলেও, ছাড়া পাননি তিনি৷ তাঁর বিরুদ্ধে আরো মামলা হতে পারে৷

বিনয় কৃষ্ণ মল্লিক
ছবি: bdnews24.com

রবিবার যাশোরে সংবাদ সম্মেলন করার পর ঐ দিন সন্ধ্যাই বিনয় কৃষ্ণ মল্লিককে নরসিংদির একটি মামলায় আটক করে নরসিংদি পাঠিয়ে দেয় যশোর কোতয়ালী থানা পুলিশ৷ নরসিংদির আদালত থেকে তিনি মঙ্গলবার বিকেলে জামিন পান৷ বিনয় কৃষ্ণ মল্লিক মানবাধিকার সংগঠন ‘রাইটস' যশোরের নির্বাহী পরিচালক এবং প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি৷

পল্লবী সরকার

This browser does not support the audio element.

তাঁর ছোট ভাইয়ের স্ত্রী পল্লবী সরকার ডয়চে ভেলেকে জানান, ‘‘এসপি এক বছর আগে একটি জমি থেকে বেশ কিছু পরিবারকে উচ্ছেদ করে৷ বিনয় কৃষ্ণ এর বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনও করেন৷ তখন থেকেই এসপি নানাভাবে হয়রানি করছিলেন৷ ৯ মার্চ তাঁর বড় ছেলে সবুজ মল্লিককে মাদক ধরিয়ে দিয়ে আটক করে পুলিশ৷ এর প্রতিবাদে বিনয় কৃষ্ণ বরিবার সকালে এসপির দুর্নীতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন৷ ঐ দিন সন্ধ্যায় তাঁকে নরসিংদির একটি মামলায় আটক করে নিয়ে যায় পুলিশ৷ আটকের সময় তাঁকে মারধোরও করা হয়৷''

এ নিয়ে যশোরের এসপি মিজানুর রহমানের সঙ্গে বার বার যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি৷ তবে যাশোর কোতয়ালী থানার ওসি ইলয়িাস হোসেন ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘‘তাংকে নরসিংদি পুলিশ যশোরে এসে আটক করে নিয়ে গেছে৷ আমরা তাদের সহায়তা করেছি৷ তাঁর বিরুদ্ধে আরো একটি মামলা আছে৷''

ইলয়িাস হোসেন

This browser does not support the audio element.

অন্য এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, ‘‘এসপি সাহেবের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের সঙ্গে বিনয় কৃষ্ণকে আটকের কোনো সম্পর্ক নেই৷ এই আটকের সঙ্গে যাশোর পুলিশ জড়িত নয়, তারা সহযোগিতা করেছে মাত্র৷''

এদিকে নরসিংদির আদালতে মঙ্গলবার বিকেলে বিনয় কৃষ্ণকে হাজির করলে আদালত তাঁকে জামিন দেয়৷ নরসিংদির স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান রিপন ডয়চে ভেলেকে জানান, ‘‘রবিবার ঐ মামলাটি দায়ের করেন বাতের মোল্লা নামে এক ব্যক্তি৷ তিনি তাঁর বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন৷ কিন্তু আদালতে অভিযোগকারী বাতেন মোল্লা বা তাঁর কোনো আইনজীবী ছিলেন না৷''

তিনি আরো জানান, ‘‘বিনয় কৃষ্ণ জানান, তিনি বাতেন মোল্লা বলে কাউকে চেনেন না৷ তবে ইরাক যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করছেন৷ তাঁদের পাওনা আদায়ে মামলাও করেছেন৷ কেউ তাকে হয়রানির জন্য এই মামলা করে থাকতে পারে৷''

আসাদুজ্জামান রিপন

This browser does not support the audio element.

পল্লবী সরকার বলেন, ‘‘তাঁকে হয়রানি করার জন্য আরো কয়েক জায়গায় মামলা হতে পারে৷''

বিনয় কৃষ্ণ জামিন পেলেও এখনো ছাড়া পাননি৷ জানা গেছে, তাকে আরো কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখান হতে পারে৷

বিনয় কৃষ্ণ একই সঙ্গে ‘টেলিগ্রাম' নামে স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক এবং যশোর প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি৷ তাঁর গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলাবার যশোরের সাংবাদিকরা বিক্ষোভ এবং প্রতিবাদ করেছেন৷ অবিলম্বে তাঁকে মুক্তি না দিলে আগামী ১৬ মার্চ যশোরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের যশোর সফরের কর্মসূচি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷

তামিদ আকাশ

This browser does not support the audio element.

যশোরের মানবাধিকার কর্মী অ্যাডভোকেট তামিদ আকাশ ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিনয়দাকে গ্রেপ্তারে আমরা বিস্মিত এবং হতাশ হয়েছি৷ তিনি মানবাধিকারের জন্য কাজ করেন৷ সবার বিপদে এগিয়ে যান৷ পুলিশ তাদের সঙ্গে বিরোধের কারণে তাঁকে আটক করল৷ মানবাধিকার কর্মীরই মানবাধিকার লঙ্ঘন করল৷''

বন্ধু, মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিককে নিয়ে এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার মন্তব্য জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ