এসভিবি ব্যাংকের আমানতকারীদের রক্ষা করবে যুক্তরাষ্ট্র
১৩ মার্চ ২০২৩
মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বোর্ড চেয়ারম্যান জেরোম পাওয়েল ও ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন এফডিআইসির চেয়ারম্যান মার্টিন গ্রুয়েনবার্গ রোববার এক যৌথ বিবৃতিতে এসব কথা জানিয়েছেন৷ ‘‘আমানতকারীরা সোমবার থেকে তাদের অর্থ ব্যবহার করতে পারবেন৷ সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করার ক্ষতি করদাতাদের বহন করতে হবে না,'' বিবৃতিতে বলেন তারা৷
কর্তৃপক্ষ মনে করছে, ব্যাংকটির যে সম্পদ আছে তা দিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া সম্ভব হবে৷
২০২২ সালের শেষে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিল ২০৯ বিলিয়ন ডলার৷ আর ব্যাংকটিতে জমা আছে প্রায় ১৭৫.৪ বিলিয়ন ডলার৷
সম্পদের হিসেবে এসভিবি যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম ব্যাংক৷ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের স্টার্টআপ কোম্পানিকে টাকা ধার দিত এসভিবি৷
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক গতবছর কয়েক দফা সুদহার বাড়িয়েছিল৷ এতে এসভিবি ব্যাংকের বন্ড ও সিকিউরিটিজসহ অন্যান্য সম্পদের বাজারদর কমতে থাকে৷ সে কারণে আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেছিলেন৷ এই ক্ষতি পোষাতে ব্যাংককে বন্ড বিক্রি করতে হত৷
এই অবস্থায় শুক্রবার ব্যাংকটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা৷ একে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে৷
রোববার নিউইয়র্কভিত্তিক ব্যাংক সিগনেচার ব্যাংকও বন্ধ করে দেয়া হয়৷
বিশ্বের স্টার্টআপ বাজারের একটি বড় অংশ ভারতের৷ এসভিবি ব্যাংক বন্ধ করায় সেদেশের স্টার্টআপ কোম্পানিগুলো সমস্যা পড়েছে বলে টুইট করেছেন মিরা অ্যাসেট ভেঞ্চার ইনভেস্টমেন্ট (ভারতে) এর প্রধান নির্বাহী আশীষ ডেভ৷
ভারতের প্রযুক্তিমন্ত্রী রোববার জানিয়েছেন, পরিস্থিতি বুঝতে তিনি এই সপ্তাহে স্টার্টআপ কোম্পানিগুলোর সঙ্গে বসবেন৷
জার্মানির অর্থনীতিবিষয়ক দৈনিক হান্ডেলসব্লাট বলছে, ইউরোপে এসভিবি ব্যাংকের প্রায় ৩,৬০০ ক্রেতা রয়েছে৷ এর মধ্যে ১০ শতাংশ ক্রেতা জার্মানির৷
ক্যানাডা, ব্রিটেন ও চীনেও এসভিবি ব্যাংকের সাবসিডিয়ারি আছে৷
ব্রিটেনে এসভিবির সাবসিডিয়ারি কেনার পরিকল্পনা করছে এইচএসবিসি৷
জেডএইচ/কেএম (এএফপি, এপি, রয়টার্স)