1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

এসভিবি ব্যাংকের আমানতকারীদের রক্ষা করবে যুক্তরাষ্ট্র

১৩ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্রে বন্ধ করে দেয়া সিলিকন ভ্যালি ব্যাংক বা এসভিবি ব্যাংকের আমানতকারীদের রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ৷ ব্যাংক বন্ধ করার ক্ষতি করদাতাদের বহন করতে হবে না বলেও জানিয়েছে তারা৷

সিলিকন ভ্যালি ব্যাংক
সিলিকন ভ্যালি ব্যাংকছবি: Noah Berger/AFP/Getty Images

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বোর্ড চেয়ারম্যান জেরোম পাওয়েল ও ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন এফডিআইসির চেয়ারম্যান মার্টিন গ্রুয়েনবার্গ রোববার এক যৌথ বিবৃতিতে এসব কথা জানিয়েছেন৷ ‘‘আমানতকারীরা সোমবার থেকে তাদের অর্থ ব্যবহার করতে পারবেন৷ সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ করার ক্ষতি করদাতাদের বহন করতে হবে না,'' বিবৃতিতে বলেন তারা৷

কর্তৃপক্ষ মনে করছে, ব্যাংকটির যে সম্পদ আছে তা দিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া সম্ভব হবে৷

২০২২ সালের শেষে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ ছিল ২০৯ বিলিয়ন ডলার৷ আর ব্যাংকটিতে জমা আছে প্রায় ১৭৫.৪ বিলিয়ন ডলার৷

সম্পদের হিসেবে এসভিবি যুক্তরাষ্ট্রের ১৬তম বৃহত্তম ব্যাংক৷ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের স্টার্টআপ কোম্পানিকে টাকা ধার দিত এসভিবি৷

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক গতবছর কয়েক দফা সুদহার বাড়িয়েছিল৷ এতে এসভিবি ব্যাংকের বন্ড ও সিকিউরিটিজসহ অন্যান্য সম্পদের বাজারদর কমতে থাকে৷ সে কারণে আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেছিলেন৷ এই ক্ষতি পোষাতে ব্যাংককে বন্ড বিক্রি করতে হত৷

এই অবস্থায় শুক্রবার ব্যাংকটি বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা৷ একে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে৷

রোববার নিউইয়র্কভিত্তিক ব্যাংক সিগনেচার ব্যাংকও বন্ধ করে দেয়া হয়৷

বিশ্বের স্টার্টআপ বাজারের একটি বড় অংশ ভারতের৷ এসভিবি ব্যাংক বন্ধ করায় সেদেশের স্টার্টআপ কোম্পানিগুলো সমস্যা পড়েছে বলে টুইট করেছেন মিরা অ্যাসেট ভেঞ্চার ইনভেস্টমেন্ট (ভারতে) এর প্রধান নির্বাহী আশীষ ডেভ৷

ভারতের প্রযুক্তিমন্ত্রী রোববার জানিয়েছেন, পরিস্থিতি বুঝতে তিনি এই সপ্তাহে স্টার্টআপ কোম্পানিগুলোর সঙ্গে বসবেন৷

জার্মানির অর্থনীতিবিষয়ক দৈনিক হান্ডেলসব্লাট বলছে, ইউরোপে এসভিবি ব্যাংকের প্রায় ৩,৬০০ ক্রেতা রয়েছে৷ এর মধ্যে ১০ শতাংশ ক্রেতা জার্মানির৷

ক্যানাডা, ব্রিটেন ও চীনেও এসভিবি ব্যাংকের সাবসিডিয়ারি আছে৷

ব্রিটেনে এসভিবির সাবসিডিয়ারি কেনার পরিকল্পনা করছে এইচএসবিসি৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ