1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এসসি ফ্রাইবুর্গ

২০ আগস্ট ২০১০

জার্মানির দক্ষিণ-পশ্চিমের শহর ফ্রাইবুর্গ৷ সেই শহরেরই ক্লাব এটি৷ প্রতিষ্ঠিত ১৯০৪ সালে৷ পরের বছর বুন্ডেসলিগায় খেলতে পারবে কি না, সেটাই মূলত সবসময় এই ক্লাবের আসল লক্ষ্য হয়ে থাকে৷ সুতরাং বোঝাই যাচ্ছে ক্লাবটি কেমন৷

এই পর্যন্ত তিনবার বুন্ডেসলিগা থেকে নাম কাটা গিয়েছে তাদের৷ শেষবার এমনটা হয়েছিল ২০০৮ সালে৷ এরপর আবার বুন্ডেসলিগায় ফিরে গতবছর ১৪ তম স্থানে নাম লেখায় ক্লাবটি৷ এখানে বলে রাখি, বুন্ডেসলিগার ১৭ ও ১৮তম দলকে পরবর্তী বছর খেলতে হয় লিগের দ্বিতীয় বিভাগে৷ তার মানে, আর দুটো দলের পর নাম লেখালেই ফ্রাইবুর্গকে আবার নেমে যেতে হত দ্বিতীয় বিভাগে – যেটার শিরোপা তারা তিনবার জিতেছে৷ তবে ফ্রাইবুর্গের সেরা পারফরম্যান্সের কথা যদি বলতে হয় তাহলে চলে আসবে উয়েফা কাপের কথা৷ কারণ ১৯৯৫ ও ২০০১ সালে ক্লাবটি ইউরোপের এই দ্বিতীয় মর্যাদাকর টুর্নামেন্টটি খেলার সুযোগ পেয়েছিল৷ এই ক্লাব সম্পর্কে আরেকটি মজার তথ্য অবশ্য দেয়া যেতে পারে৷ সেটি হলো, এই ক্লাবের কোচ৷ যাঁর নাম রবিন দত্ত৷ যিনি জার্মানিতে জন্মেছেন, বেড়েও উঠেছেন সেখানে৷ কিন্তু তাঁর বাবা কলকাতার বাবু ছিলেন৷

সম্ভাব্য মূল একাদশ : গোলরক্ষক – জিমোন পৌপলিন; রক্ষণভাগ – ফেলিক্স বাস্তিয়ানস, উমের তোপরাক, হেইকো বুৎজখের ও মেনজুর মুদসা; মধ্যমাঠ – মাক্সিমিলিয়ান নিচু, ইয়ুলিয়ান জুজসটেয়া, সেড্রিক মাকিয়াদি, ডানিয়েল কালিগিউরি ও ইয়ান রোজনথাল; এবং আক্রমণভাগ – পাপিস সিজে৷

সম্ভাব্য ফর্মেশন : ৪-৫-১

কোচ : রবিন দত্ত

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ