1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এলো অরগ্যানিক সোলার ফোলিও

কার্মেন মায়ার/এসি৩০ মার্চ ২০১৬

সৌরশক্তি, সোলার পাওয়ার – এ সব যদি সিলিকন দেওয়া সোলার সেল থেকে না এসে অরগ্যানিক সোলার ফোলিও থেকে আসে? এই ধরুন বাড়ির দেয়াল থেকে শুরু করে জামাকাপড় – সব কিছুতেই যদি সোলার ফোলিও লাগিয়ে ব্যাটারির মতো বিদ্যুৎ পাওয়া যায়?

টেক পাইওনিয়েরি

টিবো: গুগল যেভাবে সফটওয়্যারের দুনিয়াকে বদলে দিয়েছে, আমরা সেভাবে জ্বালানি শক্তির দুনিয়াকে বদলে দিতে পারি৷

মার্টিন: আমরা সত্যি সত্যিই বিশ্বচ্যাম্পিয়ন; গত ছ'বছর ধরে ঐ খেতাব আমাদের হাতে৷

এই দু'জনের কল্পনা ছিল: একটি বাড়ির দেয়াল, জানলা কিংবা বাইরেটা, সব কিছু থেকে জ্বালানি অর্জন করা৷ হ্যাঁ, সোলার ফোলিও বসিয়ে৷ টিবো লে সিগিয়ঁ যখন বিনিয়োগকারীদের খোঁজে যান, তখন এই সোলার ফোলিও তাঁর সঙ্গেই থাকে৷

জাতে ফরাসি টিবো ড্রেসডেনের হেলিয়াটেক কোম্পানির পরিচালক৷ তাঁর কোম্পানি বিশ্ব অর্থনৈতিক ফোরাম-এর কাছ থেকে ‘টেক-পাইওনিয়ার' বা প্রযুক্তি-পথিকৃৎ আখ্যা পেয়েছে৷ তাঁকে ডাভোসে আসার আমন্ত্রণও জানানো হয়েছে৷

টিবো লে সিগিয়ঁ-র সোলার ফোলিও আগামীতে জ্বালানি ক্ষেত্রে বিপ্লব আনতে পারে৷ ডাভোসে তাঁর সকাল থেকে বিকেল অবধি একটির পর একটি অ্যাপয়েন্টমেন্ট৷ টিবোর কথায়, ‘‘অন্যান্য অনেক কোম্পানির সিইও-দের সঙ্গে একক বৈঠক হয় – তাঁরা হয়ত আমাদের অংশীদার, গ্রাহক কিংবা বিনিয়োগকারী হতে পারেন৷ ডাভোসে আমি সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের সুযোগ পাই, বড় বড় আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে যোগাযোগের সুযোগ পাই৷''

যদি সোলার ফোলিও লাগিয়ে ব্যাটারির মতো বিদ্যুৎ পাওয়া যায়, তবে?

04:23

This browser does not support the video element.

টিবোর ফোলিও-গুলো হচ্ছে অরগ্যানিক সোলার সেল, তাঁর প্রযুক্তি বিভাগের প্রধানের আবিষ্কার৷ কার্বন আর হাউড্রোজেনের মতো পরিচিত পদার্থ দিয়েই তৈরি৷ সিলিকন দিয়ে তৈরি প্রথাগত ফোটোভোলটেইক সেলের চেয়ে অনেক বেশি হালকা; কাজেই টিবোর সোলার ফোলিও ওয়ালপেপারের মতো দেওয়ালে সেঁটে দেওয়া যায়৷

সবে তারা উদ্বাস্তুদের এই তাঁবুটি সোলার ফোলিও দিয়ে মুড়ে দিয়েছেন৷ ভবিষ্যতে যেমন গোটা শহর মুড়ে দেওয়া যাবে৷ মার্টিন ফাইফারের কথায়, ‘‘লক্ষ লক্ষ বর্গমিটার এলাকা, যা থেকে জ্বালানি শক্তি অর্জন সম্ভব হবে৷ তবে যতো গিগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব, তা করতে করতে বহু দশক সময় চলে যাবে৷''

জীবাণুমুক্ত ঘরটিতে প্লাস্টিক ফোলিও-র উপর জৈবিক পদার্থের একটি আস্তরণ স্প্রে করা হয়৷ পরে সেই স্তরই সূর্যালোক থেকে বিদ্যুৎ সৃষ্টি করে৷ এই অরগ্যানিক সেলগুলি সিলিকন সেলের মতো অতটা কার্যকরি নয়, তবে তা নিয়ে কাজ চলেছে৷

কোম্পানিকে আরো বিনিয়োগ করতে হবে৷ শীঘ্রই এখানে কাচের মতো স্বচ্ছ ফোলিও তৈরি হবে, যা জানলায় বসানো চলবে৷ তবে ফোলিও-গুলোকে প্রস্থে ৩০ সেন্টিমিটারের বেশি চওড়া করা দরকার৷ সেজন্য নতুন মেশিন বসানোর প্রয়োজন পড়বে, যার খরচা পড়বে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ইউরো৷

মার্টিন ফাইফার জানান, ‘‘সদ্য আবিষ্কৃত প্রযুক্তিতে বিনিয়োগ করতে ইউরোপে অনেকে দ্বিধা করেন৷ যে কারণে আমরা সারা পৃথিবীতে বিনিয়োগকারীর খোঁজ করছি – একদিকে এশিয়ায়, যেমন চীন, কোরিয়া ও জাপানে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে ঝুঁকি নেওয়ার ও বড় কিছু একটা করার মানসিকতা আছে৷''

ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে হেলিয়াটেক প্রধান টিবো লে সিগিয়ঁ-ও সম্ভব্য বিনিয়োগকারীদের সঙ্গে দেখা করে তাঁদের বোঝানোর চেষ্টা করছেন যে, এই সোলার ফোলিও শুধু বাড়ির দেয়ালেই নয়, গাড়ির ওপর বা জামাকাপড়েও সাঁটা যায়৷

প্রশ্ন হলো, চূড়ান্ত সাফল্য পেতে হলে হেলিয়াটেক কোম্পানির এখন কী দরকার? মার্টিনের কথায়, ‘‘টাকা, প্রচুর টাকা৷ আর সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ৷''

আর বললেন, ‘‘আমাদের এখনও কয়েক মাসের মতো টাকা হাতে আছে৷ কিন্তু এই গ্রীষ্মের মধ্যে কিছু একটা ঘটা দরকার৷'' কিন্তু যদি তা হয় তাহলে? ‘‘তখন দেখব, কী করা যায়৷ কিছু একটা তো করতেই হবে৷ সৃজনীশীল হতে হবে৷'' জানান টিবো লে সিগিয়ঁ৷

নিজের ওপর আস্থা থাকা চাই – যেমন গুগল বা টুইটারের ছিল৷ তারাও তো একদিন ছোটখাটো প্রযুক্তি-পথিকৃৎ হয়ে তাদের ধারণা ও প্রেরণা নিয়ে যাত্রা শুরু করেছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ