1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইলিয়াস আলী নিখোঁজ

১৯ এপ্রিল ২০১২

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারের ওপর রুল জারি করেছে হাইকোর্ট৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার বিব্রত৷

ছবি: Reuters

ইলিয়াস আলীর স্ত্রী তাহশিনা রুশদি লুনা, ইলিয়াস আলীকে উদ্ধারের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন সকালে৷ বিকেলে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি শেখ হাসান আরিফ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারের ওপর রুল জারি করেন৷ আদালত জানতে চায়, ইলিয়াস আলীকে উদ্ধার করে কেন আদালতে হাজির করার নির্দেশ দেয়া হবে না৷ ১০ দিনের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে৷ আর ঢাকা মহানগর হাকিম মনিরুজ্জামান তাঁর নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছেন পুলিশকে৷ প্রতি ৪৮ ঘণ্টা পর আদলতকে তদন্ত অগ্রগতি জানাতে বলা হয়েছে৷

এদিকে বিএনপি ইলিয়াস আলীকে উদ্ধারের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারক লিপি দিয়েছে৷ বিএনপি নেতারা সচিবালয়ে স্বারাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আবেদন জানান৷ সচিবালয়ে বৈঠকের পর বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, এই ধরনের অপহরণ আর গুমের ঘটনা গণতন্ত্রের জন্য অশনিসংকেত৷ সরকার চাইলে ইলিয়াস আলীকে উদ্ধার করা সম্ভব৷ আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, এই ঘটনায় সরকার বিব্রত৷ তাঁকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে৷

অন্যদিকে, ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে সিলেটে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি৷ বিএনপি'র নেতা-কর্মীরা বলেছেন, তাঁকে উদ্ধার করা না হলে লাগাতার হরতাল দেয়া হবে৷ ইলিয়াস আলী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য৷

মঙ্গলবার রাতে ইলিয়াস আলি ও তাঁর গাড়ির ড্রাইভার নিখোঁজ হন৷ রাত ১০টার দিকে বনানীর বাসা থেকে বের হয়ে তাঁরা আর ফিরে আসেননি৷ পুলিশ ইলিয়াস আলীর প্রাইভেট কার এবং ড্রাইভারের মোবাইল ফোন বনানী এলাকা থেকেই উদ্ধার করেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ