শুধু স্মার্টফোনই নয়, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি৷ আল-কায়েদা এক নতুন ধরনের বিস্ফোরক ব্যবহারের চেষ্টা করছে, এই আশঙ্কা দেখা দেবার পর যুক্তরাষ্ট্র অভিমুখী বিমানে ওঠার আগে সিকিউরিটি চেক হয়েছে জোরদার৷
বিজ্ঞাপন
বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে যাঁরা যুক্তরাষ্ট্র যাত্রা করছেন, তাঁদের সিকিউরিটি চেক হবার সময় নিরাপত্তা কর্মকর্তারা স্মার্টফোন, ল্যাপটপ ইত্যাদি চালু করে দেখাতে বলতে পারেন – এ কথা ঘোষণা করেছে ইউএস ট্র্যানস্পোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন স্বয়ং৷ মার্কিন পরিবহণ নিরাপত্তা প্রশাসনের বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘‘ব্যাটারি ছাড়া ডিভাইসেস (অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি) নিয়ে বিমানে উঠতে দেওয়া হবে না৷ সেক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত স্ক্রিনিং করা হতে পারে৷''
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
ছবি: DW/Jennifer Fraczek
8 ছবি1 | 8
সব মিলিয়ে সিকিউরিটি চেক-এ বাড়তি সময় লাগতে পারে, বলে ফরাসি এবং ব্রিটিশ কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে দিয়েছেন৷ মার্কিন পরিবহণ নিরাপত্তা প্রশাসন বা টিএসএ বস্তুত ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-র অঙ্গ, যারা নাকি ইউরোপে এবং অন্যত্র এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্র-গামী যাত্রীদের জুতো পরীক্ষা করে দেখতে বলেছেন, বলে মার্কিন এবিসি নিউজ সংস্থা জানিয়েছে৷
‘রিয়াল-টাইম ইন্টেলিজেন্স'
ডিএইচএস প্রধান জেহ জনসন এনবিসি টেলিভিশনকে বলেছেন: ‘‘কিছু শেষ পয়েন্ট-অফ-ডিপার্চার এয়ারপোর্টে (সিকিউরিটি চেক) বাড়ানোর প্রয়োজন আছে, বলে আমাদের মনে হয়েছে৷'' গত বুধবারেই মার্কিন কর্মকর্তারা ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র অভিমুখে সরাসরি উড়ালের জন্য বিমানবন্দরগুলিতে অতিরিক্ত সিকিউরিটি চেক দাবি করেছিলেন – যদিও তাঁদের কাছে কোনো বিশদ খবর আছে কিনা, তা তাঁরা জানাননি৷ তবে বিমানবন্দরগুলির কাছে এই অনুরোধ ‘‘রিয়াল-টাইম ইন্টেলিজেন্স'', অর্থাৎ অব্যবহিত তথ্যের ভিত্তিতে করা হয়েছে, বলে ডিএইচএস-এর এক কর্মকর্তা এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছেন৷
আরেক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিপদের উৎস কোথায় বলে তাঁরা মনে করেন: একিউএপি বা জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ইন দ্য অ্যারেবিয়ান পেনিনসুলা, অর্থাৎ আরব উপদ্বীপে আল-কায়েদা নামধারী সংগঠন৷ ইয়েমেন-ভিত্তিক এই শাখাটি প্রতিষ্ঠা করেন ওসাম বিন লাদেন স্বয়ং৷ মার্কিন গুপ্তচর বিভাগের খবর যে, একিউএপি বোমা তৈরির সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কে সিরিয়ায় যুদ্ধরত উগ্রপন্থিদের প্রশিক্ষণ দিচ্ছে; উদ্দেশ্য: বোমা পাচার করে যাত্রীবাহী বিমান উড়িয়ে দেওয়া৷ এবং জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ থেকে সিরিয়ায় আগত জিহাদিরাও সম্ভবত সেই প্রশিক্ষণ পাচ্ছে৷
গেম শুধু খেলবেই না, বানাবেও
বাংলাদেশের অনেক কিশোর-কিশোরী কম্পিউটার গেম খেলতে পছন্দ করে৷ তাদের প্রশিক্ষণ দিয়ে গেম ডেভেলপার হিসেবে গড়ে তুলতে ‘উই মেক গেমস’ নামে একটি কর্মসূচি শুরু হয়েছে৷
ছবি: MassiveStar Studio
‘উই মেক গেমস’
স্কুলের শিক্ষার্থীদের কম্পিউটার গেম তৈরির ওপর প্রশিক্ষণ দেয়ার কর্মসূচি ‘উই মেক গেমস’৷ এর আওতায় সারা দেশের ৪০০ স্কুলের প্রায় ৮০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ম্যাসিভস্টার স্টুডিও লিমিটেড৷ (ফাইল ফটো)
ছবি: MassiveStar Studio
সরকার সঙ্গে থাকবে
বিশাল এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের আইসিটি মন্ত্রণালয় সহায়তা করবে বলে জানিয়েছেন ম্যাসিভস্টার স্টুডিও-র প্রধান নির্বাহী মাহবুবুল আলম৷
ছবি: MassiveStar Studio
লক্ষ্য বাজার ধরা
মাহবুবুল আলমের মতে, সারা বিশ্বে কম্পিউটার গেমের ১০০ বিলিয়ন ডলারের একটি বাজার আছে৷ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তৈরি হওয়া গেম ডেভেলপাররা এই বাজারের একটি অংশ বাংলাদেশে নিয়ে আসবে বলে আশা তাঁর৷
ছবি: Getty Images
নভেম্বরে শুরু হয়েছে
‘উই মেক গেমস’ কর্মসূচিটি শুরু হয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে৷ ইতিমধ্যে ঢাকার ১১টি স্কুলের শিক্ষার্থীদের গেম তৈরি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বা হয়েছে৷
ছবি: MassiveStar Studio
প্রতিভাবান কিশোর-কিশোরী
মাহবুবুল আলম মনে করেন, বাংলাদেশের যেসব শিক্ষার্থী কম্পিউটারে গেম খেলে তাদের একটা বড় অংশ গেম ডেভেলপ করারও ক্ষমতা রাখে৷ সেসব শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে গেম ডেভেলপার হিসেবে গড়ে তোলা সম্ভব৷
ছবি: WCG
‘হাতিরঝিল ড্রিম বিগিনস’
উই মেক গেমস কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা ম্যাসিভস্টার স্টুডিও লিমিটেড ‘হাতিরঝিল ড্রিম বিগিনস’ নামে একটি কম্পিউটার গেম বাজারে নিয়ে এসেছে৷ এই গেম তৈরির সঙ্গে মাশরুর মাহমুদ নামে সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরও রয়েছে৷
ছবি: MassiveStar Studio
পেছনের কারিগর
প্রায় ২১ জন তরুণ ছয় মাস কাজ করে গেমটি ডেভেলপ করে৷ এঁদের মধ্যে বয়সে সবচেয়ে ছোট মাশরুর মাহমুদ৷ সে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে৷
ছবি: MassiveStar Studio
নির্মাণ কৌশল
থ্রিডি স্টুডিও ম্যাক্স, গুগল স্কেচআপ প্রো, ব্লেন্ডার ও মায়া সফটওয়্যার ব্যবহার করে গেমটি নির্মাণ করা হয়েছে৷ গেমটিতে মোট লেভেল আছে ৩১টি৷ একটি লেভেল শেষ করে পরেরটিতে যেতে হবে৷ প্রতিটি লেভেলের জন্য সময় নির্দিষ্ট করে দেয়া হয়েছে৷
ছবি: MassiveStar Studio
ঘুরে বেড়ানোর সুযোগ
খেলার পাশাপাশি চাইলে বিআরটিসির বাস বা গাড়িতে করে হাতিরঝিলে ঘুরে বেড়ানো যাবে৷ স্পিডবোট আর বিমান নিয়েও গেম খেলা যাবে৷
ছবি: MassiveStar Studio
স্মার্টফোনেও
কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনেও যেন গেমটি খেলা যায় সে ব্যবস্থা করা হচ্ছে৷ আগামী ঈদের আগেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যেন গেমটি খেলতে পারেন সে চেষ্টা করা হচ্ছে৷
ছবি: MassiveStar Studio
কোথায় পাবেন?
বর্তমানে ঢাকা শহরের প্রায় ১৬০টি সিডির দোকানে এই গেমটি পাওয়া যাচ্ছে৷ তবে মাস খানেকের মধ্যেই সেটা সারা দেশে পাওয়া যাবে বলে জানা গেছে৷
ছবি: MassiveStar Studio
11 ছবি1 | 11
কাজেই এবার ব্রিটেনের পর ফ্রান্সের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতেও সিকিউরিটি চেক-এর কড়াকড়ি বাড়ছে৷ নতুন ধরনের বিস্ফোরক অথবা বোমার পিছনে যা-কে সন্দেহ করা হচ্ছে, সে হলো ইব্রাহিম আল-আসিরি, এক ৩২-বছর-বয়সি সৌদি, যে দক্ষিণ ইয়েমেনের বিক্ষুব্ধ প্রদেশগুলিতে একিউএপি-র সঙ্গে আত্মগোপন করে আছে, বলে সন্দেহ করা হচ্ছে৷ একিউএপি-র বিমান অন্তর্ঘাতের শেষ প্রচেষ্টা ছিল ২০০৯ সালের ডিসেম্বরে, যখন উমর ফারূক আবদুলমুতল্লব নামের এক নাইজিরীয় নিজের জাঙিয়ায় বোমা লুকিয়ে রেখে একটি যুক্তরাষ্ট্রগামী বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টা করে৷ ২০০১ সালে ব্রিটেনের রিচার্ড রিড জুতোয় বোমা লুকিয়ে অনুরূপ সন্ত্রাস চালানোর পরিকল্পনা করেছিল৷