1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে পাইলট ধর্মঘট

১০ মে ২০১২

আজ তৃতীয় দিনেও সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘট অব্যাহত৷ দিল্লি হাইকোর্ট এই ধর্মঘট বেআইনি ঘোষণা করার পর, সরকার ধর্মঘট করা পাইলটদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে৷ পাইলটদের আকস্মিক হরতালে সাধারণ মানুষও৷

ছবি: Reuters

সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘটের আজ তৃতীয়দিন৷ অচলাবস্থা কাটেনি৷ ২০টি আন্তর্জাতিক উড়ান বাতিল করতে হয়েছে৷ দিল্লি হাইকোর্ট পাইলটদের এই আচমকা ধর্মঘট বেআইনি ঘোষণা করার পর, পাইলটদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে সরকার৷ বরখাস্ত করা হয়েছে মোট ৩৬ জন পাইলটকে৷

যাত্রীরা নাকাল হচ্ছেনছবি: AP

বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিং বলেছেন, আর্থিক সংকটে জেরবার এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে সরকার ৩০ হাজার কোটি টাকা ঢালতে চলেছে৷ কিন্তু পাইলটদের এরকম আচরণে করদাতাদের টাকা জলে যাবার উপক্রম৷ হরতালের ফলে এয়ার ইন্ডিয়ার রোজ লোকসান ১০ কোটি টাকা৷ শুধু তাই নয়, যাত্রিদের ক্ষোভ এবং আন্তর্জাতিক ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে, তাতে এয়ার ইন্ডিয়ার ঘুরে দাঁডানো মুশকিল হবে৷ তবে আলোচনার দরজা খোলা আছে৷ অবশ্য ধর্মঘটি পাইলটদের ইউনিয়ন ‘ইন্ডিয়ান পাইলটস গিল্ড' আলোচনায় আসেনি, বলেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী অজিত সিং৷

খালি কাউন্টারে সহায়তা করার কেউ নেইছবি: Reuters

কেন এই পাইলট ধর্মঘট? বর্তমানে বিশ্বের আধুনিকতম বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান মাসখানেকের মধ্যেই ভারতের হাতে আসছে৷ সেই বিমান চালানোর প্রশিক্ষণ দিতে পাইলটদের একটি তালিকা বানিয়েছে কর্তৃপক্ষ৷ ধর্মঘটের মূল কারণ এইখানেই৷ পাইলটদের একাংশের অভিযোগ, নির্বাচনে পক্ষপাতিত্ব করা হয়েছে৷ প্রশিক্ষণে অগ্রাধিকার পাচ্ছেন তাঁরা, যাঁরা এক সময়ে ইন্ডিয়ান এয়ারলাইন্স'এর পাইলট ছিলেন৷ পরে ইন্ডিয়ান এয়ারলাইন্স মিশে যায় এয়ার ইন্ডিয়ার সঙ্গে৷

পাইলট ধর্মঘটের প্রসঙ্গ আজ সংসদে ওঠে৷ সিপিআই সাংসদ গুরুদাস দাসগুপ্ত মনে করেন, ধর্মঘট মেটাতে সরকারের আরো উদ্যোগ নেয়া উচিত ছিল৷

এরই মধ্যে বেসরকারি বিমান সংস্থা কিং ফিশার এয়ারলাইন্স'এর পাইলটরাও ধর্মঘটের পথে পা বাড়িয়েছেন৷ কারণ, তাঁরা নাকি বেতন পাচ্ছেন না৷ সব মিলিয়ে ভারতের বেসামরিক বিমান পরিষেবাও এক সংকটের মুখে৷ নাকাল হচ্ছে যাত্রিরা৷ ক্ষুব্ধ সাধারণ মানুষ৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ