1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘট অব্যাহত

২৯ এপ্রিল ২০১১

সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘট অব্যাহত৷ পরিচালন কর্তৃপক্ষ হুঁশিয়ার করে দিয়েছে, আজ বিকেল ৫ টার মধ্যে ধর্মঘট তুলে নিতে হবে৷ না হলে অত্যাবশ্যক পরিষেবা আইন এসমা প্রয়োগ করা হতে পারে৷

ছবি: picture alliance/dpa

গত তিন দিনে দেড়শোর মত ফ্লাইট বাতিল করতে হয়৷ ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন, আইসিপিএ-এর প্রায় ৬০০ পাইলটের ধর্মঘট আজ তৃতীয় দিনেও অব্যাহত৷ এয়ার ইন্ডিয়ার পরিচালন কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়ে অ্যাসোসিয়েশনের স্বীকৃতি বাতিল করেছেন৷ তালা ঝুলিয়ে দিয়েছে ইউনিয়নের অফিসে৷ এর বিরুদ্ধে পাইলট ইউনিয়ন আদালতে গেলে আদালত কর্তৃপক্ষের আদেশ বহাল রাখেন এবং পাইলটদের অবিলম্বে কাজে যোগ দিতে বলেন৷ এর প্রেক্ষিতে, কর্তৃপক্ষ আজ বিকেল ৫টার মধ্যে ধর্মঘট তুলে নেবার চরম সময়সীমা ধার্য করেছেন৷নাহলে তাঁদের বিরুদ্ধে অত্যাবশ্যক পরিষেবা আইন বলবৎ করা হবে৷ তাতে পাইলট ইউনিয়নের নেতাদের গ্রেপ্তার করা হতে পারে৷ কিন্তু ধর্মঘটি পাইলটরা এখনো অনড়৷

ইতিমধ্যেই পরিচালন কর্তৃপক্ষ আন্দোলনকারী কিছু পাইলট ও কর্মীদের বরখাস্ত করেছেন এবং কিছু কর্মীকে করেছেন সাসপেন্ড৷

কী দাবি নিয়ে পাইলটদের এই আন্দোলন ? সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া যারা আন্তর্জাতিক ফ্লাইট চালাতো এবং সরকারি বিমান সংস্থা ইন্ডিয়ান এয়ারলাইনস যারা অভ্যন্তরীণ ফ্লাইট চালাতো - এই দুটি শাখাকে মিশিয়ে দেয়া হয়েছিল ২০০৭ সালে৷ ধর্মঘটি পাইলটরা সবাই পূর্বতন ইন্ডিয়ান এয়ারলাইনস-এর৷ সংযুক্তিকরণের সময় বেতন ও ভাতাসমেত তাঁদের সমান সুযোগ দেবার লিখিত আশ্বাস দেয়া সত্ত্বেও এতদিনেও তা কার্যকর হয়নি৷ মূল এয়ার ইন্ডিয়ার পাইলটরা তাঁদের চেয়ে বেশি বেতন ও সুবিধা পায়৷ এই বৈষম্য অবিলম্বে দূর করতে হবে৷ বরখাস্ত ও সাসপেন্সনের আদেশ তুলে নিতে হবে৷ ইউনিয়নের অফিস খুলে দিতে হবে এবং পরিচালনার অব্যবস্থা দূর করতে হবে৷

পরিচালন কর্তৃপক্ষ কী বলছেন ? তারা বলছেন এই ধর্মঘট বেআইনি৷ বেতন বৈষম্য দূর করতে কমিটি গঠিত হয়েছে, কাজও শুরু হয়েছে৷ শ্রম কমিশনারের সঙ্গে আলোচনা যখন চলছে তখন এই ধর্মঘট কেন? ধর্মঘটিদের পাল্টা যুক্তি, সেই আলোচনা ভেস্তে যাবার পরই ধর্মঘটের সিদ্ধান্ত৷

এই টানাটানিতে নাকাল হচ্ছে যাত্রীরা৷ গত তিনদিনে বাতিল হয়েছে দেড়শোর মত ফ্লাইট৷ প্রতিদিনের লোকসান প্রায় চার কোটি টাকা৷ কর্তৃপক্ষ আগামী পাঁচদিন বুকিং বন্ধ রেখেছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ