1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমন এ ক্লিন ইমেজ?

২৯ জানুয়ারি ২০১৪

সমাজ কল্যাণ মন্ত্রীর প্রকাশ্যে ধূমপানের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ও ব্লগে নিন্দার ঝড় উঠেছে৷ ক্ষমা চাওয়ার পর এখন তাকে বিচারের আওতায় আনার দাবি জানানো হচ্ছে৷

Lebenskosten Zigaretten Marlboro Schachtel
ছবি: picture alliance/dpa

সামহয়্যার ইন ব্লগে রিপন ইমরান লিখেছেন, ‘গতকাল সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসে সমাজকল্যাণ মন্ত্রী মহসীন আলীর ধূমপানের ছবিটি দেখে আমার ঈশপের গল্প মনে পড়ছে৷ আমি হলপ করে বলতে পারি আমরা যারা রাজনীতি সংশ্লিষ্ট নই তারা জাতীয় পর্যায়ের নেতা হিসেবে এই চেইন স্মোকার মহসীন আলীকে চিনতাম না৷ প্রধানমন্ত্রী তাকে বর দিয়েছেন কিন্তু সেই বরই তার গলার কাঁটা হয়েছে৷’

ফেসবুকে প্রকাশ্যে ধূমপানের জন্য ক্ষমা চেয়েছেন সৈয়দ আলী৷ তিনি লিখেছেন, অনকনসাস মাইন্ডে ঘটে যাওয়া এই ঘটনার জন্য তিনি দুঃখিত৷ আল্লাহ রহম করছে উনি যে আনকনসাস মাইন্ডে মঞ্চে আগুন ধরিয়ে দেন নাই৷ তার বিষয়ে সরকারের কয়েকটি দ্রুত পদক্ষেপ নেয়া উচিত৷

তার ব্যক্তিগত অস্ত্র থাকলে তা জব্দ করা এবং সর্বোপরি দেশের জনগুরুত্বপূর্ণ সমস্ত কাজ থেকে তাকে দূরে রাখা৷

তবে আদালতের উচিত দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রকাশ্য ধূমপানের জন্য নির্ধারিত জরিমানা করা৷ কারণ আইন সবার জন্যই সমান৷ আর আইনের সুষ্ঠু প্রয়োগেই সমাজের কল্যাণ অবধারিত৷

সমাজকল্যাণ মন্ত্রীর বিচার নিয়ে প্রশ্ন তুলেছেন ব্লগার মিজানুর রহমান জুয়েল৷ লিখেছেন, প্রচলিত আইনে প্রকাশ্যে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ৷ কিন্তু যিনি এই অপরাধটি করলেন তিনি একজন প্রভাবশালী আইন প্রণেতা৷ মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান মন্ত্রিপরিষদ সর্বজন স্বীকৃত ক্লিন ইমেজের মন্ত্রিপরিষদ৷ এ কেমন ধরনের ক্লিন ইমেজ? মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই এই ধরনের কাজ এক দিক থেকে ভালোই হলো৷ এদের উপযুক্ত সাজার ব্যবস্থা করলে ভবিষ্যতে আর কেউ এহেন কাজ করবে না৷ কিন্তু মন্ত্রীমহোদয়! তার কৃত কর্মের সাজা পাবেন কি?

এম এ আমিন খান অবশ্য সবাইকেই ধূমপান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন৷ প্রশ্ন রেখেছেন, নিজে ধূমপায়ী হয়ে অপরের সমালোচনা কি করা যায়?

‘ধূমপান করা ভালো না মন্দ? উত্তর যদি মন্দ হয় তবে সেটা গোপনে বা প্রকাশ্যে যেভাবেই করা হোক দুটোই অপরাধ৷ তিনি লিখেছেন, অনেক ধূমপায়ী অনলাইন অ্যাক্টিভিস্টকে দেখছি মন্ত্রীর ছবি দেখিয়ে সমালোচনা করছেন৷ অথচ তারা নিজের সমালোচনা করছেন না কেনো?

অপরাধ, সেটা গোপনে বা প্রকাশ্যে হোক, সেটা অপরাধই৷ মন্ত্রীর সমালোচনা করার আগে নিজের সমালোচনা করুন৷ আগে ঘোষণা দিন যে আপনি ধূমপান করেন না, আর কখনো করবেন না৷ তারপর কোমরে গামছা বেধে সমালোচনায় নামুন৷'

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ