1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ কেমন সংসদ?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৬ জুন ২০১৯

দশম সংসদেই প্রশ্ন ওঠে৷ বিরোধী দল জাতীয় পার্টির একাধিক সদস্য ছিলেন মন্ত্রিসভায়৷ এবার শতভাগ আওয়ামী মন্ত্রিসভা৷ তারপরও প্রশ্ন উঠছে বিরোধী দল নিয়ে৷

Bangladesch Parlament
ছবি: bdnews24.com

একাদশ সংসদে ২২ জন নির্বাচিত সদস্য পাওয়া জাতীয় পার্টির ভূমিকা কী হবে, তা নিয়ে নির্বাচনের পর থেকেই ছিল ধোঁয়াশা৷ তবে এবার আওয়ামী লীগের পক্ষ থেকেই চাওয়া ছিল, জাতীয় পার্টি যাতে বিরোধী দলের ভূমিকাতেই থাকে৷ নিয়মরক্ষার খাতিরে কিছু বিরোধিতা ছাড়া, একাদশ সংসদে কার্যকর কোনো ভূমিকা জাতীয় পার্টির পক্ষে রাখা সম্ভব নয়, এ ব্যাপারে মোটামুটি একমত রাজনৈতিক বিশ্লেষকরা৷

অন্যদিকে, ৬ সদস্য নিয়ে দীর্ঘ গড়িমসির পর দলটির পাঁচ জন যোগ দেন সংসদে৷ সংরক্ষিত নারী আসনেও শপথ নিয়েছেন এক সদস্য৷ মাঝে মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি, আর এই সংসদ ‘অবৈধ' বলে হুংকার দেয়া ছাড়া এই গুটিকয় সদস্যের পক্ষে কার্যকর বিরোধীতাও গড়ে তোলা সম্ভব হচ্ছে না বিএনপির পক্ষে৷

এই মুহূর্তে সংসদের চিত্র নিম্নরূপ:

সংরক্ষিত আসনসহ মোট সদস্য : ৩৪৯

আওয়ামী লীগ: ৩০১(২৫৮+৪৩)

ওয়ার্কার্স পার্টি: ৪(৩+১)

জাসদ-২

তরিকত ফেডারেশন-১

জেপি(মঞ্জু)-১

জাতীয় পার্টি-২৬(২২+৪)

বিকল্পধারা-২

বিএনপি-৬(৫+১)

গণফোরাম-২

স্বতন্ত্র-৪(৩+১)

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেয়ার বগুড়া-৬ আসনটি শূন্য হয়েছে। সেখানে উপনির্বাচন হবে।

দুই অধিবেশনে কার্যক্রম

একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ৩০ জানুয়ারি, শেষ হয় শেষ ১১ মার্চ৷ দ্বিতীয় অধিবেশন শুরু হয় ২৪ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল৷ ১১ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে৷ এই সংসদ দুই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে৷ দলগুলো চিপ হুইপ ও হুইপ নির্বাচনের কাজ করেছে৷ আর ৫০টি সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হয়েছে৷

যৌন নিপীড়ন ও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রতিবাদে ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা ও প্রস্তাব গ্রহণ করা হয়েছে৷ চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির প্রস্তাব নাকচ করা হয়েছে৷ বিভিন্ন বিষয়ে তিনটি বিল পাশ হয়েছে৷

সংসদে জবাবদিহিতার বাস্তব পরিস্থিতি নেই: ইফতেখার

This browser does not support the audio element.

বাজেট অধিবেশন ও বিএনপি

একাদশ সংসদের তৃতীয় অধিবেশন বাজেট অধিবেশন শুরু হয়েছে ১১ জুন৷ ১৩ জুন বাজেট পেশ করা হয়েছে৷ এখন চলছে বাজেটের ওপর আলোচনা৷

আলোচনায় অংশ নিয়ে বিএনপি'র সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এরই মধ্যে সংসদে উত্তাপ ছড়িয়েছেন৷ বাজেট আলোচনা হলেও রাজনৈতিক নানা বিষয়ে কথা বলতে গিয়ে বার বার সরকার দলীয় সংসদ সদস্যদের বাধার মুখে পড়েন৷

সরকারে যেতে চায় বিরোধী দল

বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ৷ তিনি এ পর্যন্ত মাত্র একদিন সংসদে গিয়ে কয়েক মিনিট ছিলেন৷ তবে জাতীয় পার্টির একটি অংশ এখনো আগের মতো সরকারেই যেতে চায়৷ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের কেউ কেউ মনে করেন একই সঙ্গে সরকারে থাকলে সরকারি সুবিধা নিয়ে দলের অনেক কাজ করা যায়৷ সরকার যদি প্রস্তাব দেয় তাহলে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো৷''

তবে সরকার মনে করে এখন জাতীয় পার্টির বিরোধী দলে থাকাই ভালো৷ নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আমার মনে হয় সংসদকে বেশি গুরুত্ব দেয় দরকার৷ তারা বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আশা করি৷''

এটা কৃত্রিম বিরোধী দল: বদিউল

This browser does not support the audio element.

জোর করে বিরোধী দল

ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংসদের কাজ পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেয় পার্লামেন্ট ওয়াচ শিরোনামে৷ এই সংসদ নিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু না করলেও সাধারণ পর্যবেক্ষণ থেকে ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷ তিনি বলেন, ‘‘আমাদের আশঙ্কার জায়গা হলো সরকারকে সংসদের মাধ্যমে জবাবদিহিতার জায়গায় নেয়ার বাস্তব পরিস্থিতি নেই৷ কারণ আমরা সত্যিকারভাবে নির্বাাচিত গণপ্রতিনিধি পেয়েছি, তা বলা যাবেনা৷ আর যারা নির্বাচিত হয়েছেন. তারাও সেটা বিশ্বাস করেন না৷''

তবে তিনি মনে করেন, ‘‘সংসদে যে অফিসিয়াল বিরোধী দল আছে. তারা না পারলেও বিএনপির সংসদ সদস্যরা চাইলে কার্যকর বিরোধিতা করতে পারেন৷ সব সময় সংখ্যা গুরুত্বপূর্ণ নয়৷ যদি একজনও হন, তিনি চাইলে নগরিকদের পক্ষে কথা বলতে পারেন৷''

তবে এই সংসদকে হুকুমের সংসদ মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)৷ তারা মনে করে এখানে একটি কৃত্রিম বিরোধী দল তৈরি করা হয়েছে৷ প্রতিষ্ঠানটির প্রধান ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘সরকার নিজের লজ্জা ঢাকতেই সংসদে একটি বিরোধী দল তৈরি করেছে৷ কিন্তু বিরোধী দল তৈরি করা যায়না৷ তাই এটা হয়েছে কৃত্রিম বিরোধী দল৷''

এমন বিরোধী দল কিভাবে সংসদ প্রাণবন্ত করে তুলবে, কিভাবেই বা সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে, সে বিষয়েও শংকার কথা জানান তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ