1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ গ্রুপে জার্মানি ফেভারিট

২২ জুন ২০১১

এই গ্রুপে রয়েছে চারটি দেশ৷ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও স্বাগতিক জার্মানি, কনকাকাফ চ্যাম্পিয়ন ক্যানাডা, নাইজিরিয়া এবং ফ্রান্স৷

জার্মান প্রমীলা ফুটবল দলছবি: AP

স্বাভাবিকভাবেই স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি এই গ্রুপে স্পষ্ট ফেভারিট৷ বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে তিনটি খেলাতেই তারা জিততে পারে৷ ইতিমধ্যে দুটি প্রীতি ম্যাচে নাইজিরিয়া এবং ক্যানাডাকে হারিয়েয়েছে কোচ জিলভিয়া নাইড এর মেয়েরা৷ ফরাসিদের বিপক্ষেও তারা ফেভারিট৷ তবে যে বিষয়টি তাদের চাপে রাখবে সেটা হলো নিজ মাঠের দর্শক৷ বিপুল সংখ্যক দর্শকদের সামনে ভালো খেলার একটা চাপ থাকবে বিরগিট প্রিন্সের দলের ওপর৷ এটা সইতে পারলে ফর্মের বিচারে এবার জার্মানির সাফল্য প্রায় নিশ্চিত৷ অন্যদিকে কনকাকাফ চ্যাম্পিয়ন ক্যানাডা আর নাইজিরিয়ার ম্যাচটি থাকবে বিশেষভাবে লক্ষণীয়৷ এর আগে দুইদল একবারই ১৯৯৫ এর বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এবং সেবার ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে৷ ওই ড্রয়ের পর দুই দলই পরবর্তী রাউন্ডে যেতে ব্যর্থ হয়৷ তবে এই দুই দলকে এবার ছাড়িয়ে যেতে পারে লঁ ব্লুজ'রা৷ বাছাই পর্বে দারুণ খেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে নীল সাদারা৷ এমনিতেই তাদের হারানোর কিছু নেই, তাই চমক একটা দেওয়ার চেষ্টা করবে ফরাসী প্রমীলা ফুটবলাররা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ