1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষকদের দাবি আদায়

আশীষ চক্রবর্ত্তী১০ জানুয়ারি ২০১৩

গতকাল আমিনুর রহমানের জীবনে এসেছে উৎসবের আনন্দ৷ আনন্দের কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ২৬ হাজার ২০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা৷ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান তাতেই খুশি৷

Teachers try to break a police barricade during a rally in front of the press club in Dhaka January 9, 2013. Police obstructed teachers as they attempt to march on Bangladesh's education directorate building to demand their inclusion in the government's Monthly Payment Order (MPO) which will increase their wages, local media reported. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST EDUCATION TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

আমিনুর রহমানের কর্মজীবন শুরু ২২ বছর আগে৷ সেই থেকে মানুষ গড়ার কাজে নিয়োজিত তিনি৷ ২২ বছরে বেতন ছয় হাজার টাকাও হয়নি৷ এখনও যে রাতারাতি দিন ফিরে যাবে তা-ও নয়৷ কতই বা বেতন বাড়বে? পাঁচ হাজার? তা-ও নয়! নিলফামারির ডিংলা উপজেলার শালংগ্রাম পূর্ব পাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবু খুব খুশি৷ এই দাবিটুকু আদায়ের জন্য জীবন উৎসর্গ করতেও রাজি ছিলেন তিনি৷ বিখ্যাত কেউ নয়, এক সাধারণ শিক্ষকের সঙ্গেই কথা হলো৷ আর সেই কথপোকথনেই বেরিয়ে এলো কায়ক্লেশে জীবন নির্বাহ করতে অভ্যস্ত এক সরল মানুষের অল্পতেই তুষ্ট হবার অসাধারণ ক্ষমতা৷

BM/100113/Interview with a Primary school teacher - MP3-Mono

This browser does not support the audio element.

মো. আমিনুর রহমান যখন শিক্ষকতা শুরু করেন, তখন বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্তি পাওয়ার পথে৷ তারপর থেকে দেশে শুরু হয়েছে সংসদীয় গণতন্ত্র৷ তাতে জনগণ কী পেয়েছে বা কী কী পায়নি সে আলোচনা অপ্রাসঙ্গিক৷ তবে মো. আমিনুর রহমানের বেলায় তা পুরোপুরি প্রাসঙ্গিক৷ প্রচলিত অর্থে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরুর সময় থেকেই শিক্ষক হিসেবে জীবনসংগ্রাম শুরু তাঁর৷ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের তখন থেকেই স্বপ্ন বেতনটা বাড়বে, একটু স্বচ্ছলতা আসবে সংসারে৷ বুধবার প্রধানমন্ত্রীর মুখে স্বপ্ন পূরণের ঘোষণা শুনে তাই তিনি ভীষণ আনন্দিত৷

কিন্তু আমিনুর রহমান নিজেই যে হিসেবটা দিলেন তাতে বেতন চার হাজার টাকাও বাড়বে না৷ বৃদ্ধা মা, স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে দশ জনের সংসার৷ নতুন ঘোষণায় বেতন বড় জোর হবে আট হাজার টাকা৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নিলফামারির এ শিক্ষক নিঃসংকোচে বলে গেলেন ওইটুকুতেই তাঁর, তাঁর আপনজনদের খুশি হবার কথা৷

এ সময় দাবি আদায়ের আন্দোলনে কতটা মরিয়া ছিলেন সে কথাও জানিয়েছেন নিলফামারির ডিংলা উপজেলার শালংগ্রাম পূর্ব পাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ গত ২১ বছরের আন্দোলনের ইতিহাস না জানলে একজন মানুষের জীবনে ওই তিন-চার হাজার টাকাও যে কত অর্থপূর্ণ, সেটা বোঝা অসম্ভব৷

বুধবার বেসরকারি প্রাথমিক শিক্ষকদের এক মহাসমাবেশে ২৬ হাজার ২০০ বিদ্যালয়ের এক লক্ষ চার হাজার বেসরকারি শিক্ষকের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর এ ঘোষণা শিক্ষকদের এক দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতি৷ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন ১৯৯১ সাল থেকে৷ ১৯৯৭ সালে ঢাকার ওসমানী উদ্যানে আমরণ অনশন কর্মসূচিও পালন করেছিলেন তাঁরা৷ কর্মসূচির নবম দিনে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করার কথা জানিয়ে তাঁদের অনশন ভাঙান তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া৷

২০১২ সালের জানুয়ারি মাসে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করা হয়ছবি: Reuters

২০০০ সালে সেই ওসমানী উদ্যানেই শিক্ষকরা মহাসমাবেশ করেন একই দাবিতে৷ তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা৷ তিনি তখন শিক্ষকদের দাবি দলের নির্বাচনী ইশতেহারে রাখার ঘোষণা দেন, যার অর্থ, আবারো ক্ষমতায় এলে ব্যবস্থা নেয়া হবে৷ কিন্তু তারপরও কাজ হয়নি৷ তাই আন্দোলন চলতে থাকে৷ বর্তমান সরকারের আমলে ২০১১ সালের ২১ থেকে ২৭শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট, অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষকরা৷ তারপরও দাবি আদায় না হওয়ায়, ২০১২ সালের জানুয়ারি মাসে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করা হয়৷ ১৭ থেকে ১৯শে জানুয়ারি পর্যন্ত চলে কর্ম বিরতি৷ সরকারের তরফ থেকে তারপরও কোনো সাড়া না পেয়ে শিক্ষকরা ১৩ থেকে ১৮ই মে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমূখে পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন৷ এসব কর্মসূচি পালনের সময় পুলিশের পিটুনিতে আহত এক শিক্ষক পরে মারাও গিয়েছিলেন৷

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছিলেন, শিগগিরই শিক্ষক মহাসমাবেশ থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেওয়া হবে৷ অবশেষে বুধবার এলো সেই ঘোষণা৷ নিলফামারি থেকে পকেটের টাকা খরচ করে এসে ঘোষণাটা নিজের কানে শুনে আমিনুর রহমান আপ্লুত৷ জানালেন, এই দাবি আদায়ের জন্য কাফনের কাপড় পরেছেন, ভেবে রেখেছিলেন আমৃত্যু চালিয়ে যাবেন দাবি আদায়ের এ আন্দোলন৷ অবশেষে সেই দাবি যে আদায় হয়েছে আমিনুর রহমানের কাছে এটাই সবচেয়ে বড় স্বস্তির৷ দ্রব্যের অগ্নিমূল্যের এ বাজারে মাসিক বেতন আট হাজার টাকা হলেই তাঁর চলে যাবে – ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা নিশ্চিন্তে বলে দিলেন আমিনুর রহমান!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ