1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ বছরই হতে পারে হোলি আর্টিজান মামলার রায়

১ জুলাই ২০১৯

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে নশৃংস জঙ্গি হামলার তিন বছর আজ৷ ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে৷ 

Bangladesh Dhaka Holey Artisan Bakery
ছবি: bdnews24.com

 ২০১৬ সালের ১ জুলাই রাতে হামলা চালায় অস্ত্রধারীরা৷ হামলায় ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন নিহত হয়৷ উদ্ধার অভিযানে বোমার আঘাতে নিহত হয় পুলিশের দুই কর্মকর্তা৷ পরের দিন সকালে অভিযানে নামে সেনা কমান্ডোরা৷ শেষ হয় জিম্মি দশা৷ অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়৷

এ পর্যন্ত মামলায় ৬০ জনের সাক্ষ্য নেয়া হয়েছে৷ ২ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন সরকার পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী৷

তিনি জানান, সপ্তাহের প্রতি মঙ্গলবার এই মামলাটি আদালতে ওঠে৷  জাহাঙ্গীর আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে আমি আশাবাদী, এ বছরেই এ মামলাটির রায় হতে পারে৷'' তাঁর মতে, শুধু দেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষ এই মামলার রায়ের অপেক্ষায় আছে৷

এ বছরেই রায় হতে পারে, সারা বিশ্বের মানুষ এই মামলার রায়ের অপেক্ষায় আছে: জাহাঙ্গীর আলম

This browser does not support the audio element.

তিনি জানান, রাষ্ট্রের পক্ষ থেকে  মামলা পরিচালনার সকল সুযোগ-সুবিধা  তাঁরা পাচ্ছেন৷ একই সঙ্গে আদালতে আসামি পক্ষের জন্যও সমান সুযোগ রাখা হয়েছে বলেও জানান এই আইনজীবী৷

প্রসঙ্গত, হোলি আর্টিজেন বেকারিতে হামলার পর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ৷ গেল বছরের ২৩ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর৷

চার্জশিটে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ আনে পুলিশ৷ তাদের মধ্যে আট আসামি বিভিন্ন অভিযানে ও পাঁচজন হোলি আর্টিজানে অভিযানের সময় নিহত হয়৷ এ ছাড়া জীবিত আটজনের মধ্যে ছয়জন কারাগারে এবং বাকি দুজন পলাতক৷

চার্জশিটের পর বিচারের জন্য মামলাটি বদলি করে পাঠানো হয় ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে৷ ২০১৮ সালের ২৬ নভেম্বর আট জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আদালত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ