1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এ বছরের জার্মান শব্দ ‘উদ্বাস্তু'

১৩ ডিসেম্বর ২০১৫

জার্মানিতে ২০১৫ সালে যে শব্দটি সবচেয়ে বেশি শোনা গেছে, সেটি হলো ‘ফ্ল্যুশ্টলিং', বহুবচনে ‘ফ্ল্যুশ্টলিংগে'৷ মানে হলো উদ্বাস্তু৷ বাকিদের মধ্যে রয়েছে ‘জে সুই শার্লি', ‘গ্রেক্সিট' ও ‘সেল্ফি স্টিক'৷

Deutschland Angela Merkel Kanzlerin der Flüchtlinge
ছবি: Reuters/B. Szabo

জার্মান ভাষা সমিতির মূল দপ্তর হলো ভিসবাডেন শহরে৷ প্রতিবছর তারা একটি করে শব্দ বাছেন ‘ওয়র্ড অফ দ্য ইয়ার' হিসেবে৷ সঙ্গে থাকে আরো কিছু শব্দ, যা বিদায়ী বছরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনাবলী থেকে উঠে এসেছে৷

ভাষা সমিতি শুক্রবার ঘোষণা করে যে, এ বছরের বাছাই শব্দ হলো ‘ফ্ল্যুশ্টলিংগে' বা ‘উদ্বাস্তু' (বহুবচন)৷ কারণটা বোধগম্য: গত বারো মাসে ইউরোপ যে সমস্যা নিয়ে সবচেয়ে ব্যস্ত ছিল, সেটি হলো উদ্বাস্তু বা শরণার্থী সমস্যা৷ যেমন ২০০৮ সালের জার্মান ওয়র্ড অফ দ্য ইয়ার ছিল ‘ফিনানৎস ক্রিজে' বা আর্থিক সংকট৷

এ বছরের টপ টেন হলো:

১) ফ্ল্যুশ্টলিংগে বা ‘উদ্বাস্তু' (বহুবচন);

২) জ্য সুই শার্লি – জানুয়ারি মাসে শার্লি এব্দো হত্যাকাণ্ডের পর সারা বিশ্ব যে হ্যাশট্যাগের মাধ্যমে একত্রিত হয়েছিল: ‘আমিও শার্লি';

৩) গ্রেক্সিট – কথাটি ২০১১ সাল থেকে চালু; গ্রিস আর এক্সিট বা প্রস্থান মিলে তৈরি; অর্থ হলো, ইউরো এলাকা থেকে গ্রিসের বিদায় অথবা বহিষ্কার;

৪) সিলেক্টোরেনলিস্টে – এ বছরের গোড়ার দিকে খবর বেরোয় যে, জার্মান গুপ্তচর বিভাগ বিএনডি-র সাহায্য নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ জার্মানিতেই নজরদারি চালাচ্ছে; এনএসএ কমপিউটার ও ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য যে বিশেষ শব্দ ও অন্যান্য হদিশ ব্যবহার করছে, সেগুলিকে বলে সিলেক্টর; সেই সিলেক্টরগুলির তালিকা – সিলেক্টোরেনলিস্টে – প্রকাশ করতে জার্মান সরকারের আপত্তি নিয়ে একটা রাজনৈতিক ঝড় ওঠে জার্মানিতে;

৫) মোগেল-মোটর – মানে ‘জোচ্চুরির মোটর', অর্থাৎ ফল্কসভাগেন মোটর কোম্পানি তাদের গোপন সফটওয়্যার দিয়ে তাদের বিভিন্ন গাড়ির মডেলের গ্যাস নির্গমন যেভাবে বাস্তবের চেয়ে কম দেখিয়েছে, সেই কেলেঙ্কারি;

৬) ডুর্শভিঙ্কেন – মানে হাত নেড়ে বা হাত দুলিয়ে লাইনে দাঁড়ানো মানুষজনকে এগোতে বলা; ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ তাদের সীমান্তে উদ্বাস্তুদের যেভাবে বিনা বাধায়, বিনা নিয়ন্ত্রণে জার্মানি ইত্যাদি দেশের দিকে যেতে দিয়েছে, ইঙ্গিতটা তার প্রতি;

৭) সেল্ফি-স্টাব – মানে সেল্ফি স্টিক;

৮) শুমেল-ভেএম – মানে ‘ফাঁকির বিশ্বকাপ'; জার্মানি যেভাবে ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে; ‘ফাঁকির বিশ্বকাপ' সেদিকেই ইঙ্গিত করছে;

৯) ফ্লেক্সিটারিয়ার – মানে ‘ফ্লেক্সিট্যারিয়ান'; কথাটা এসেছে ইংরেজি ‘ফ্লেক্সিবল' বা ‘নমনীয়' শব্দটা থেকে, সঙ্গে যুক্ত হয়েছে ভেজিট্যারিয়ানের ‘-ট্যারিয়ান'; অর্থাৎ যারা সাধারণত নিরামিষ খেলেও মাঝেমধ্যে একটু-আধটু মাছমাংস খেয়ে ফেলেন;

১০) ভির শাফেন ডাস! – মানে ‘আমরা পারব!'; চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল উদ্বাস্তুদের দলে দলে জার্মানিতে আসা সম্পর্কে শুরু থেকেই যা বলে আসছেন, ‘আমরা সামলাতে পারব'৷

এসি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

আচ্ছা বন্ধু, তালিকার কোন শব্দটি আপনার সবচেয়ে পছন্দ? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ