1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাড়ে ছয় হাজার উদ্বাস্তু উদ্ধার

৩০ আগস্ট ২০১৬

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে প্রায় সাড়ে ছয় হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইটালির কোস্টগার্ড৷ সোমবার ৪০ দফায় উদ্ধার অভিযান শেষে এই বিশাল সংখ্যক উদ্বাস্তুদের উদ্ধার করা হয়েছে বলে টুইটারে জানিয়েছে তারা৷

ছবি: picture alliance/AP Photo/E. Morenatti

এ বছর একদিনে এত বিপুল সংখ্যক শরণার্থী উদ্ধারের ঘটনা এই প্রথম৷ অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই আফ্রিকান বলে ধারণা করা হচ্ছে৷ খুবই ছোট ছোট নৌকায় করে তারা সাগর পাড়ি দিচ্ছিল, যেগুলো সমুদ্রের উত্তাল ঢেউ সামলাতে অক্ষম৷ একটি মাছধরা নৌকাতেই ছিলো অন্তত ৭০০ জন মানুষ৷

শরণার্থীদের মধ্যে কেবল শিশু নয়, নবজাতকও রয়েছে, যাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে৷ মে মাসে এক সপ্তাহে ইটালির উপকূল থেকে উদ্ধার করা হয়েছিল ১৩,০০০ মানুষকে৷ আর আগস্টের প্রথম তিন সপ্তাহে ৮,৩০০ জনকে৷

শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, ২০১৬ সালে নৌকায় করে ইটালি পৌঁছেছে ১ লাখ ৫ হাজার অভিবাসনপ্রত্যাশী৷ এদের বেশিরভাগই এসেছে লিবিয়া থেকে৷ আর সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে এ বছর প্রাণ হারিয়েছে ২,৭২৬ জন পুরুষ, নারী ও শিশু৷

ভিডিও ফুটেজে দেখা গেছে, অভিবাসনপ্রত্যাশীরা উদ্ধারকারী জাহাজ দেখে আনন্দে চিৎকার করছে আর কয়েকজন জাহাজগুলোর দিকে সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে৷

অতিরিক্ত এই অভিবাসনপ্রত্যাশীদের চাপে ইউরোপের দেশগুলোতে সংকট তৈরি হয়েছে এবং এদের পুনর্বাসন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে৷

More than 6,500 migrants rescued off coast of Libya

00:35

This browser does not support the video element.

আবহাওয়া ভালো থাকলে এ সপ্তাহে আরও অনেক শরণার্থী সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে বলে ধারণা করছে ইটালির কোস্ট গার্ড৷ ২০১৪ সাল থেকে গত ৩ বছরে ইটালিতে সমুদ্রপথে এসেছে ৪ লাখ শরণার্থী, যাদের বেশিরভাগই আফ্রিকার সংঘাতপূর্ণ এলাকা থেকে জীবন বাঁচাতে পালিয়ে এসেছে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ